Site icon লোকাল সংবাদ

Dhanadhya Yog: শুক্র ও শনির ধনাঢ্য যোগে, ফুলে ফেঁপে উঠবে এই তিন রাশির জাতক-জাতিকারা

Dhanadhya Yog

Representative

Dhanadhya Yog: রাশি চক্রের ১২ রাশির মধ্যে শনি ও শুক্র দেবকে সকলেই রীতিমত ভয় পান। প্রত্যেকেই চান , এই দুটো রাশি যেন শক্তিশালী হয়। কারণ একজন সৌভাগ্য নির্ধারণ করে আর অপর জন দাম্পত্য সম্পর্ক। তাই এই দুটো রাশির একটা আলাদা মাহাত্ম্য রয়েছে এবং এই দুই রাশির প্রভাব কমবেশি প্রত্যেকের জীবনেই পড়ে। তবে এবার শনি দেব ও শুক্র দেব দুজনে মিলে তৈরি করছেন ধনাঢ্য যোগ। যে কারণে অনেকেই লাভের মুখ দেখতে চলেছেন।

শনিদেব ও শুক্রদেবের মিলনে ধনাঢ্য যোগ (Dhanadhya Yog) ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। যে কারণে কিছু রাশির ভাগ্যে বিপুল চমক আসতে চলেছে। কোন কোন রাশির জাতক জাতিকার জন্য এই যোগ শুভ হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। ১২ রাশির মধ্যে থাকা তিন রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এই যোগে। অর্থ ভাগ্য, সৌভাগ্য লাভ, আয়ের নতুন উৎস থেকে শুরু করে কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন এই তিন রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এটি (Dhanadhya Yog) অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ শুক্র গ্রহ হচ্ছে ব্যবসার কারক, তিনি ধনের‌ও কারক। অন্যদিকে শনি নিজের গোচর কুণ্ডলীতে স্বগৃহী হয়ে রয়েছেন। এর ফলে ধনলাভ হবে। এছাড়া ও যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য আসবে বিবাহ প্রস্তাব। বিদেশ থেকে লাভ আসবে এবং নতুন কাজের সুবিধা হবে। বিনিয়োগ ক্ষেত্রে‌ও লাভ পাবেন।

আরো পড়ুন: অভাব পিছু ছাড়ছে না? এই পাঁচ জায়গায় খালি হাতে যাবেন না

তুলা রাশি

এই রাশির প্রধান গ্রহ হলো শুক্র। এই ধনাঢ্য যোগের (Dhanadhya Yog) ফলে এই রাশির জাতক জাতিকারা সন্তান প্রাপ্ত হতে পারেন। প্রেমের সম্পর্ক ভালো হবে এবং অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। এছাড়া যারা এই রাশির জাতক জাতিকাদের মধ্যে ব্যবসা করেন তাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে এবং সব ক্ষেত্রেই তাদের সময়টা ভালো কাটবে। রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের জন্য সময় ভালো যাবে।

মকর রাশি

এই ধনাঢ্য যোগের (Dhanadhya Yog) ফলে মকর রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। এই যোগ এই রাশির জন্য যেমন ধন ভাব তৈরি করবে তেমনি স্বাস্থ্য ক্ষেত্রেও এই সময়টা ভালো যাবে। জাতক জাতিকারা কোন‌ও গাড়ি বা সম্পত্তি এই সময় কিনতে পারেন। চাকরিরতদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো হবে। এছাড়া সব সময় কাজে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। এছাড়া অতিরিক্ত আয়ের কোন উৎস তৈরি হবে।

Exit mobile version