Duare Sarkar Camp: আবারও শুরু হতে চলেছে রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকার ক্যাম্প। গত সোমবার অনুষ্ঠিত হওয়া একটি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার নিয়ে এই ঘোষণা করেন। তিনি জানান এর মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহজে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ায় লক্ষ্য। ইতিমধ্যেই সকলের মনে প্রশ্ন জাগছে যে কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প বসবে? এছাড়া কি কি পরিষেবা থাকবে, নতুন কি প্রকল্প রয়েছে সব নিয়েই রয়েছে প্রশ্ন।
এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান এবার থেকে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) সেইসব এলাকাতেই বসবে যেসব এলাকায় সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছতে সমস্যা হয়। এবার দুয়ারে সরকার প্রকল্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, কাস্ট সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট ছাড়াও একাধিক গুরুত্বপুর্ণ নথি প্রদানের সুবিধা থাকবে। জানা যাচ্ছে ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে ক্যাম্পগুলো। যা চলবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।
সন্দেশখালীর ঐতিহাসিক সেই মাঠ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মানুষের অধিকার মানুষের থাকবে। তাই কোনরকম প্রলোভনে ভুলবেন না। সরকার মানুষের দরজায় পরিষেবা পৌঁছে দেবে। সমস্যা হলে সরাসরি সরকারকে জানাতে পারবেন। কোনো সমস্যা হলে যেনো তাঁকে জানানো হয় এই বিষয়েও সতর্ক করেন সন্দেশখালির মানুষকে। তিনি জানান তিনি সন্দেশখালির মানুষকে ভারতবর্ষের মধ্যে এক নাম্বারে দেখতে চান। তাদের মেধা এবং পরিশ্রম বিশ্বে পথ দেখাবে।
আরো পড়ুন: জানুয়ারিতে পাওয়া যাবে অতিরিক্ত রেশন, জানুন কোন কার্ডে পাওয়া যাবে কী সুবিধা
এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই পর্বের দুয়ারে সরকার (Duare Sarkar Camp) শুধুমাত্র প্রত্যন্ত এলাকার জন্যই বসতে চলেছে। তবে ভবিষ্যতে অন্য কোথাও এই পরিষেবা চালু করা হবে কিনা এই বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করতে পারছেনা সরকার। তবে সংবাদ মধ্যম সুত্রে খবর সোন্দেশখালীর বিভিন্ন গ্রামে ক্যাম্পগুলো বসতে চলেছে। মূলত প্রত্যন্ত এলাকার মাশুনের জন্য সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা করার জন্য এই সিদ্ধান্ত বলে জন্য যাচ্ছে।
দুয়ারে সরকার (Duare Sarkar Camp) কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ জুড়ে জনপ্রিয়তা পেয়েছেন। বিগত কয়েক বছর ধরেই এই কর্মসূচি বেশ প্রশংসা পেয়ে আসছে। মূলত গ্রামীণ জনজীবনে সরকারি সমস্ত প্রকল্পের সহায়তা পৌঁছে দিতে এবং সরাসরি সরকারের সাথে যোগাযোগ স্থাপন করার জন্যই এই দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করা হয়।