Train Horns: চলতি পথে ট্রেনের হর্ন সকলেই শুনেছি তবে এই হর্নের মধ্যেই লুকিয়ে থাকে ট্রেন চড়ার পথে অনেক নির্দেশ। আজকের প্রতিবেদনে এই হর্নের ধরণগুলো নিয়েই আলোচনা করা হলো।
১. ওয়ান শর্ট হর্ন: এর অর্থ হলো একবার অল্প সময়ের জন্য হর্ন বাজানো। যার অর্থ হলো ট্রেন এবার সাফাইয়ের জন্য ইয়ার্ডের পথে যাবে। সাধারণত বড় বড় স্টেশনগুলোতে এই হর্নের শব্দ শোনা যায়। ট্রেনগুলি কার্শেডে যাওয়ার আগে এই হর্ন দিয়ে থাকে।
২. টু শর্ট হর্ন: পরপর দুটো কম সময়ের হর্ন (Train Horns) প্রতি স্টেশনে ট্রেন ছাড়ার সময় দেওয়া হয়। এর মাধ্যমে মোটরম্যান গার্ডের কাছে ট্রেন ছাড়ার সিগন্যাল চাওয়া হয়।
৩. থ্রি শর্ট হর্ন: পরপর তিনটি অল্প সময়ের হর্ন দেওয়া হয় এটা জানাতে যে চালক ট্রেনের উপর তাঁর নিয়ন্ত্রণ হারিয়েছেন। এর ফলে গার্ড বুঝতে পারেন চালক ট্রেন থামাতে পারছেননা আর তখন ভ্যাকিউম ব্রেকের মাধ্যমে গার্ড ট্রেন থামানোর ব্যবস্থা করেন।
৪. ফোর শর্ট হর্ন: চার বার স্বল্প সময়ের হর্ন দেওয়ার অর্থ ট্রেনে কোনো যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হয়েছে ফলে আর গাড়ি এগোনো সম্ভব নয়।
৫. ওয়ান লং এন্ড ওয়ান শর্ট হর্ন: একটি হর্ন একটু বেশি সময় ধরে বাজানো এবং অন্য একটি হর্ন অল্প সময় বাজানো হয় ট্রেন চালু করার আগে। এর মাধ্যমে গার্ডকে ব্রেক পাইপ সিস্টেম চালু করার নির্দেশ দেওয়া হয়।
৬. টু লং এন্ড টু শর্ট হর্ন: দুবার বড় এবং দুবার ছোট হর্ন বাজিয়ে ট্রেনে উপস্থিত গার্ডকে ইঞ্জিনের নিয়ন্ত্রণ নেয়ার নির্দেশ দেওয়া হয়।
আরো পড়ুন: নতুন চাকায় লাগানো থাকে ছোট পিন, জানুন আসল কারণ
৭. টানা হর্ন: এই হর্নটি সুপার ফাস্ট ট্রেনগুলোতে বেশি বাজাতে দেখা যায়। এবার গ্যালোপিং ট্রেন হলেও এই হর্ন বাজানো (Train Horns) হয়। এর অর্থ ট্রেন আগামী স্টেশনে থামবেনা।
৮. থেমে থেমে দুটি আলাদা হর্ন: ট্রেন রেলওয়ে ক্রসিং পারাপার হচ্ছে এটা বোঝাতে এই হর্ন দেওয়া হয়।
৯. দুটি লং এবং একটি শর্ট হর্ন: ট্রেনগুলো চলার পথে লাইন পরিবর্তন করার সময় এই হর্ন দিয়ে থাকে।
১০. দুটি শর্ট এবং একটি লং হর্ন: এরকম হর্ন বাজলে বুঝতে হবে কোনো যাত্রী ট্রেনের চেন ব্রেক টেনে ট্রেন থামানোর চেষ্টা করেছেন।
১১. ছ’টি ছোট হর্ন: পর পর ছয়টি ছোট হর্ন (Train Horns) বাজানোর অর্থ বড় কোনো বিপদ। যা আপদকালীন পরিস্থিতিতে যাত্রী এবং গার্ডদের সচেতন করতে বাজায় চালকেরা।