Delete For Everyone: ওয়াটস অ্যাপে ডিলিট ফর এভরিওয়ান করা মেসেজও দেখা যায় জেনে নিন তার উপায়। বর্তমানে সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হিসেবে পরিচিত ওয়াটস অ্যাপ। ব্যবসায়িক ক্ষেত্রে হোক অথবা ব্যক্তিগত জীবনে ব্যবহারের জন্যই হোক হোয়াটস অ্যাপ সব সময়ই সেরা পছন্দ। বর্তমান যুগে পেশাদারী ক্ষেত্রে মেইলের তুলনায় ওয়াটস অ্যাপের চাহিদা একটু হলেও বেশি। এই অ্যাপটির একাধিক আকর্ষণীয় ফিচার্স গ্রাহকদেরকে এটি ব্যবহারে প্রতিনিয়ত উৎসাহ জুগিয়ে চলেছে। এই অ্যাপটির অন্যতম ফিচারস হলো ডিলিট ফর এভরিওয়ান (Delete For Everyone) অপশনটি। যা সাধারণের মধ্যে সবথেকে বেশি বিভ্রান্তি সৃষ্টি করে থাকে।
চ্যাট করতে গিয়ে কখনো ভুল করে কোন মেসেজ ভুল জায়গায় সেন্ড হয়ে গেলে সাথে সাথে তা রিমুভ করে দেওয়া যায়। ডিলিট ফর এভরিওয়ান অপশনটি এই কাজে সাহায্য করে। সাধারণ ভাবে ডিলিট করলে শুধুমাত্র তা সেন্ডারের ফোন থেকেই ডিলিট হবে। কিন্তু ডিলিট ফর এভরিওয়ান করলে তা সেন্ডার এবং রিসিভার দুজনের ফোন থেকেই ডিলিট হয়ে যাবে। ফলে কোনরকম সমস্যায় পড়তে হবে না সেন্ডারকে। কিন্তু এখানেই সমস্যা। সেন্ডার নিশ্চিন্ত হলেও, রিসিভার কিন্তু নিশ্চিন্ত হতে পারেন না।
কোন কথা বলতে গিয়েও না বলা হলে, যে সেই কথাটি শুনছিল তার মনে একটি অতিরিক্ত কৌতুহল জন্ম নেয়। এই ডিলিট ফর এভরিওয়ান (Delete For Everyone) অপশনটিও ঠিক একই কাজ করে। কোন ব্যাক্তি যদি দেখেন তার ফোনে কোন মেসেজ পাঠিয়ে তা ডিলিট করে দেওয়া হয়েছে তাহলে তা তার মনে একটি অতিরিক্ত কৌতূহল তৈরি করতে পারে। কি লেখা ছিল জানার আগ্রহটা অনেক বেড়ে যায়। কিন্তু মেসেজ তো ডিলিট করা হয়েছে তাহলে কিভাবে জানবেন? যে পাঠিয়েছে তাকে জিজ্ঞেস করলেও যে সে সত্যি কথা বলবে তার কোন মানে নেই। তাহলে এই ডিলিট করা মেসেজটি কিভাবে উদ্ধার করা যাবে?
আরো পড়ুন: তেল নেওয়ার সময় মিটারে শূন্য মানেই আর নিশ্চিন্ত নয়!
এইধরনের কৌতুহলী মানুষদের জন্য সুখবর। ওয়াটস অ্যাপের এই ডিলিট ফর এভরিওয়ান (Delete For Everyone) মেসেজগুলিও দেখা যায়। সহজ উপায়েই দেখে ফেলা যাবে ডিলিট করা মেসেজ। ফোন বা ডেক্সটপ আপনি যেখান থেকে আপনার ওয়াটস অ্যাপটিকে ব্যবহার করছেন সেখানকার সেটিংস অপশনে যেতে হবে। সেখানে দেখতে পাবেন অ্যাপস নোটিফিকেশন বলে একটি অপশন রয়েছে। সেই অপশনে গেলেই অ্যাপ হিস্ট্রি বলে একটি অপশন পাবেন। সেটিকে চালু করে ওয়াটস অ্যাপ নোটিফিকেশন অপশনটিকে মুছে ফেলতে হবে। তাহলেই ডিলিট করা মেসেজগুলো দেখতে পারবেন গ্রাহক।
অবশ্য এই মেসেজগুলি দেখার জন্য থার্ড পার্টি অ্যাপেরও ব্যবহার করা যায়। কিন্তু সুরক্ষা ব্যবস্থা দিক থেকে দেখতে গেলে থার্ড পার্টি অ্যাপ কখনোই সুরক্ষিত নয়। তাই কোন প্রকার থার্ড পার্টি অ্যাপের সহায়তা নিয়ে এই কাজ করা উচিত হবে না। যদি ডিলিট ফর এভরিওয়ান (Delete For Everyone) করা মেসেজটি আপনি দেখতে চান, তাহলে প্রতিবেদনে উল্লেখিত পদ্ধতিটি অবলম্বন করতে পারেন তাতে আপনার ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত থাকবে।