DVC Recruitment: দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

DVC Recruitment: চাকরির বাজারে এবার চাকরির খবর নিয়ে এলো দামোদর ভ্যালি কর্পোরেশন। রবিবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শূন্য পদ পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। চাকরির বাজারের মন্দার মধ্যে চলুন জেনে নিই দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে।

সংস্থার নাম:

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC Recruitment)।

পদের নাম:

সিনিয়র অডিটের চারটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে DVC:

  1. সিনিয়র এডভাইজার
  2. অ্যাসোসিয়েট এডভাইজার
  3. সিনিয়র কনসালট্যান্ট
  4. অ্যাসোসিয়েট অডিট

শূন্যপদের সংখ্যা:

রবিবারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দামোদর ভ্যালি কর্পোরেশনে মোট ০৪টি পদে কর্মী নিয়োগ (DVC Recruitment) প্রক্রিয়া শুরু হবে।

কাজের বিবরণ:

এই মর্মে নিযুক্ত কর্মীদের রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং কোডারমা থার্মাল পাওয়ার প্ল্যান্টের নিরাপত্তা খতিয়ে দেখার দায়িত্বে রাখা হবে।

কর্মস্থল:

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে DVC তে নিযুক্ত কর্মচারীদের (DVC Recruitment) কলকাতার সদর দপ্তরে পোস্টিং দেওয়া হবে। তবে কাজের জন্য দায়িত্বে থাকা প্ল্যান্টগুলিতে যেতে হতে পারে।

কাজের মেয়াদ:

চুক্তিভিত্তিক এই নিয়োগে এক মাসের জন্য কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: কাজের দুর্দান্ত সুযোগ মালদহের প্রশাসনিক বিভাগে, জেনে নিন কোন পদে হচ্ছে নিয়োগ

যোগ্যতা:

সিনিয়র কনসলট্যান্ট পদে নিয়োগের জন্য প্রার্থীদের গেজেটেড র‍্যাংকের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার হতে হবে। একই ভাবে অন্যান্য পদেও রয়েছে যোগ্যতার মাপকাঠি। এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর দিতে হবে।

আবেদন পদ্ধতি:

আগ্রহীদের ওয়েবসাইট থেকে সমস্ত নথি দিয়ে আবেদনপত্র পূরন করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ১৫ই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ ধার্য করা হয়েছে।

নির্বাচন পদ্ধতি:

দামোদর ভ্যালি কর্পোরেশনে কাজের জন্য (DVC Recruitment) ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। বিশদে জানতে সংস্থার ওয়েবসাইটে নজর দিতে হবে।

বেতন:

পদ অনুযায়ী প্রতিদিনের হিসেবে বেতন হবে যথাক্রমে ৪০০০ টাকা, ৫০০০ টাকা, ৭০০০ টাকা বা ১০০০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *