এবার থেকে সহজেই বাড়ির কিংবা জমির দলিল পেয়ে যাবেন অনলাইনে

ঘরে বসে অনলাইনেই যদি পাওয়া যায় জমির দলিল তাহলে তো সাধারণ মানুষের সোনায় সোহাগা। বাড়ির দলিলের কপি অনলাইনে পাওয়া খুবই সহজ। সম্প্রতি সাধারণ মানুষের সুবিধার জন্য সর্বত্রই পরিষেবা অনেক বেশি উন্নত হচ্ছে। রাজ্য সরকারের নতুন উদ্যোগ এখন অনলাইনে দেওয়া হবে দলিলের সার্টিফায়েড কপি। এর জন্য সাধারণ মানুষকে খরচ করতে হবে সামান্য কিছু টাকা এবং অর্থাৎ শুধুমাত্র ১০০ থেকে ২০০ টাকা। তাই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং দালালের চক্কর থেকে এবার বাঁচবে সাধারন জনগণ। সরকারের এই উদ্যোগকে প্রশংসা করতেই হয়।

দালালদের কাজ হলো বেশি টাকার বিনিময় কাজ করে দেওয়া। তবে একশ্রেণীর দালালদের অন্যতম কাজ হল তোলার জন্য হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া। জমির দলিল এতদিন পর্যন্ত অনলাইনের মাধ্যমেই সহজে পাওয়া যেত। এতদিন অনলাইনে জমি কিংবা বাড়ির দলিলের কপি পাওয়া যেত ২০০৭ সাল থেকে। আবেদনকারীরা ১৯৮৫ সাল থেকে অনলাইনে রেজিস্ট্রি হওয়া জমির দলিলের কপি পাবেন। আমজনতা এর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনকারীরা এবার থেকে অনলাইন থেকেই তাদের প্রয়োজনীয় দলিল ডাউনলোড করে নিতে পারবেন।

সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই শেষ হয়েছে জমি-বাড়ির পুরনো নথি অর্থাৎ জমির দলিল ডিজিটাইজ করার কাজ। ১৯৮৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় তিন কোটি দলিল ডিজিটাল আকারে সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও নির্দিষ্ট পোর্টালে সেটি আপলোড পর্যন্ত করা হয়েছে।

১৯৬৫ সাল পর্যন্ত যেসব জমির দলিলগুলোর ডিজিটাইজেশন প্রক্রিয়া চলমান রয়েছে। তাও আস্তে আস্তে যুক্ত করা হবে অনলাইনে। এরফলে সাধারণ মানুষ সমস্ত রকম প্রয়োজনীয় নথি পেয়ে যাবে অনলাইন এর মাধ্যমেই। অনলাইনে ই ডিসট্রিক্ট পোর্টাল থেকে সহজেই মিলবে বাড়ি ও জমির দলিল। নিকটবর্তী যদি বাংলা সহায়তা কেন্দ্র থাকে সেইখান থেকেও আবেদন করতে পারবেন। যদি জমির দলিল কিংবা বাড়ির দলিল এর জন্য অনলাইনে আবেদন করতে না পারেন তাহলে নিম্নলিখিত ধাপগুলো অবশ্যয় অনুসরণ করবেন।

আরও পড়ুন: স্বাস্থ্যের পর এবার শিক্ষায় নজর, বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে আসতে চলেছে আইন

জমি-বাড়ির দলিল অনলাইনে আবেদন করার জন্য একাধিক প্রয়োজনীয় নথি লাগবে:-

  • ১) জমির দলিল কিংবা বাড়ির দলিল ডাউনলোড করবেন, এবং সাথে দরকার পড়বে ডীড নম্বরের।
  • ২) তারপর দিতে হবে রেজিস্ট্রেশন অফিসের নাম।
  • ৩) এছাড়াও দরকার পড়বে রেজিস্ট্রেশনের সাল অর্থাৎ কবে রেজিস্ট্রেশন সালটি।

ধরুন আপনার কাছে জমির দলিল ডাউনলোড করার জন্য এই ডীড নম্বর, রেজিস্ট্রেশন অফিস নাম ও রেজিস্ট্রেশনের সাল, মানে যাবতীয় তথ্য মনে রাখতে হবে। সহজেই ঘরে বসে অনলাইনে বের করে ফেলুন জমি কিংবা বাড়ির দলিল। নিচের ধাপগুলো ফলো করে ডীড নম্বর, অফিস নাম ও সাল বের করুন ও লিখে রাখুন।

এবার আপনাদের জানতে হবে জমির দলিলের ডীড নম্বর কিভাবে বের করবেন?

  • 1) প্রথমে আপনাকে ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন এন্ড স্ট্যাম্প রেভিনিউ, ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
  • 2) তারপর আপনাকে ক্লিক করতে হবে Searching for Deed এ।
  • 3) পরবর্তী পেজে By Seller/Buyer/Party Name এ ক্লিক করুন।
  • 4) যার জমির দলিল ডাউনলোড করতে চাইছেন তার নাম, কত সালে রেজিস্ট্রেশন করেছেন সেই সালটি ও জেলার নাম উল্লেখ করে, নিচে থাকা ক্যাপচার কোর্ড উল্লেখ করতে হবে ডিসপ্লেতে।
  • 5) এরপর আপনার সামনে অর্থাৎ নিচে Deed ডিটেইলস থেকে রেজিস্ট্রেশন অফিস ও সাল ইত্যাদি চলে আসবে। যাবতীয় তথ্য আপনি লিখে রাখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *