Eastern Railway: বাড়ানো হবে ট্রেনের বগীর সংখ্যা, খোলা হবে অতিরিক্ত টিকিট কাউন্টার, পূর্ব রেলের নতুন উদ্যোগে উপকৃত যাত্রীরা

Eastern Railway: বাড়ানো হবে ট্রেনের বগীর সংখ্যা, খোলা হবে অতিরিক্ত টিকিট কাউন্টার, পূর্ব রেলের নতুন উদ্যোগে উপকৃত যাত্রীরা। পুজোর মুখে যাত্রী সুবিধার্থে দারুণ উদ্যোগগুলো রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখায় ভিড় যাত্রী সমস্যার অন্যতম প্রধান কারণ। অত্যন্ত ভিড়ে প্রতিনিয়ত অসুবিধায় পড়েন নিত্য যাত্রীরা। এই সমস্যা সমাধানের জন্য অনেকদিন ধরেই আবেদন করছিল যাত্রীরাই। রেল কর্তৃপক্ষও এই সমস্যা মেটানোর চেষ্টায় ছিলো। অবশেষে সমস্যা সমাধানের পথ বের করতে পেরেছে রেল কর্তৃপক্ষ।

অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল (Eastern Railway) কর্তৃপক্ষের তরফ থেকে শিয়ালদহ ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখায় ১২ কোচের ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনেকদিন আগেই। কিন্তু প্ল্যাটফর্ম ছোট থাকার কারণে সমস্ত ট্রেন ১২ কোচের করে তোলা সম্ভব হচ্ছিল না। তাই কিছুটা বাধ্য হয়েই ৯ কোচের ট্রেন চালাতে হচ্ছিল দুটি শাখাতেই। এতে সমস্যায় পড়ছিলেন যাত্রীরা। কারন অফিস টাইমে ৯ কোচের ট্রেন চালানো মানে ভিড়ের পরিমাণ অনেকটা বাড়িয়ে দেওয়া। যদিও এই দুটি শাখাতেই একাধিক ১২ কোচের ট্রেন রয়েছে। তবুও সব থেকে বেশি ভিড়ের সময়গুলিতেই রয়েছে ৯ কোচের ট্রেন। অবশেষে এই সমস্যা মেটানো সম্ভব হয়েছে।

শিয়ালদহ ডিভিশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মকে আরো বড় করে তৈরি করা হয়েছে। যাতে সেখানে ১২ কোচের ট্রেন দাঁড় করানো সম্ভব হয়। এখন থেকে শিয়ালদহ ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখায় প্রত্যেকটি ট্রেনই চলবে ১২ কোচের। ৯ কোচের ট্রেন নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল তার মুখোমুখি যাত্রীদেরকে আর হয়তো হতে হবে না। পুজোর সময় এমনিতেই প্রতিবছরে খুব ভিড় থাকে। তাই এই সময়টাকেই বেছে নেওয়া হয়েছে নতুন প্রকল্প উদ্বোধনের জন্য। তাই মহালয়ার দিন সকাল থেকেই চালু হয়েছে ট্রেনগুলি। দুটি শাখাতেই প্রত্যেকটি ট্রেন চলছে ১২ কোচের।

পুজোর ভিড় সামাল দিতেও রেল কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ নিয়েছে। শুধুমাত্র শিয়ালদহ ডিভিশন নয়, হাওড়া ডিভিশনেও সারারাত ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এমনকি টিকিট কাটতে গিয়ে যাতে কোন সমস্যায় পড়তে না হয় তাই বাড়ানো হয়েছে টিকিট কাউন্টারের সংখ্যাও। যাত্রী সুবিধার্থে মোতায়েন করা হয়েছে ৫০০ র উপরে অতিরিক্ত পুলিশ বাহিনী। এছাড়া যাত্রীদের যে কোন রকম অসুবিধায় সাহায্য করতে রয়েছে একাধিক রেল কর্মী।

এ বছর আর রাত করে ঠাকুর দেখে ফেরার সময় আশা করি কোন সমস্যায় পড়তে হবে না যাত্রীদের। এমনটাই দাবী করছে রেল কর্তৃপক্ষ। এমনকি রাতের দিকে মাল গাড়ি চালানোর ক্ষেত্রেও নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পুজোর কটা দিন প্লাটফর্মে মালবাহি ট্রলারের পরিমাণও কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও খাওয়া দাওয়ার বিষয়ও থাকছে চমক। পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ ও হাওড়া দুটি স্টেশন সংলগ্ন একাধিক ফুড কোর্টে থাকবে বাঙালি খাবারের ছোঁয়া। মোটের উপর এইবার পুজোয় যাত্রী সুবিধার্থে সব রকম সুযোগ-সুবিধা নিয়ে হাজির রেল কর্তৃপক্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *