Elon Musk: বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক, ভারতীয় শিল্পপতিদের সাথে তার সম্পত্তির পার্থক্য কতটা

Elon Musk: কুবেরের ধনের মালিক সম্পত্তির নিরিখে নতুন মাইল ফলক স্পর্শ করায় আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন ইলন মাস্ক। ব্যাটারি চালিত গাড়ি কোম্পানি টেসলা থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা প্রদায়ক সংস্থা স্টারলিংক, এছাড়াও মহাকাশ বিজ্ঞান সংস্থা স্পেস এক্স সব কিছুই রয়েছে এই মাস্কের দখলে। বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন ইলন মাস্ক। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ছাপিয়ে গিয়েছে ৪০ হাজার কোটি ডলার। বর্তমানে ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি।

ইতিহাসে এতদিন বিশ্বের সর্বাধিক ধনী ব্যক্তি হিসেবে ছিলেন মালির রাজা মানসা মুসা। হিসেব বলছে ৪১.৫ হাজার কোটি ডলারের সম্পত্তি ছিল তার দখলে। ১৩১২ থেকে ১৩৩৭ সাল পর্যন্ত আফ্রিকার এই দেশের একচ্ছত্র অধিপতি ছিলেন এই রাজার। এরপর বয়ে গিয়েছে সময়, এরপর এতদিন তাঁর সম্পত্তির রেকর্ড ধরা ছোঁয়ার বাইরে চলে গেছিল। এবার ২১ শতকে এসে সম্পত্তির নিরিখে মুসাকে পিছনে ফেলে দিলেন মাস্ক (Elon Musk)। একটি তথ্যে বলা হয়েছে বর্তমানে মাস্কের সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪৪.২ হাজার কোটি ডলার। ২০২৪ সালেই তাঁর সম্পত্তি বেড়েছে ২১.৩ হাজার কোটি ডলার যা ভারতীয় ধন কুবের মুকেশ আম্বানি এবং গৌতম আদানীর চেয়ে বহুগুণ বেশি।

বর্তমানে ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ৯,৫৯০ কোটি টাকা। ২০২৪ সাল রিলায়েন্সের জন্য লাভদায়ক ছিলনা। শেয়ারের ওঠানামায় সব মিলিয়ে ৪৮ কোটি ৪০ লক্ষ ডলার লোকসান হয়েছে মুকেশ আম্বানির সংস্থার। অন্যদিকে রয়েছেন ভারতের অন্যতম ধনকুবের গৌতম আদানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮,১৮০ কোটি ডলার। আদানি সংস্থাও গত বছর মোটা অংকের টাকা ক্ষতির মুখে পড়েন বলে খবর। অর্থাৎ আদানি এবং আম্বানির মোট সম্পত্তির পরিমাণের চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে ইলন মাস্কের (Elon Musk) সম্পত্তি। মোটের হিসেব করলে মাস্কের মোট সম্পত্তির সামনে ভারতীয় দুই ধন কুবের ধুলোর সমান।

আরো পড়ুন: সোনাতেই শক্ত দেশের অর্থনীতি, কোন দেশের কাছে কত সোনা

হিসেব বলছে এশিয়ার তথা ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মোট সম্পত্তির চেয়ে ৩৬০ শতাংশ বেশি সম্পত্তি রয়েছে ইলন মাস্কের (Elon Musk)। আবার আদানির তুলনায় বেশি ৫৬৫ শতাংশ। বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি হলেন জেফ বেজস। তাঁর সম্পত্তির পরিমাণ ২৪ হাজার ৯০০ কোটি ডলার। জেফের চেয়ে দ্বিগুণ সম্পত্তি রয়েছে মাস্কের নামে। যার ফলে বিশ্বের অন্যতম শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছেন ইলন মাস্ক। এদিকে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসার পর থেকে ডোনাল্ড ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তরতরিয়ে বাড়ছে মাস্কের শেয়ারের দাম।

আমেরিকার সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী ট্রাম্প জয়ী হওয়ার পর সব থেকে বেশি লাভবান হয়েছেন মাস্ক। বাজারে টেসলা সংস্থাটির মূলধন পৌঁছে গেছে ১.৩৬ লক্ষ কোটি ডলারে। এর পরেই রয়েছে স্টারলিঙ্ক। সম্প্রতি একটি সংবাদ সংস্থা বিশ্বের ধন কুবেরদের তালিকা প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে মুকেশ আম্বানি ভারতীয় মুদ্রায় ৮.৩৭ লক্ষ কোটি টাকার মালিক। তিনি অবস্থান করছেন তালিকার ১৮ নম্বরে। আরও কিছুটা নীচে রয়েছেন গৌতম আদানি। ভারতীয় মুদ্রায় তাঁর সম্পত্তির পরিমাণ ৫.৫ লক্ষ কোটি টাকা। তাঁর অবস্থান রয়েছে তালিকায় আর কিছুটা নিচে। আর প্রথম স্থানে রয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *