Piles Treatment: পাইলস কেনো হয়? রোগ সারাতে কি কি করবেন জানুন

Piles Treatment: এখন বেশিরভাগ মানুষের মধ্যে পাইলস একটি কমন রোগ হয়ে উঠেছে। সব ধরনের বয়সী মানুষদের মধ্যে এর প্রবণতা দেখা যায়। এর কারণ হিসেবে ডাক্তাররা অনিয়মিত জীবনযাত্রা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভাসকে দায়ী করেন। এক যদিও আরেকটি নামেও বলা হয় হোময়েড।

পাইলস (Piles Treatment) আসলে কি?

রোগটি হলো মলদ্বারের চারপাশ ফুলে যাওয়া। এতে মূলত মলদ্বারের বাইরে ও ভিতরের শিরা ফুলে যায়। অনেক সময় বাড়তি মাংসও জমা হয়। অনেকসময় এই মাংস থেকে রক্ত ঝরা ও প্রচণ্ড ব্যথা জনিত সমস্যার দেখা যায়। সাধারণত বহুদিন ধরে খুব গরম ও মশলাদার খাবার খেলে এই সমস্যা দেখা যায়।

পাইলসের কারণ:

চিকিৎসকরা বলেন আমাদের মলদ্বারে অনেকগুলো শিরা থাকে যা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য হওয়ার ফলে ফুলে শক্ত হয়ে ওঠে। তারপর ওই স্থান ছিঁড়ে রক্তপাত হয়। এই সমস্যাকেই বলা হয় পাইলস বা হেমরোয়েড (Piles Treatment)।

আরো পড়ুন: ভুলেও খাওয়া যাবেনা এসব ওষুধ, জানালো ভারতের সেন্ট্রাল ড্রাগ রেগুলেটরি অথরিটি

পাইলসের লক্ষণ:

এই রোগের বেশ কিছু লক্ষণ রয়েছে যেমন মলত্যাগের সময় ব্যথা ও জ্বালা অনুভূতি হওয়া, রক্ত পড়া, মলদ্বারের চারপাশে ফোলা বা শক্ত পিণ্ড ভাব, মলদ্বারের কাছে চুলকানি ইত্যাদি।

পাইলস রোগের ঘরোয়া সমাধান:

পাইলস রোগের গোড়া হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। তাই পাইলস সারাতে (Piles Treatment) গেলে আগে এই কোষ্ঠকাঠিন্য কমাতে হবে। এর জন্য ফাইবার জাতীয় খাবার খেতে হয় এতে মল নরম হয়। এছাড়া বেশি জলপান করতে হবে, প্রত্যহ ব্যয়াম করে যেতে হবে এতে আমাদের হজম ভালো হয়, শিশুদের ক্ষেত্রে টয়লেট ট্রেনিং খুব প্রয়োজনীয়। নিয়মিত মলত্যাগের অভ্যেস না হলে অনিয়মিত মল ত্যাগ করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে আর তার থেকেই পাইলস। তবে এসব ঘরোয়া নিয়মের পাশাপাশি অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *