Post office scheme: এবার ঘরে বসে ইনকাম করুন হাজার হাজার টাকা, উপায় বের করল পোস্ট অফিস

Post office scheme: এবার ঘরে বসে ইনকাম করুন হাজার হাজার টাকা, উপায় বের করল পোস্ট অফিস। যুগ পাল্টাচ্ছে এখন আর কেউ শুধুমাত্র টাকা সঞ্চয় করতে পছন্দ করেন না। সঞ্চিত টাকার সাহায্যে উপার্জন করতে চান বেশিরভাগ মানুষ। কিভাবে উপার্জন আরেকটু বাড়িয়ে নেওয়া যায় সেই চেষ্টাই করতে থাকেন প্রত্যেকে। এবার উপার্জনের উপায় বলে দিলো পোস্ট অফিস। পোস্ট অফিসের নতুন স্কিমে (Post office scheme) ঘরে বসে উপার্জন করা যাবে হাজার হাজার টাকা।

বিনিয়োগের ক্ষেত্রে বেশিরভাগেরই সেরা পছন্দ ব্যাংক অথবা পোস্ট অফিস। যদিও বর্তমানে বিনিয়োগের একাধিক সুযোগ রয়েছে এবং সেখান থেকে অনেক বেশি আর্থিক রিটার্ন পাওয়া যায়। তবে মনে রাখতে হবে এখানে আর্থিক রিটার্ন যত বেশি সেখানেই আর্থিক ঝুঁকির পরিমানও ততটাই বেশি। সেদিক থেকে পোস্ট অফিস অথবা ব্যাংক অনেক বেশি সুরক্ষিত। তাই আজও বহু মানুষ সুরক্ষার দিকে চিন্তা করে পোস্ট অফিস এবং ব্যাংকে বিনিয়োগ করতেই সব থেকে বেশি পছন্দ করেন। পোস্ট অফিসেও এমন অনেক স্কিম (Post office scheme) রয়েছে যার সাহায্যে ভালো রিটার্ন পাওয়া সম্ভব।

আর্থিক ক্ষতির ভয়ে যারা বিনিয়োগ করা থেকে বিরত থাকেন তাদের জন্য সুখবর। পোস্ট অফিসের এই স্কিমটিতে (Post office scheme) সামান্য বিনিয়োগে পেতে পারেন অনেক বেশি রিটার্ন। তাও আবার নিশ্চিত ভাবে। আমরা কথা বলছি পোস্ট অফিসের মান্থলি সেভিংস স্কিম সম্পর্কে। বিনিয়োগ করতে পারবেন স্বামী-স্ত্রী উভয় একত্রিতভাবে। এর মাধ্যমে উপার্জন হতে পারে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি। স্বামী স্ত্রী মিলিতভাবে বিনিয়োগ করুন এবং প্রতি মাসে মোটা অংকের টাকা নিশ্চিত রিটার্ন পাবার সুযোগ গ্রহণ করুন।

আরো পড়ুন: এসআইপিতে বিনিয়োগের কথা ভাবছেন, জেনে নিন বিস্তারিত তথ্য

পোস্ট অফিসের মান্থলি সেভিংস স্কিমে (Post office scheme) বিনিয়োগ করতে চাইলে প্রথমে গ্রাহককে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য বিনিয়োগ করতে হবে মাত্র হাজার টাকা। চাইলে একক অ্যাকাউন্টেও এই স্কিম চালু করতে পারেন, আবার স্বামী স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্টে চালু করা যায় এই স্কিমটি। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে নয় লক্ষ টাকা বিনিয়োগ করতে হয় অ্যাকাউন্টে। সঞ্চিত অর্থের উপর ৭.৪% সুখ দেবে পোস্ট অফিস। যদি কোন জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা সঞ্চিত থাকে, তাহলে তার উপর ৭.৪% সুদ অর্থাৎ ১ লক্ষ ১১ হাজার টাকা বার্ষিক সুদ দেওয়া হবে গ্রাহককে। অর্থাৎ প্রতিমাসে ৯২৫০ টাকা সুদ পাবেন সেই গ্রাহক।

আপনি যদি একক অ্যাকাউন্টে পোস্ট অফিসের এই স্কিমটির (Post office scheme) সুযোগ-সুবিধা গ্রহণ করতে চান তাহলে তাও করতে পারেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি ৯ লক্ষ টাকা থাকে তবে ৭.৪ শতাংশ সুদের হারে বার্ষিক ৬৬৬০০ টাকা পাবেন গ্রাহক। অর্থাৎ প্রতি মাসে ঘরে বসে উপার্জন করতে পারবেন ৫৫৫০ টাকা। আপনি যদি পাঁচ বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছর পর আপনার উপার্জন হবে ৩.৩৩ লক্ষ টাকা। তবে স্কিম চলাকালীন যদি এক থেকে তিন বছরের মধ্যে আপনি কিছু টাকা তুলে নিতে চান তাহলে ২% চার্জ কেটে টাকা ফেরত পাবেন গ্রাহক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *