Driving License: ভারতের মাটিতে গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা অত্যন্ত জরুরি! অন্যথায় জরিমানা সহ আইনি শাস্তির বিধান রয়েছে ভারতীয় সংবিধানে। একই ভাবে বিদেশের মাটিতেও রয়েছে গাড়ি চালানো নিয়ে একাধিক নিয়ম। তবে জানেন কি ভারতীয় ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বিদেশের মাটিতেও চালানো যেতে পারে গাড়ি! বিশদে জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।
প্রতি বছরই বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক বিদেশে ভ্রমণের জন্য রওনা দেন। সেখানে পৌঁছানোর পর বিমানবন্দর থেকেই ট্যাক্সি বা স্থানীয় পরিবহণ ব্যবস্থার সাহায্য নিতে হয় তাদের। কিন্তু বিদেশে গিয়ে নিজে গাড়ি চালিয়ে (Driving License) স্বাধীন ভাবে ঘোরার ইচ্ছে কার না থাকে! বিশেষত বলিউড সিনেমার নায়ক বা নায়িকাদের মতো বিদেশ উপভোগ করতে চাওয়া নেহাত অন্যায় নয়! তাই নিজে গাড়ি চালিয়ে ভ্রমণের মজা নেওয়ার অভিজ্ঞতা একমাত্র অভিজ্ঞ গাড়ির চালকরাই জানবেন।
তবে কথায় আছে সিনেমা আর বাস্তবের মধ্যে অনেক তফাত রয়েছে। সিনেমাতে দেখালেও সত্যিই কি বিদেশের মাটিতে নিজেরা গাড়ি চালানো যায়! এই প্রশ্ন প্রায় সব পর্যটকদের মনে আসে! তবে এর উত্তরটি হবে অবশ্যই যায়! তবে তার জন্যও থাকে নির্দিষ্ট কিছু নিয়ম। ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের (Driving License) সাহায্যেই পৃথিবীর এইসব দেশে নিজে গাড়ি চালানোর অভিজ্ঞতা নেওয়া যায় অনায়াসেই। রইলো বিস্তারিত!
১. ভারতীয় ড্রাইভিং লাইসেন্স (Driving License) থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্যেই গাড়ি চালানো যায়। তবে এর জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা! নিয়ম অনুযায়ী সর্বাধিক এক বছর ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার করে গাড়ি চালানো যায়। এক্ষেত্রে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট সাথে রাখলে ভালো।
২. ইউরোপের স্পেন, ব্রিটেন, জার্মানি, সুইৎজারল্যান্ড এবং সুইডেনে ভারতীয় ড্রাইভিং লাইসেন্সে (Driving License) গাড়ি চালানো যায়। তবে এক্ষেত্রেও প্রতিটি দেশে রয়েছে নির্দিষ্ট সময়সীমা।
৩. কুইন্সল্যান্ড, কোস্টাল অস্ট্রেলিয়া, সাউথ ওয়েলস এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল অঞ্চলেও ভারতীয় ড্রাইভিং লাইসেন্সে (Driving License) গাড়ি চালানো যায়।
আরো পড়ুন: এবার থাইল্যান্ড যাওয়া আরও সহজ, চমক ইন্ডিগো এয়ারলাইন্সের
৪. ইংরেজিতে লেখা ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের (Driving License) মাধ্যমে উত্তর অস্ট্রেলিয়াতেও মাত্র তিন মাসের জন্য গাড়ি চালানোর অনুমতি পাওয়া যায়।
৫. যুক্তরাষ্ট্রের রাস্তাতেও ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের সাহায্যে এক বছর পর্যন্ত গাড়ি চালানো যায়। তবে এক্ষেত্রে শুধু ছোট মোটর চালিত যান বা মোটর বাইক চালানোর অনুমতি পাওয়া যায়।
৬. এছাড়া সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও নির্দিষ্ট সময় পর্যন্ত ভারতীয় লাইসেন্সে গাড়ি চালানোর অনুমতি পাওয়া যায়। তবে এরপর আর অনুমতি দেওয়া হয়না।
৭. অন্যদিকে আফ্রিকার দেশগুলির মধ্যে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকায় বেঁধে দেওয়া সময় ধরে ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের (Driving License) ব্যবহারে গাড়ি চালানো যায়।