Tesla Pi Phone: চার্জ ছাড়াই চলবে ফোন, বাজার কাপাতে আসছে টেসলার পাইফোন। ভারতীয় বাজারে টেলিকম পরিষেবা দিন দিন আরও উন্নত হয়ে চলেছে। প্রত্যেকটি সংস্থা আরো একটু বেশি সুবিধা নিয়ে বাজারে নিয়ে আসছে নতুন নতুন স্মার্টফোন। সংস্থাগুলির মধ্যে যেন একটা অলিখিত প্রতিযোগিতা চলছে। কে কত ভালো ফেসিলিটি সহযোগে নতুন ফোন নিয়ে আসতে পারে। এতে অবশ্য লাভও হচ্ছে। গ্রাহকরা পাচ্ছে অতিরিক্ত সুবিধাযুক্ত স্মার্ট ফোন। আর এই ফোনগুলির কারণে ব্যবসাও বাড়ছে সংস্থাগুলির। এবার সেই প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে নতুন নাম। টেসলার পাইফোন (Tesla Pi Phone) হারিয়ে দেবে অন্যান্য স্মার্টফোনগুলিকে।
সম্প্রতি টেলিকম সংস্থার বাজারে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হলো টেসলা ইনকর্পোরেট। এই বছরের শেষের দিকে লঞ্চ করতে চলেছে নতুন স্মার্টফোন। অতিরিক্ত ফিচার্স যুক্ত টেসলার এই ফোনটির নাম রাখা হয়েছে পাই ফোন (Tesla Pi Phone)। এই ফোনে থাকবে একাধিক সুযোগ সুবিধা। না লাগবে চার্জ না লাগবে কোন সিম কার্ড। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক পরিষেবা ব্যবহার করা যাবে এই ফোনে। থাকবে একটি বিশ্বব্যাপী ইন্টারনেট কভারেজ।
টেসলার নতুন পাই ফোনে (Tesla Pi Phone) চার্জিং সিস্টেম একদম আলাদা। এই ফোনটিকে চার্জ করার জন্য কোন ইলেক্ট্রিসিটির প্রয়োজন নেই। শুধুমাত্র আলো থাকলে অটোমেটিক্যালি চার্জ হবে এই ফোনটি। অনেকটা সোলার সিস্টেমের মতো কাজ করবে বলতে পারেন। তবে শুধুমাত্র সূর্যের আলো নয়, যে কোন প্রকার আলো থেকেই চার্জ নেবে এই ফোন। এছাড়া থাকবে ব্রেন কানেক্টিভিটি চিপ। আপনি যা ভাববেন তার সবকিছুই স্ক্যান করবে এই ফোন।
এই ফোনে পাওয়া ফিচারসগুলি অন্য সব স্মার্ট ফোনের থেকে একেবারেই আলাদা। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই ফোনটার বাজার দর কত? শুনলে চমকে যাবেন। একেবারে বাজেট ফ্রেন্ডলি টেসলার এই পাইফোন (Tesla Pi Phone)। মাত্র ২৫ হাজারেই পাওয়া যাবে এই ফোনটি। তাহলে ফোনটি কেনার জন্য একেবারে তৈরি তো? আরে দাঁড়ান পুরো কথাটা শুনে যান। ফোনটি কেনার আগে, এই তথ্যগুলো সত্য কিনা তা যাচাই করে নিতে কিন্তু ভুলবেন না।
আরো পড়ুন: ক্যালকুলেটরের কিছু অজানা ব্যবহার, জানুন এই সমস্ত বটনের কার্যকারিতা
সম্প্রতি টেসলার এই নতুন পাইফোনটি (Tesla Pi Phone) নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। কিন্তু সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্ত তথ্য এক্কেবারে মিথ্যা। এরকম কোন ঘোষণা এখনো পর্যন্ত সংস্থা করেনি। আলোচনা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি ২০১৭ সাল থেকে নতুন একটি আলাদা ফোনের আলোচনা চলছে। সম্প্রতি টুইটার গ্রহণের পর থেকেই এই আলোচনা আরো কিছুটা জোর পায়। কিন্তু টুইটার অধিগ্রহণের পর বেশ কিছু বিধি নিষেধের সম্মুখীন হতে হয়েছে টেসলাকে। সেই পরিস্থিতিতে ফোনের কথাটা বেশি ভাবে উঠে এলেও সংস্থার পক্ষ থেকে তা সম্পূর্ণ মিথ্যা ধারণা বলে জানিয়ে দেওয়া হয়েছে।
টেসলার নতুন পাইফোন (Tesla Pi Phone) নিয়ে গুজবের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে মুখ খুলতে হয়েছে স্বয়ং ইলন মাস্ককে। তিনি নিজে জানিয়েছেন, এই ধারণা একেবারেই ভ্রান্ত। সংস্থার পক্ষ থেকে নতুন কোন ফোন বের করার কথা ভাবাই হয়নি। চারিদিকে যা আলোচনা হচ্ছে তা একেবারেই গুজব। অন্তত টেসলা এখন পর্যন্ত এই ধরনের কোন ফোন বের করার কথা ভাবেনি। তাই গুজবে কান না দিয়ে, যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করে নিন।