Emraan Hashmi: বলিউড ইন্ডাস্ট্রির নামজাদা তারকাদের মধ্যে অন্যতম তারকা হলেন ইমরান হাসমি (Emraan Hashmi)। যাঁর সিনেমা রিলিজ হওয়া মানেই ভক্তদের অনুমান সিনেমার মধ্যে থাকবে অভিনেতার সাহসী দৃশ্য। সাম্প্রতিক সেরকমই এক সিনেমার শুটিং করতে গিয়েই ভয়ানক দুর্ঘটনায় মৃত্যুমুখে ইমরান হাসমি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দুর্ঘটনার কিছু দৃশ্য। কিভাবে ঘটল এই দুর্ঘটনা? বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছেন অভিনেতা?
প্রসঙ্গত ২০০৩ সালে ‘ফুটপাত’ সিনেমার মধ্যে দিয়ে হিন্দি চলচ্চিত্র জগতে অভিষেক হয় অভিনেতা ইমরান হাসমিদের। তবে প্রথম সিনেমা সেইভাবে দর্শকদের মন কাড়তে পারেনি। পরবর্তীতে ‘মার্ডার’ সিনেমার মধ্যে দিয়ে নিজের পরিচিতি তৈরি করেন তিনি। যেখানে অভিনেতার (Emraan Hashmi) সঙ্গী হিসেবে দেখা গিয়েছিল অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে। তারপর একের পর এক সিনেমায় দুর্দান্ত অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নেন এই অভিনেতা। পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এখনো পর্যন্ত তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘টাইগার থ্রি’ ছবিতে। যেখানে খলনায়কের ভূমিকায় অভিনয় করে বেশ ছাড়া ফেলেছিলেন দর্শকদের মনে।
সাম্প্রতিক অভিনেতা ইমরান হাসমি শুরু করেন একটি নতুন সিনেমা ‘ঘোড়চড়ি’-র’ শুটিং। আর সেই শুটিং করতে গিয়েই অভিনেতার সাথে ঘটে যায় ভয়ানক বিপদ। নেটদুনিয়ায় ভাইরাল সেই দুর্ঘটনার বেশ কিছু দৃশ্য। যেখানে অভিনেতার চোয়াল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে দেখা যায়। তার সাথে দেখা যায় অভিনেতার গলায় বাধা রয়েছে সাদা ব্যান্ডেজ। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা?
সূত্রে মারফতে জানা যায় হায়দ্রাবাদে চলছিল ‘ঘোড়চড়ি’ সিনেমার শুটিং। আর সেই শুটিংয়েরই এক অ্যাকশনে শুট ছিল উঁচু জায়গা থেকে লাফিয়ে পড়ার। আর সেই শুট করতে গিয়েই ভয়ংকর ভাবে আহত হন অভিনেতা ইমরান (Emraan Hashmi)। তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় কাছেরই এক হাসপাতালে। তারপর সেখানে প্রাথমিক চিকিৎসা করে ব্যান্ডেজ করে অভিনেতাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানা যায়।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি মাঝখানে বেশ কিছু বছর অভিনয় জগত থেকে দূরে ছিলেন অভিনেতা। কারণ সূত্রে জানা যায় অভিনেতার ছেলের ক্যান্সার ধরা পড়ায় তিনি কাজ বন্ধ রেখেছিলেন। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অভিনেতা জানিয়েছিলেন তাঁর এই ‘ঘোড়চুড়ি’ ছবির কথা। তার সাথে শেয়ার করেছিলেন ছবির ফার্স্টলুক। যে ছবিতে ইমরান হাসমি ছাড়াও অভিনয়ে রয়েছেন জগপতি বাবু, শোভিতা ধুলিপালা সহ আরো অনেকে। সিনেমার পরিচালনার দায়িত্ব রয়েছেন আদিভি শেশে।