Dirtiest Train in India: ভারতীয় রেলের সবচেয়ে অপরিষ্কার ট্রেন, দেখলে গা গুলিয়ে উঠতে বাধ্য

Dirtiest Train in India: বিশ্বের অন্যতম বৃহত্তম রেল পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় রেলের নাম রয়েছে বিশ্বের দরবারে। একাধিক ভালো রেকর্ডের সাথে খারাপ রেকর্ড শুনলেও অবাক হবেন। দেশের সব থেকে অপরিষ্কার ট্রেনে উঠে গা গুলিয়ে ওঠে যাত্রীদের। পুরো দেশের প্লাটফর্ম থেকে রেলের কোচগুলিতে সবসময় কাঁচের মতো পরিষ্কার রাখার চেষ্টা করে তবে কি এমন আছে ওই ট্রেনে যাতে সেটি অপরিস্কারতম ট্রেনের তকমা পায় চলুন জেনে নিই।

সাধারণত ভারতীয় রেলের সমস্ত ট্রেন এবং স্টেশন চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখার কাজ চলে সবসময়ই। অথচ এই সরষের মধ্যেই রয়েছে ভূত। এখনও এমন একাধিক ট্রেন (Dirtiest Train in India) আছে যেগুলোতে ওঠা তো দুর নাম শুনলেই গা গুলিয়ে ওঠে যাত্রীদের। দুর্গন্ধ এবং পরিষ্কার পরিচ্ছন্ন সার্ভিস না দেওয়ার একাধিক অভিযোগ আসে রোজ। রেলের অভিযোগ জানানোর অফিসিয়াল অ্যাপ রেল মদতে রোজ হাজার হাজার লোক নিজেদের অভিযোগ দায়ের করে। এতকিছুর পরও উন্নতি হয়নি এই ট্রেনটির পরিষেবা।

জানা যাচ্ছে ভারতের সব থেকে বেশি অপরিস্কার ট্রেনটি (Dirtiest Train in India) হলো সহরসা-অমৃতসর গরীব রথ ট্রেনটি। এই ট্রেনটি বিহার ও পাঞ্জাবের মধ্যে যোগাযোগ স্থাপনকারী সব চেয়ে বিখ্যাত ট্রেনগুলোর একটি। এবার এই ট্রেনটিকে ঘিরে একাধিক অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরেই। ট্রেনের পরিষেবা যথা অপরিষ্কার টয়লেট, নোংরা কেবিন, দুর্গন্ধ সহ নানান সমস্যায় এই ট্রেনটিকে এরকম দুর্নাম করা হয়েছে।

আরো পড়ুন: রিজার্ভ সিট দখল হয়ে গেল সুরাহা মিলবে TTE এর থেকে, শুধু করতে হবে এই কাজ

সিমাঞ্চল এক্সপ্রেস দিল্লির আনন্দ বিহার থেকে যোগবানি পর্যন্ত যায়। আর এই ট্রেনে যাত্রার সময় একাধিক ও অভিযোগ উঠে আসে এই ট্রেনের নানেও। এই সিমাঞ্জল এক্সপ্রেস ট্রেনটি (Dirtiest Train in India) দিল্লি থেকে ছেড়ে এসে যোগবানি পর্যন্ত যাতায়াত করে। এই ট্রেনটিকে ঘিরেই জমা পড়ে একাধিক অভিযোগ হয়ে চলছে। তাও ভারতীয় রেলের এহেন ব্যবস্থা আজ এই চোখে পড়েনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *