Black Plastic Container: আজকাল পছন্দের দোকান থেকে অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার দিয়ে খাওয়ার প্রচলন রয়েছে। আর সেখানেই কালো কন্টেনারে খবর ডেলিভারি করতে দেখা যায়। অনেকেই রয়েছেন যারা ডেলিভারির সময় দেওয়া ওই কালো প্লাস্টিক কন্টেনার খবর খাওয়ার পর ফেলে না দিয়ে তা বারবার ব্যবহার করে থাকেন। এই নিয়ে সম্প্রতি একটি বিতর্কের সৃষ্টি হয়েছে যেখানে কালো প্লাস্টিকের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
জানা যাচ্ছে সাদা প্লাস্টিকের সাথে কালো রং মিশিয়ে এই কালো প্লাস্টিক কন্টেনার (Black Plastic Container) বানানো হয়। এবার অনেক সময় এই বক্সে থাকা খাবার মাইক্রোওভেনে গরম করে খান অনেকেই। আপনিও কি এভাবে খাবার খেয়ে থাকেন? তবে না জেনে আপনিও ডেকে আনছেন বিরাট অসুখ। চিকিৎসকরা বলছেন এর ফলে হতে পারে স্বাস্থ্যের বিরাট ক্ষতি।
সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সায়েন্টিফিক জার্নাল অফ চেমস্ফিয়ারের পক্ষ থেকে। আর সেই প্রতিবেদনেই বলা হয়েছে এই ধরনের কালো প্লাস্টিকের কন্টেনার (Black Plastic Container) থেকে ৮৫ শতাংশ কেমিক্যাল বেরিয়ে আসে। যা মানুষের শরীরে ক্যান্সারের জীবাণু বাসা বাঁধার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আসলে এই কালো প্লাস্টিকে মেশানো বক্সে থাকা কেমিক্যাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর থেকে নির্গত কেমিক্যাল শরীরের বিভিন্ন জায়গায় সরাসরি প্রভাব ফেলে। যার থেকে বেশি করে প্রভাব পড়তে পারে পাকস্থলী, কিডনি এবং হার্ট।
আরো পড়ুন: আবার নতুন ভাইরাস আতঙ্ক চীনে, ভারতের কপালে চিন্তার ভাঁজ
তবে শুধু যে ক্যান্সারের সম্ভাবনা থাকে তা নয়, এই প্লাস্টিকের কালো কন্টেনারে (Black Plastic Container) যদি অনেক সময় খাবার থাকে তবে তাতে অনেক বেশি পরিমাণে প্লাস্টিকের উপাদান মিশে যেতে পারে। যার ফলে ওই খবর গ্রহণ করলে বিভিন্ন পেটের সমস্যাও হতে পারে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে চিকিৎসকরা জানাচ্ছেন যদি প্রতিদিনের খবর সঠিক পাত্রে রেখে না খাওয়া হয় তবে খাবার দূষিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যা থেকে একাধিক শারীরিক সমস্যার সূত্রপাত হতে পারে।
একাধিক গবেষণায় দেখা গিয়েছে কালো প্লাস্টিকের (Black Plastic Container) অতিরিক্ত ব্যবহার কিডনির বিরাট ক্ষতি করে। এর ফলে কিডনির কার্য ক্ষমতা কমে আসে এবং দূষিত পদার্থ সহজে শরীর থেকে বেরোতে পারে না। এছাড়া দেহে যদি ক্রমাগত প্লাস্টিকের উপাদান মিশতে থাকে তবে এর প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে থাকবে। এছাড়া স্নায়ু দুর্বল হয়ে পড়ে যা ভবিষ্যতে ক্যান্সার রোগ সৃষ্টি করে থাকে। তাই কালো প্লাস্টিকের পাত্র ব্যবহার না করাই স্বাস্থ্যের জন্য ভালো।