Site icon লোকাল সংবাদ

প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের মধ্যে পার্থক্য আছে, জানেন কি?

পতাকা উত্তোলনে

প্রতিনিধত্বমুলক

ভারতের ইতিহাসে দুটি চিরস্মরণীয় দিন হল প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবস। এই দুই দিনই ভারতবাসীর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দুটি দিন পতাকা উত্তোলনের মাধ্যমে দেশবাসীর মধ্যে দেশপ্রেমের অনুভূতিকে জাগ্রত করে তোলা হয়। স্বাধীনতা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আমরা আমাদের স্বাধীনতার জন্য কি কি ত্যাগ করেছি। আর প্রজাতন্ত্র দিবস আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়।

মাত্র কয়েকদিন আগেই ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হল সারা ভারত জুড়ে। ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল এই দিনেই, তাই গণতান্ত্রিক দেশ হিসাবে এই দিনটিকে উদযাপন করতে সারা দেশ জুড়ে স্মরণউৎসব পালন করা হয়। এদিন ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। অপরদিকে, ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট দীর্ঘ ২০০ বছরের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত। তাই প্রতি বছর শহীদদের স্মৃতিতে পালন করা হয় স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলনও হয় এই দিনে। অনেক মানুষ স্বাধীনতা উদযাপন করতে ঘুড়িও ওড়ায়। এবছর ভারতের স্বাধীনতার ৭৮বছর পূর্ণ হবে।

আপাতদৃষ্টিতে এই দুই দিনের উদযাপনের মধ্যে কোনো পার্থক্য না থাকলেও, পতাকা উত্তোলনের পদ্ধতিতে বেশ কিছু তফাৎ রয়েছে। স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনকে ইংরেজিতে বলা হয় হোস্ট, যার বাংলা অর্থ উত্তোলন। এই দিন পতাকা দন্ডের নীচে বাধা থাকে। তারপর সেটিকে উপরে তোলা হয়। সেইদিন ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে পতাকা তোলা হয়েছিল,তাই সেই দিন থেকেই এই নিয়ম চলে আসছে। স্বাধীনতা দিবসের দিন লাল কেল্লায় প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণও দেন। এর আগের দিন অর্থাৎ ১৪ই আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণ মহারাষ্ট্র অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে, আতঙ্কিত গোটা এলাকা, মৃতের সংখ্যা কত?

অপরদিকে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনকে বলা হয় আনফার্ল। যার অর্থ উন্মোচন। এই দিনও পতাকা দন্ডের নিচে বাধা থাকে। তবে এক্ষেত্রে পতাকাটি ভাঁজ করা থাকে। তারপর শুধুমাত্র বাঁধন খুলে পতাকাটিকে উন্মোচন করা হয়। ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। এদিনই বিশ্ব মঞ্চে ভারত প্রজাতন্ত্র দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

রাষ্ট্রপতি প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উন্মোচন করেন। তারপর শোভাযাত্রা, প্যারেড, ভারতীয় সেনাশক্তির প্রদর্শনের মাধ্যমে দিনটিকে পালন করা হয় সারা দেশ জুড়ে।

Exit mobile version