Business Idea: বর্তমান সময়ে চাকরির যা পরিস্থিতি তাতে করে অনেকেই ব্যবসার দিকে ঝুঁকছেন। কিন্তু অনেকেই ব্যবসা শুরু করার কথা ভাবলেও কিভাবে করবে বা কোন ব্যবসা করবে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন। বুঝে উঠতে পারছেন না কোন ব্যবসা বেশি লাভজনক। তাই সেই চিন্তা দূর করতেই আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে এক দারুন ব্যবসার বিষয়ে (Business Idea)। যে ব্যবসায় বিনিয়োগ যেমন কম তেমন লাভ রয়েছে দারুন। তাই সময় নষ্ট কেন? জেনে নেওয়া যাক সেই দুর্দান্ত ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে।
প্রসঙ্গত, বাজারে যেসব জিনিসের চাহিদা বেশি সেই সব ব্যবসায় বেশি লাভজনক হয়। তবে কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে অধিক পরিমাণ মূলধন লাগে। বিকল্প হিসেবে স্বল্প মূলধনেও ব্যবসা করে রোজগার করা যায় প্রচুর টাকা। তেমনই একটি ব্যবসা হল টি-শার্ট প্রিন্টিং ব্যবসা (Business Idea)। যে ব্যবসায় অধিক পরিমাণ অর্থের দরকার হয় না। মাত্র কয়েক হাজার টাকা হাতে থাকলেই বাড়িতে বসে এই ব্যবসা করা যায়। দরকার হয় স্বল্প পরিসর জায়গা। এবার প্রশ্ন এই ব্যবসা কিভাবে শুরু করা যায়? আসুন জেনে নেওয়া যাক টি-শার্ট প্রিন্টিং ব্যবসায় কত টাকা বিনিয়োগ করতে হয়, কি কি কাঁচা মাল কিনতে হয়, কত টাকা লাভ পাওয়া যায়।
প্রথমে জেনে নেওয়া যাক টি-শার্ট প্রিন্টিং ব্যবসায় কি কি সামগ্রীর প্রয়োজন। এই ব্যবসায় খুব বেশি সামগ্রীর প্রয়োজন হয় না। অল্প কিছু কাঁচামালেই এই ব্যবসা শুরু করা যায়। যার খরচ-খরচাও বেশ কম। টি-শার্ট প্রিন্টিং ব্যবসা শুরু করতে হলে যে কাঁচামালগুলি লাগবে তা হল টি-শার্ট রং, সাবলিমেশন প্রিন্টার, ট্যাফ্লোন শিট, সাবলিমেশন টেপ এবং সাবলিমেশন মেশিন। এই মেশিনের সাহায্যে যে কোনো কাপড়ের টি-শার্টের ওপর প্রিন্ট করা যাবে। আর তা থেকেই আয় হবে প্রচুর পরিমাণ টাকা। কোথায় পাবেন? চিন্তার কারণ নেই বাড়িতে বসে অনলাইনেই এই জিনিসগুলি কিনে নিতে পারেন। অথবা হোলসেল মার্কেট থেকেও এই জিনিসগুলি কিনে আনতে পারেন।
আরো পড়ুন: ১৫ বছরের আইনি যুদ্ধে হার ২৬,১৭২ কোটি টাকার জরিমানা দেবে গুগল
এবার প্রশ্ন এই টি-শার্ট প্রিন্টিং ব্যবসায় কত টাকা বিনিয়োগ করতে হবে? হিসেব অনুযায়ী হাতে ৪২ হাজার টাকা মতো থাকলেই সহজেই এই টি-শার্ট প্রিন্টিং ব্যবসা (Business Idea) শুরু করা যাবে। এই ৪২,০০০ টাকার মধ্যেই কাঁচামাল থেকে শুরু করে প্রিন্টিং মেশিন সমস্ত কিছু কেনা হয়ে যাবে। সাধারণ প্রিন্টিং মেশিনের দাম হতে পারে ১২,০০০ টাকা। তবে কেউ যদি হাই কোয়ালিটির কিনতে চান সেক্ষেত্রে একটু দাম বেশি পড়তে পারে।
মাসিক আয় কত হবে? ঠিকঠাকভাবে যদি টি-শার্ট প্রিন্টিং ব্যবসা শুরু করা যায় তাহলে মাস শেষে মোটা টাকা হাতে আসবে। মাসিক ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করা যাবে এই টি-শার্ট প্রিন্টিং ব্যবসায় (Business Idea)। তবে ব্যবসা শুরুর প্রথম দিকে এত পরিমাণ রোজগার নাও হতে পারে। তবে ধীরে ধীরে ব্যবসা যত বৃদ্ধি পাবে তার আয় ততোই বৃদ্ধি পাবে। দেরি কেন বাড়িতে বসে কম পরিশ্রমে যদি ব্যবসার চিন্তাভাবনা করেন তাহলে শুরু করে দিন এই দুর্দান্ত ব্যবসা।