Eastern Railway: বেশ কিছু সময় ধরে নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা আসার রাতের ট্রেনের আরজি জানাচ্ছিল ভারতীয় রেলের যাত্রীরা। যাত্রীদের বক্তব্য ছিল রাত ৮টা বেজে ৪০ মিনিটের পদাতিক এক্সপ্রেস ট্রেনের পর নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা যাওয়ার আর কোনো ট্রেন না থাকায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। সম্প্রতি এই সমস্যা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠানা হয় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের তরফে। আর এর পরেই এই ট্রেন পরিষেবা দেওয়ার উদ্যোগ নেয় ভারতীয় রেল। ফলে নতুন করে মদনমোহন এক্সপ্রেস চালু হতে চলেছে নিউ জলপাইগুড়ি-কলকাতা রুটে।
সম্প্রতি রেল মারফত জানা গিয়েছে নতুন বছরেই এই মদনমোহন এক্সপ্রেস তার যাত্রা শুরু করতে চলেছে। ইতিমধ্যেই এই এক্সপ্রেস ট্রেনটির চলার প্রাথমিক টাইম-টেবিল চূড়ান্ত হয়ে গেছে। পূর্ব রেলের (Eastern Railway) সেই সময় অনুযায়ী প্রত্যেকদিন বিকেল ৫টা ৩০ মিনিটে ট্রেনটি ধুবড়ি থেকে ছাড়া হবে। এরপর নিউ জলপাইগুড়ি এসে পৌঁছবে রাত ১০টা বেজে ২০ মিনিটে। এরপর শিয়ালদহ এসে পৌঁছবে পরদিন সকাল ৯টা বেজে ৩০ মিনিটে।
এই যাত্রা পথে ট্রেনটি ধুবড়ি থেকে তুফানগঞ্জ, নিউ কোচবিহার, মাথা ভাঙ্গা, নিউ চ্যাংড়াবান্ধা, জলপাইগুড়ি রোড হয়ে এসে পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখানে ১০ মিনিট হল্ট দেওয়ার পর সকাল ১০টা ৩০ মিনিটে রওনা দেবে শিয়ালদহের উদ্দেশ্যে। এরপর ফারাক্কা জংশন এবং জঙ্গিপুর হয়ে ট্রেনটি আজিমগঞ্জ পার করে নশিপুর রেল সেতু হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, পলাশী, বেথুয়াডহরি, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি হয়ে এসে পৌঁছবে শিয়ালদহ। পূর্ব রেলের (Eastern Railway) এই নতুন ট্রেন সংযোজনে বিশেষ করে উপকৃত হতে চলেছেন মুর্শিদাবাদ লাইনের যাত্রীরা।
আরো পড়ুন: নতুন বছরে নতুন ভাবে সেজে উঠছে হাওড়া স্টেশন, আসছে একাধিক বদল
পূর্ব রেল (Eastern Railway) সুত্রে পাওয়া খবর অনুযায়ী মদনমোহন এক্সপ্রেস ট্রেনটি আবার শিয়ালদহ থেকে প্রত্যেকদিন রাত ৮টা বেজে ৫০ মিনিটে ছেড়ে গিয়ে পরদিন দুপুরে ১২টা বেজে ৫০ মিনিটে গিয়ে পৌঁছাবে ধুবড়ি। তবে ঠিক কবে থেকে চালু হবে এই নতুন ট্রেনটি সেই বিষয়ে কিছু জানায়নি পূর্ব রেল। তবে এই ট্রেন চালানোর আগে রেল বোর্ডের অনুমোদন পাওয়া জরুরি হয়ে পড়ে। এই অনুমোদন পেলেই বিশদে জানা যাবে রেলের তরফে। তখনই নির্দিষ্ট ভাবে জানা যাবে এর ভাড়া সংক্রান্ত খুঁটিনাটি তথ্যও।
মদনমোহন এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ার প্রসঙ্গে এদিন নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ট্রেনের সংখ্যা বাড়ানো প্রয়োজন। কলকাতা থেকে অনেক রাতের ট্রেন ধরার যে সুবিধা ছিল সেটা এখানে ছিলনা। তাই যাত্রীদের সুবিধার্থে এই সুবিধা প্রয়োজন।