DA of Govt Employee: সকলেই আশা করেছিল চলতি মাসেই হয়তো বৃদ্ধি হতে পারে ডিএ। কিন্তু ক্যাবিনেট এর বৈঠকের পরেও সেই আশা পূরণ হয়নি। ডিএ (DA) বৃদ্ধি করার কথা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল গত বছর। সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও সরকারিভাবে নেওয়া হয়নি কোনো রকম উদ্যোগ। আদৌ কি সরকারি কর্মীদের বৃদ্ধি করা হবে ডিএ? দীপাবলির আগেই ১ কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বড় সুখবর আসতে পারে।
কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ বৃদ্ধির একটি সম্ভাবনা রয়েছে। ডিএ বৃদ্ধির (DA of Govt Employee) সঙ্গে সঙ্গে এক ধাক্কায় বেড়ে যেতে পারে বেতন। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে গতবছর ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ নেয়নি। চলতি বছরে সময় পেরিয়ে গেলেও ঘোষণা করা হয়নি ডিএ বৃদ্ধি সম্পর্কে।
উৎসবের আবহেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হবে এই ঘোষণা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের তিন- চার শতাংশ ভাতা বৃদ্ধির (DA of Govt Employee) সম্ভাবনা রয়েছে। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী, তিন শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনাই বেশি।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পাবে। এই উৎসবের সময় যদি মোটা টাকা পকেটে আসে তাহলে খুশি হবে সকলেই। গত ১ জুলাই থেকে এই ডিএ কার্যকর হবে। অর্থাৎ এরিয়ার-ও পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা। সূত্র মারফত জানা যায় যে, যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হয় তাহলে সরকারের ওপরে বাড়তি ১৩ হাজার কোটি টাকার বোঝা বাড়তে পারে।
আরো পড়ুন: LIC নিয়ে এল দারুণ খবর! নয়া প্ল্যানে নয়া সুবিধা
কেন্দ্রীয় সরকার নিয়ম অনুযায়ী সরকারি কর্মীদের বছরে দু’বার মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA of Govt Employee) করে। সরকারি কর্মীদের সাধারণত জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে ভাতা কার্যকর করা হয়। দ্রুত ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে গত ৩০ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কনফেডারেশনের তরফে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখা হয়েছিল। সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি বুধবার আদৌ সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হবে কিনা।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গত বছর ৪% ডিএ বেড়েছিল। কেন্দ্রীয় সরকার ফের চলতি বছর মার্চ মাসের শেষের দিকে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছেছে। বর্তমানে পঞ্চাশ শতাংশ করে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। চলতি বছর ফের ডিএ বৃদ্ধি করা হবে যার ফলে সরকারি কর্মীরা এবং পেনশনভোগীরা ৫৩ – ৫৪ %হারে ডিএ পাবেন চলতি বছর।