Air Defense System Missile: পোখরানে সফল পরীক্ষা ভারতের নয়া এয়ার ডিফেন্স সিস্টেমের, আতঙ্কে চিন-পাকিস্তান

Air Defense System Missile: আকাশপথে শত্রুর মোকাবিলা করতে ভারত নিল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিআরডিও এছাড়াও করলো আরো ৩টি এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলের (Air Defense System Missile) সফল পরীক্ষা। সামরিক দিক থেকে আন্তর্জাতিক তালিকায় ভারত নিজের একটি শক্ত জায়গা স্থাপন করেছে। অন্যান্য শক্তিশালী দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে বর্তমানে ভারত প্রস্তুত। ভারতের অস্ত্রাগারে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির একাধিক উন্নত অস্ত্র। জলপথে, আকাশপথে এবং স্থলপথে সবদিক থেকে ভারতকে হারানোর এখন প্রায় অসম্ভব।

রাজস্থানের পোখরানে মিসাইল এর সফল পরীক্ষা হয়েছে অক্টোবর মাসের ৩ এবং ৪ তারিখ। এই মিসাইল যদি ভারতীয় সেনার অন্তর্ভুক্ত হয় তাহলে তাদের শক্তি অনেক গুণ বেড়ে যাবে। কর্তৃপক্ষ সঙ্গে মোকাবিলা করতে আর অসুবিধা হবে না ভারতীয় সেনাদের। পাশাপাশি বৃদ্ধি পাবে ভারতীয় সেনার মনোবল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছে ভেরি শর্ট-রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা ভিএসএইচওআরএডিএস নামের এই মিসাইলের (Air Defense System Missile) পরীক্ষা সফল হওয়ার পর।

এই নতুন মিসাইলটি হল মিসাইল ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। মিসাইলটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে। ভারতীয় সেনা শিবিরে যদি এই মিসাইলটি অন্তর্ভুক্ত করা হয় তাহলে যুদ্ধের ক্ষেত্রে সুবিধা হবে ভারতীয় সেনাদের। এতে ব্যবহার করা হয়েছে রিঅ্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং ইন্ট্রিগ্রেটেড এভিওনিক্স-সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি। ডিআরডিও-র (DRDO) পক্ষ থেকে জানানো হয়েছে, মিসাইল নির্মাণে লেগে গেছে বেশ কয়েক বছর। এই মিসাইলটির বহু পরীক্ষা করা হয় এবং সম্প্রতি পোখরানে এর চূড়ান্ত পরীক্ষা করা হয়। পোখরানে হওয়া পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে এটি।

এছাড়াও রাজস্থানের পোখরানে আগস্ট মাসে সফল পরীক্ষা করা হয় ম্যান প্রোটেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের। শত্রুপক্ষের ট্যাংক কিংবা ভারী কোন জানকে নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে এটি একেবারে উপযুক্ত মিসাইল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অন্যান্য অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের তুলনায় অত্যন্ত হালকা এটির ওজন ১৫ কিলোগ্রামেরও কম। মিসাইলটি যেকোনো মানুষ কাঁধে বহন করে চালাতে পারবে

এইসব অত্যাধুনিক মিসাইল ছাড়াও ২০২৩ সালের মে মাসে পরীক্ষায় সফল হয়েছিল ডিআরডিও-র (DRDO) ‘রুদ্রম ২’ মিসাইল। মিসাইলটির (Air Defense System Missile) মধ্যে ছিল অ্যান্টি র‍্যাডিয়েশন সুপারসনিক ফিচারস, সুখোই ৩০এমকেআই যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। এটি শত্রুর রেডারকে নিমেষের মধ্যে ধুলিস্যাৎ করে দেবে। ১০০ কিলোমিটারের বেশি রেঞ্জ রয়েছে মিসাইলটি। এমনকি এই মিসাইলটি শত্রু পক্ষের রেডিও ফ্রিকোয়েন্সি এবং র‍্যাডার থেকে সংকেতও নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *