Spam Call: স্প্যাম কলের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, আছে সহজ উপায়

Spam Call: স্প্যাম কলের ঝামেলা থেকে মুক্তি পেতে চান! আছে সহজ উপায়। অবাঞ্ছিত স্প্যাম কল সবসময়ই বিরক্তি সৃষ্টি করে। আপনি হয়তো কাজে খুব ব্যস্ত, এইসময় আপনার ফোনটা বাজছে। ফোন রিসিভ করলেন আর দেখলেন সেখানে হয় কোন লোনের জন্য ফোন করা হয়েছে, অথবা কোন কিছুর বিজ্ঞাপন চলছে। যা আপনার সময় নষ্ট করল এবং কাজে ব্যাঘাত ঘটালো। তবে এখন থেকে আর এই ধরনের স্প্যাম কলগুলি সহ্য করার খুব একটা প্রয়োজন নেই। চাইলেই বন্ধ করে দেওয়া যায়। শুধুমাত্র ফোনের কিছু সেটিংস পরিবর্তন করলেই স্প্যাম কল আসা বন্ধ করা সম্ভব।

স্প্যাম কল (Spam Call) বন্ধ করার জন্য কিন্তু বাইরে থেকে কিছু করার প্রয়োজনই পড়েনা। আপনার ফোনের মধ্যেই রয়েছে এমন কিছু সেটিং যা স্প্যাম কল রোধ করতে পারে। অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে ডু নট ডিস্টার্ব বলে একটি বিল্ট ইন ফিচারস। এই সেটিংসটিকে চালু রাখলেই নির্দিষ্ট কল ছাড়া বাকি সব কল এমনি থেকেই ব্লক হয়ে যাবে। আইফোনের ক্ষেত্রেও রয়েছে সাইলেন্টস আননোন কলারস ফিচার্সটি। এই ফিচারসের কাজও প্রায় একই যেকোনো অপরিচিত নম্বর সরাসরি ভয়েস মেলে পাঠায় এই ফিচারস।

আপনি চাইলে অ্যাপের মাধ্যমেও স্প্যাম কল (Spam Call) আটকাতে পারেন। অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি কলার অ্যাপ ট্রুকলার। শুধুমাত্র কে ফোন করছে তার বিবরণী খুঁজে দেয় না, এই অ্যাপের মধ্যে সঞ্চিত থাকে বিশ্বব্যাপী স্প্যাম কলের হিসেব। যার ফলে ট্রু কলার ব্যবহার করলে স্প্যাম কল আটকানোটা অনেক সহজ হয়ে যায়। ফোনে প্রতিনিয়ত আসা স্প্যাম কলগুলি চিহ্নিত করবে এবং তাকে আটকাবে এই অ্যাপটি।

আরো পড়ুন: এক লক্ষ টাকার মধ্যে বাইক কিনতে চান, রইলো সেরা মাইলেজের বাইকের খোঁজ

স্প্যাম কল (Spam Call) কিন্তু নতুন কোন বিষয় নয়। যখন অ্যান্ড্রয়েড ফোনের এত রমরামা ছিল না তখনও স্প্যাম কল আসতো। আর সেই সময় থেকেই রয়েছে এর সমাধানও। প্রত্যেকটা টেলিকম সংস্থা ডু নট ডিস্টার্ব বলে একটি পরিষেবা প্রদান করে থাকে গ্রাহকদের জন্য। টেলিকম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অথবা টোল ফ্রি নাম্বারে কল করে ডিএনডি পরিষেবা চালু করে নেওয়া যায় নিজের ফোনে। এর মাধ্যমে ব্যক্তিগত ফোন ছাড়া কোনো প্রকার স্প্যাম কল অথবা কোন কোম্পানি মারফত করা কল আপনার ফোনে আসবেই না।

যদি কোন নির্দিষ্ট নম্বর থেকে বারবার কল আসতে থাকে এবং আপনি তা চিহ্নিত করতে পারেন তাহলে নিজের ফোনের ব্লক অপশনটিকে কাজে লাগাতে পারেন। সেই নির্দিষ্ট নাম্বারটিকে ব্লক করুন। নিজের সময় ও মানসিক স্বাস্থ্য রক্ষা করুন। অযথা অপ্রয়োজনীয় স্প্যাম কলের (Spam Call) জন্য নিজের সময় বা কাজের ক্ষতি করার প্রয়োজন পড়বে না। আপনার মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্প্যাম কলের প্রভাব তার উপরে পড়তে দেবেন না। সঠিক গাইডলাইনগুলি অনুসরণ করলে এই সমস্যার সহজ সমাধান পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *