Samantha Ruth Prabhu: ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী হলেন সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। আর তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে এলো সামান্থার বিবাহ বিচ্ছেদের সাথে জড়িয়ে রয়েছে তাঁর প্রাক্তন শ্বশুর নাগার্জুন। ইন্ডাস্ট্রি রাজনৈতিক মহল সহ সর্বত্র চরম জল্পনা সামন্থাসহ প্রাক্তন শ্বশুর নাগার্জুনকে নিয়ে। বৌমার সাথে কি এমন করেছেন তিনি? শুনলে চমকে উঠবেন আপনিও।
প্রসঙ্গত, পূর্বে বহুবার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সাথে বিবাহ বিচ্ছেদ নিয়ে সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী সামান্থা। তবে সাম্প্রতিক তেলেঙ্গানা মন্ত্রী কোন্ডা সুরেখার মন্তব্যে আবার খবরের হেডলাইন হলেন অভিনেত্রী সামান্থা (Samantha Ruth Prabhu)। তেলেঙ্গানা মন্ত্রী কোন্ডা জানিয়েছেন নাগা চৈতন্য ও সামান্থার বিবাহ বিচ্ছেদের কারণ হল সেই সময়কার মন্ত্রী কেটি রামা রাও। পাশাপাশি সুরেখা এই সমস্ত কিছুর জন্য দায়ী করেছেন অভিনেত্রীর প্রাক্তন শ্বশুর নাগার্জুনকে। সুরেখার উক্তিতে জানা যায়, রাজনীতি সম্পর্কিত স্বার্থের কারণে প্রাক্তন শ্বশুর নাগার্জুন নাকি পুত্রবধূকে কেটি রামা রাও-এর কাছে যাওয়ার জন্য বাধ্য করত।
এছাড়াও কোন্ডা সুরেখার মুখে শোনা যায়, প্রাক্তন শ্বশুর নাগার্জুনের এই কথা মানতে রাজি হননি অভিনেত্রী সামান্থা। তিনি এই কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কিন্তু সেই চাপ থেকে মুক্তি না পাওয়াতেই নাকি শেষ পর্যন্ত বিয়ে ভাঙ্গার সিদ্ধান্ত নেন তেলেগু অভিনেত্রী সামান্থা। তেলেগু মন্ত্রী কোন্ডা সুরেখার এই মন্তব্য উঠতেই চরম জল্পনা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিসহ রাজনীতি মহলে।
অপরদিকে কোন্ডা সুরেখার এই উক্তিতে চরম ক্ষুব্ধ আক্কিনেনী পরিবার। কোন্ডা সুরেখাকে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নাগার্জুনের। তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি রয়েছেন ভাইজ্যাগ। তবে খুব শীঘ্রই তিনি আইনজীবীদের সাথে নিয়ে ফিরতে চলেছেন হায়দ্রাবাদে। পাশাপাশি মন্ত্রী কোন্ডা সুরেখাকে এই মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশ করে আইনি নোটিশ জারি করেছেন মন্ত্রী কেটিআরও। খবর রয়েছে এ বিষয়ে আইনি নোটিশ জারি করা হয়েছে তেলেগু ফিল্ম চেম্বার তরফেও।
কোন্ডা সুরকার মন্তব্যে নায়িকা সামান্থার কি মত? মন্তব্য শোনার সাথে সাথেই অভিনেত্রী সামান্থা (Samantha Ruth Prabhu) স্পষ্ট ভাষায় বলেছেন, তাঁর ব্যক্তিগত জীবনকে যেন রাজনীতির সাথে না জড়ানো হয়। আর এই সমস্ত বিতর্ক উঠতেই নয়া মন্তব্য করেছেন মন্ত্রী কোন্ডা সুরেখা। তিনি সামান্থার প্রতি একটি পোষ্টের মাধ্যমে তাঁর মন্তব্য প্রত্যাহার করার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, সামন্থার মতো অভিনেত্রীদের তিনি সম্মান করেন। তবে অভিনেত্রী এবং তাঁর ভক্তরা যদি এই মন্তব্যে অসম্মানিত বোধ করেন তাহলে তিনি তাঁর উক্তি তুলে নিচ্ছেন।