Digha to Puri Highway: সমুদ্র ঘেঁষা হাইওয়ে, এবার দিঘা থেকে পুরী যাওয়া আরও সহজ

Digha to Puri Highway: দিঘা ও ওড়িশার পর্যটকদের জন্য সুখবর। এক কথায় বলতে গেলে সমস্ত সমুদ্রপ্রেমী মানুষদের জন্য সুখবর। এবার দিঘা থেকে পুরীর সমুদ্রে পৌঁছে যাওয়া আরও সহজ হতে চলেছে। এবার ওড়িশার গঞ্জাম থেকে পশ্চিমবঙ্গের দিঘা পর্যন্ত সমুদ্রের ধার বরাবর একটি হাইওয়ে তৈরির পরিকল্পনা চলছিল। তবে এই রাস্তা আদৌ তৈরি হবে কিনা সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই বিষয়ে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সামনে এলো বড় আপডেট। সম্প্রতি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে দ্রুত এই সড়ক নির্মাণের কাজ শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে।

জানা যাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) খুরদার রামেশ্বর থেকে জগৎসিংহপুরের রতনপুর পর্যন্ত ১৬৩ কিলোমিটার রাস্তা তৈরির জন্য দরপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত চেন্নাই-কলকাতার মধ্যবর্তী জাতীয় সড়ক ১৬-এর যানজট কমিয়ে আনার জন্য ওড়িশার পুরী ও দিঘর (Digha to Puri Highway) উপকূলীয় এই নতুন মহাসড়কটি তৈরির ঘোষণার প্রায় এক দশক পর তার বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে।

প্রথমে ২০১৫ সালে গঞ্জাম জেলার গোপালপুরকে দিঘার সাথে যুক্ত করার জন্য প্রস্তাব দেওয়া হয়। পরে ছাড়পত্রের অভাব এবং জনগণের প্রান্তিকরণের বিরোধিতার জন্য স্থগিত হয়ে যায় এই সড়ক (Digha to Puri Highway) নির্মাণের কাজ। তবে পরবর্তীতে সংশোধনের মাধ্যমে ৪৫১ কিলোমিটার রাস্তার দূরত্ব কমিয়ে ৩৪৬ কিলোমিটার করা হয়। যার ফলে আগে স্ট্রিস্টি হওয়া সব সমস্যা শেষ হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ভারতীয় রেলের নতুন চমক, এবার চারধাম ঘোরা হলো আরও সহজ

সূত্রের খবর অনুযায়ী রামেশ্বর থেকে রতনপুর এবং রতনপুর থেকে দিঘা পর্যন্ত মূলত দুই ভাগে মোট চারটি লেনের রাস্তা (Digha to Puri Highway) তৈরি হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ধামরার উপকূলীয় মহাসড়কটিকে জমুঝাদিতে ন্যাশনাল হাইওয়ে ১৬-এর সাথে যুক্ত করতে নতুন করে ৬৭ কিলোমিটার লম্বা হাইওয়ে তৈরি করা হবে। মোট তিনটি অংশে মোট ৪১৩ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক তৈরির প্রকল্পটির আনুমানিক খরচ হতে পারে ২৩,৮৮২ কোটি টাকা।

ইতিমধ্যেই জাতীয় সড়ক নির্মাতা সংস্থা NHAI ইতিমধ্যেই হাইব্রিড অ্যান্যুইটি মোডে ৭,০৪০.৪৩ কোটি টাকা ব্যয় করে রামেশ্বর থেকে রতনপুর পর্যন্ত ১৬৩ কিলোমিটার জুড়ে রাস্তা (Digha to Puri Highway) তৈরির দরপত্রের আহ্বান করা হয়েছে। টাঙ্গি, পুরী, কোনার্ক, আস্তারং, ব্রহ্মগিরি, অস্তারং, নওগাঁ এবং পারাদ্বীপ হয়ে খড়দা, পুরী, কেন্দ্রপাড়া এবং জগতসিংহপুর পর্যন্ত এই চারটি জেলা অতিক্রম করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *