Site icon লোকাল সংবাদ

মুম্বাইতে সেটেল করার কথা ভাবছেন, মাসিক খরচ কত হতে পারে জানা আছে?

মুম্বাই

প্রতিনিধত্বমুলক

মানুষের তিনটি মূল চাহিদা হল খাদ্য, বস্ত্র ও বাসস্থান। স্বপ্নের শহর মুম্বাইতে বসবাসের জন্য কি রকম খরচা হতে পারে আসুন জেনে নেওয়া যাক। আপনি যদি পশ্চিম মুম্বাইয়ে থাকতে চান তবে একটি বেডরুমের জন্য আপনাকে বাড়ি ভাড়া দিতে হবে মাসে ৩৫০০০ থেকে ৫০০০০ টাকা। দুটি বেডরুমের জন্য আপনাকে বাড়ি ভাড়া দিতে হবে ৬০০০০ টাকা থেকে ১ লাখ টাকা। দক্ষিণ মুম্বাইয়ে একটি বেডরুমের জন্য বাড়ি ভাড়া রয়েছে ৫০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত। থানে ও নবী মুম্বাইয়ে একটি বেডরুমের জন্য ভাড়া ৩৫০০০ টাকা থেকে ৫০০০০ টাকা। দুটি বেডরুম হলে সেক্ষেত্রে থাকছে ৩০০০০ টাকা থেকে ৬০০০০ টাকা।

যাতায়াত খরচ মুম্বাইতে তুলনামূলক কম। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে রেল ব্যবস্থা থাকার জন্য মুম্বাইবাসীদের মাসে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত খরচ হয়। অটোতে যাতায়াত করতে চাইলে ২০০০ টাকা থেকে ৪০০০ টাকা পর্যন্ত খরচ হয়। দক্ষিণ মুম্বাইয়ে রেল যাতায়াতের খরচ ৬০০ থেকে ১৫০০ টাকা। অটোতে খরচ ৩০০০ টাকা থেকে ৫০০০ টাকা। নবী মুম্বাইবাসীরা রেল যাতায়াতের জন্য মাসে খরচ করেন ১০০০ টাকা। এক্ষেত্রে অটো ভাড়া ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত।

খাবার-দাবারের জন্য পশ্চিমবঙ্গের লোকেরা মাসে খরচ করেন ১০ থেকে ১২ হাজার টাকা। দক্ষিণ মুম্বাইবাসীরা ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ করেন এবং থানে ও নবী মুম্বাইবাসীরা মাসে আট হাজার থেকে দশ হাজার টাকা খরচ করেন।

আরও পড়ুন: ট্রেনে তো বহুবার চড়েছেন, কিন্তু ভারতের প্রাচীন এই ট্রেনগুলি সম্পর্কে জানন কি?

মুম্বাই বাসীরা মনোরঞ্জনমূলক কার্যকলাপের জন্য মাসে ৪০০০ টাকা খরচ করে থাকেন। তবে ব্যক্তিবিশেষে হেরফের ঘটতে পারে। আপনি যদি মুম্বাইতে থাকেন তবে বিদ্যুৎ, জল ও রান্নার গ্যাসের জন্য আপনার মাসে তিন থেকে ছয় হাজার টাকা খরচ হতে পারে।

মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় কর্মীদের বিভিন্ন রকমের বেতন দেওয়া হয়। যেমন আপনি যদি অনভিজ্ঞ হন, তবে পশ্চিম মুম্বাইয়ে কাজ করলে বার্ষিক বেতন তিন থেকে পাঁচ লাখ পর্যন্ত হতে পারে। দক্ষিণ মুম্বাইতে চার লাখ থেকে ছয় লাখ পর্যন্ত। অভিজ্ঞতা থাকলে পশ্চিম মুম্বাইয়ে বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। দক্ষিণ মুম্বাইয়ে দশ লাখ থেকে পনেরো লাখ পর্যন্ত বেতন হয়। থানে ও নবী মুম্বাইয়ে সাত লাখ থেকে দশ লাখ পর্যন্ত বেতন হয়।

Exit mobile version