Digha Hotel fare: দীঘাতে আর নয় অতিরিক্ত ভাড়া, ছুটির মরশুমের আগেই কড়া প্রশাসন

Digha Hotel fare: ভ্রমণ প্রিয় বাঙালির টু গো ডেস্টিনেশন বলতে তিনটি জায়গার নাম সকলেরই জানা। দী-পু-দা যেনো জড়িয়ে রয়েছে বাঙালির রক্তে। কথায় বলে যেকোনো বাঙালির দীঘা-পুরী-দার্জিলিং এই তিন জায়গায় যেতে সময় বা প্ল্যান লাগেনা। তবে পশ্চিমবঙ্গের মধ্যে কাছে পিঠে হওয়ায় দীঘা ভ্রমণ (Digha Hotel fare) পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটু বেশিই স্বাচ্ছন্দ্যের। দুঃখ হোক বা আনন্দ, ব্যস্ততম জীবনের এক টুকরো আনন্দ খুঁজে নিতে দীঘার সমুদ্র উপভোগ করতে জমে যায় লাখ লাখ মানুষের ভিড়।

সামনেই ছুটির মরশুম। শীতকালীন এবং বড় দিনের সম্মিলিত ছুটিতে দীঘার পরিবেশকে নতুন করে সাজিয়ে তুলছে প্রশাসন। বিশেষত নজর দেওয়া হচ্ছে পর্যটকদের নিরাপত্তার উপর। একদিকে যেমন নজরদারি বাড়াতে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা তেমনই জোর কদমে চলছে মেরিন ড্রাইভের রাস্তা সম্প্রসারণের কাজ। এই সবের উপরেও সব থেকে বেশি গুরুত্বপুর্ণ বিষয় হলো দীঘার হোটেল পরিষেবা। ছুটির মরশুমে পর্যটকের ভিড় জমলেই হোটেলের চাহিদা বাড়ে। সঙ্গে কিছু কিছু হোটেলে ঘর ভাড়া (Digha Hotel fare) বাড়িয়ে দেওয়ার অভিযোগও ওঠে। এবার এই বিষয়েই কঠিন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে দীঘার প্রশাসন।

ছুটির মরশুমে যাতে পর্যটকদের থেকে বেশি ভাড়া (Digha Hotel fare) না নেওয়া হয় সেই জন্য হোটেলগুলিকে তাদের ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখতে বলা হচ্ছে রিসেপশনেই। এছাড়া পর্যটকদের জন্য থাকছে কমপ্লেন বক্সে অভিযোগ জানানোর সুবিধা যার জন্য ইতিমধ্যেই কমপ্লেন সেল তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। সেই জন্য নিয়োগ করা হয়েছে আলাদা এজেন্সিও। জানা যাচ্ছে আরও ভালো নজরদারির জন্য ৬৬টি নতুন সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে দীঘাকে।

আরো পড়ুন: ট্রেনের জন্য ছুটতে গিয়ে পিছলবে না পা, হাওড়া স্টেশনে মোজাইক সরে আসছে রাফ গ্রানাইট

আগের দায়িত্বপ্রাপ্ত এজেন্সিকে বাতিল করে নতুন করে একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের। জানা যাচ্ছে এই সব ক্যামেরার সংযোগ দেওয়া হচ্ছে দীঘার দুটো থানা সহ এসপি অফিসেও। যার ফলে চাইলেই অফিসে বসেই পুলিশ সুপার নিজে এবং দায়িত্বপ্রাপ্ত দুই থানার ওসি লাইভ নজরদারি চালিয়ে যেতে পারবেন। এতে কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে আরও সুবিধা হবে বলেই জানা গেছে প্রশাসন সুত্রে।

আরও জানা যাচ্ছে পর্যটকদের নিরাপত্তার উপর নজরদারি করার জন্য জলেও থাকবে পাহারা। এর জন্য জেলা শাসক দিঘা ও মন্দারমনিকে ৭টি বোট দিয়েছেন। এই বোটে চড়ে সিভিল ডিফেন্স কর্মীরা জলে নামা পর্যটকদের উপর নজর রাখবেন। এছাড়াও বড়দিন উপলক্ষে চড়ুইভাতি করার জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ওল্ড দীঘার পার্কেও ছোট-বড়ো বিভিন্ন নতুন আকর্ষণের সৃষ্টি করা হচ্ছে। তবে দিঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পর্যটকদের সাহায্য চাওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *