Durgapur Pollution: দূষণে দিল্লিকেও ছাপিয়ে গেলো দুর্গাপুর, চিন্তায় প্রশাসন

Durgapur Pollution: পশ্চিমবঙ্গের শিল্পসহর দুর্গাপুরে ছড়িয়ে পড়ছে দূষণের বিষ! যার মাত্রা ছাড়ালো দিল্লীকেও। বুধবার দিল্লিতে বায়ু দূষণের মাত্রা ছিল ৩৯৪ AQI তবে বাংলার দুর্গাপুরে এই দূষণের মাত্রা ছিল ৪৫৩! দূষণ বেড়ে যাওয়ায় চিন্তিত রয়েছে দূষণ নিয়ন্ত্রক পর্ষদ সহ দুর্গাপুর নগর নিগমও। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক কারখানা বন্ধের নির্দেশ দিলো প্রশাসন। দূষণের চাদরে ঢেকে গিয়েছে শিল্পাঞ্চলের আকাশ ফলে সন্ধ্যার পর বাইরে বেরোনো সমস্যার হয়ে দাঁড়িয়েছে।

রাজধানীতে শীতের সময় দূষণের মূল কারণ হলো খর পোড়ানো। দিল্লির পার্শ্ববর্তী শীতের সময় ধান কেটে জমিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতেই দ্রুত ছড়াতে থাকে বায়ুদূষণ। এর জেরে স্কুল, কলেজ, অফিস বন্ধ করতে বাধ্য হয় সরকার। অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোনোতেও জারি হয় নিষেধাজ্ঞা। বুধবার দিল্লিকেও ছাপিয়ে গেলো দুর্গাপুরের দূষণ মাত্রা (Durgapur Pollution)।

একই ভাবে দুর্গাপুরে সন্ধ্যার পর একাধিক কলকারখানার বিষাক্ত ধোয়া বাতাসে মিশে চারপাশ গ্রাস করে। এতে করে বাইরে বেরোনো বাদ দিলেও জানালা খুললেও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে একাধিকবার পদক্ষেপ নিলেও তা চিরস্থায়ী হয়নি। বহুবার দুর্গাপুরের স্থানীয় মানুরা দূষণ (Durgapur Pollution) প্রতিরোধের জন্য ব্যবস্থা চেয়ে ধর্নায়ও যোগ দেন।

আরো পড়ুন: রাজ্যে রয়েছে খনিজ তেল, খননের জন্য চিঠি দিল কেন্দ্র

কিছুদিন আগেই দুর্গাপুর উৎসবের খুঁটিপূজো প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি শহরের দূষণ নিয়ে গলা চড়ান! তিনি বলেন দুর্গাপুরের দূষণ (Durgapur Pollution) দিল্লিকে ছাপিয়ে যাবে। দুটি জায়গার বাতাসের গুণমানের সূচক এখন একই। এটা নিয়ে ভাবতে হবে। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন দুর্গাপুরকে ডেস্টিনেশন করতে হলে দূষণ কমাতে হবে দ্রুত। এর দুদিনের মধ্যেই দূষণের মাত্রায় দিল্লিকে ছাপিয়ে গেলো দুর্গাপুর।

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একজন আধিকারিকের দাবি হওয়া কম থাকায় দূষণ বেশি মনে হচ্ছে। কোথাও কোথাও তো দুর্গাপুরের বাতাসের গুণমান সূচক ৪০০ পার করেছে। ইতিমধ্যেই দুটি কারখানা বন্ধের নির্দেশ এসেছে। তিনটি কলকারখানাকে দূষণের ব্যাপারে সতর্ক করা হয়েছে। দিল্লির পরিস্থিতি না জানলেও দুর্গাপুর (Durgapur Pollution) নিয়ে চিন্তা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *