Eden Gardens: রামনবমীর দিন ইডেনে আইপিএল ম্যাচ নিয়ে জটিলতা কাটল না, তিন পক্ষের বৈঠকে কী আলোচনা হল? ৬ই এপ্রিল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের হাইভোল্টেজ ম্যাচ। দুই দলের লড়াই ঘিরে আগ্রহের পারদ চড়ছে, কারণ শুধু আইপিএলের উত্তেজনাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ সংযোগ। কলকাতা নাইট রাইডার্স বাংলার দল হলেও, লখনউ সুপার জায়ান্টসের মালিক বাংলারই এক বিশিষ্ট ব্যবসায়ী, সঞ্জীব গোয়েঙ্কা।
ইডেনে (Eden Gardens) বাঙালি ক্লাসিকো
ফলে এই ম্যাচ অনেকের কাছেই ‘বাঙালি ক্লাসিকো’ হিসেবে পরিচিত। কিন্তু হঠাৎ করেই ম্যাচের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে! কারণ, ওই একই দিনে রয়েছে রামনবমী, যা সাম্প্রতিক বছরগুলোতে আরও জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে। শুধুমাত্র ধর্মীয় উৎসব হিসেবে নয়, রাজনৈতিক আবহের কারণেও দিনটি হয়ে উঠেছে স্পর্শকাতর। অতীতে দেখা গেছে, এই দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল, শোভাযাত্রা এবং কিছু ক্ষেত্রে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। স্বাভাবিকভাবেই, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রেখে কলকাতা পুলিশ জানিয়েছে, ৬ই এপ্রিল ইডেনে (Eden Gardens) ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।
পুলিশের আপত্তি ও বোর্ডের অবস্থান
কলকাতা পুলিশ এই বিষয়ে ইতিমধ্যেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)-কে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে, ম্যাচের দিন পরিবর্তন করা হোক। পরিস্থিতি বিবেচনা করে সিএবি সেই অনুরোধ ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর কাছেও পাঠিয়েছে। কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন জটিলতা। বোর্ড নাকি ম্যাচের দিন বদল করতে রাজি নয়! সাধারণত, আইপিএলের সূচি অনেক আগেই চূড়ান্ত হয়ে যায় এবং তা পরিবর্তন করা হয় কেবলমাত্র চূড়ান্ত পরিস্থিতিতে। বোর্ডের যুক্তি, এক ম্যাচের জন্য সূচি বদল করলে অন্যান্য ম্যাচের শিডিউলও প্রভাবিত হতে পারে, যা পুরো টুর্নামেন্টের ভারসাম্য নষ্ট করতে পারে।
আরও পড়ুন: আইপিএলের শুরুতেই ধাক্কা, প্রথমার্ধে নেই মায়াঙ্ক যাদব!
তাহলে এবার কী হতে পারে?
বর্তমানে বিকল্প সমাধান নিয়ে আলোচনা চলছে। দুটি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ম্যাচের দিন পরিবর্তন না করে, ইডেনে (Eden Gardens) খেলা আয়োজনের জন্যই বিকল্প নিরাপত্তার ব্যবস্থা করা হতে পারে। তবে, পুলিশ যদি অনড় থাকে, তাহলে এই বিকল্পও সম্ভব হবে না। ভেন্যু বদলে ফেলা হতে পারে। যদি ইডেনে ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তাহলে অন্য কোনো শহরে কেকেআর বনাম এলএসজি ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে। তবে এটি কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের জন্য বড় ধাক্কা হবে।
সোমবারের জরুরি বৈঠক ও পরবর্তী সিদ্ধান্ত
এই সংকটের সমাধান খুঁজতে সোমবার সিএবি-তে জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের প্রতিনিধি, সিএবি কর্তারা এবং কলকাতা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। আলোচনার মূল বিষয় ছিল- কীভাবে নিরাপত্তার সঙ্গে সমঝোতা না করেই ম্যাচ আয়োজন করা যায়। তবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাংলার ক্রিকেটপ্রেমীরা চাইছেন, ম্যাচ ইডেনেই (Eden Gardens) হোক, কারণ ঘরের মাঠে কেকেআরকে সমর্থন করার সুযোগ হাতছাড়া করতে চান না তারা। এখন প্রশ্ন একটাই- বোর্ড, পুলিশ ও সিএবি কি কোনও সমঝোতায় পৌঁছাতে পারবে? নাকি সত্যিই বদলে যাবে ম্যাচের ভেন্যু? সমস্ত উত্তর মিলবে আগামী কয়েক দিনের মধ্যেই। তবে আপাতত ৬ই এপ্রিলের এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে মাঠের বাইরে!