Eastern Railway: যুগান্তকারী সিদ্ধান্ত পূর্ব রেলের, এবার শৌচকর্মের জন্য বরাদ্দ অতিরিক্ত সময়

Eastern Railway: যাত্রীদের সুবিধায় শিয়ালদা ও হাওড়া শাখায় যুগান্তকারী সিদ্ধান্ত নিলো পূর্ব রেল। রেলের তরফে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী উপকৃত হতে চলেছেন লাখ লাখ যাত্রী। মঙ্গলবার পূর্ব রেলের বৈঠকে একাধিক ট্রেনের সূচনা, রেল স্টেশনের সংস্করণ, টাকা বরাদ্দ করার মতো একাধিক কর্মসূচি নেওয়া হয়। এর মধ্যে যেমন হাওড়া চাঁদমারি ব্রিজটি নতুন করে তৈরি করার কাজ শেষে পুরানো ব্রিজটি ভেঙে ওখানে কারসেডের সংস্কার করা হবে। যাতে উপকৃত হতে চলেছেন প্রচুর মানুষ।

এদিন পূর্ব রেলের (Eastern Railway) জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর জানান বাড়তি জায়গার জোগাড় হলে হাওড়া স্টেশনের ৭টি প্ল্যাটফর্ম যথা ১, ৮, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ সম্প্রসারিত করা হবে। যেখানে ২৪ কোচের ট্রেন অনায়াসেই দাঁড়াতে পারবে। এছাড়াও জানা গিয়েছে আগামী তিন মাসের মধ্যেই চালু হতে পারে হাওড়া স্টেশনের নতুন ১৫ ও ২৪ নম্বর প্ল্যাটফর্ম। এছাড়া লালগোলা এক্সপ্রেসগুলিতে শৌচাগার না থাকায় অসুবিধায় পড়েন যাত্রীরা। এবার এই সমস্যার সমাধান করতে এবার থেকে ট্রেন স্টেশনে বেশি সময় দাঁড়াবে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে রানাঘাট স্টেশনেই শৌচকর্মের জন্য অনেকক্ষণ দাঁড়াবে লালগোলা এক্সপ্রেস। এদিন পূর্ব রেলের (Eastern Railway) জেনারেল ম্যানেজার সাংবাদিক বৈঠকে জানান লালগোলা থেকে শিয়ালদহগামী ট্রেনগুলো এবার থেকে রানাঘাট স্টেশনে ৫ থেকে ১০ মিনিটের হল্ট দেওয়া হবে। ওই সময়ের মধ্যে যাত্রীদের নিজেদের শৌচকর্মের কাজ সেরে নিতে হবে।

আরও পড়ুন: নতুন বছরে বন্দে ভারত নিয়ে বড়সড় খবর দিল রেল

এদিন আনুষ্ঠানিক ভাবে পূর্ব রেল (Eastern Railway) নতুন তিনটি রুটে বন্দে ভারত ট্রেনের পরিষেবা চালু করার কথা ভেবেছে। এছাড়া শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণের কথা ভাবা হচ্ছে। এর সঙ্গে নতুন ট্রেন, ১১টি নতুন ফুট ওভারব্রীজ, ৩৪টি প্ল্যাটফর্ম শেড, উন্নত স্টেশন কাঠামো, ১২টি লিফট এবং ৬টি এসকেলেটর স্থাপনের কথা ঘোষণা করা হয়েছে। এদিকে ব্যান্ডেল স্টেশনকে স্যাটেলাইট স্টেশন তৈরির কথা ভাবা হচ্ছে।

সূত্রের খবর এবার শিয়ালদহ স্টেশন থেকে ছুটতে পারে বন্দে ভারত ট্রেন ও। জানা যাচ্ছে আগামী তিন বা সাড়ে তিন মাসের মধ্যেই শিয়ালদহ স্টেশন থেকে চলাচল করতে পরে এইসব ট্রেন। ইতিমধ্যেই এর টার্মিনালে কোচিং ডিপো নির্মাণের কাজ চলছে। এর সাথে কাশিপুরের কাছে একটা ডিপো নির্মাণের কথা ভাবা হয়েছে। পূর্ব রেলের (Eastern Railway) জেনারেল ম্যানেজার মঙ্গলবার এইসব বড় তথ্য ভাগ করে নিয়েছেন যাত্রীদের উদ্দেশ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *