Post Office Scheme: অবসর জীবনের চিন্তা শেষ, এভাবে বিনিয়োগ করলে পেতে পারেন প্রতিমাসে ১লক্ষ

Post Office Scheme: মূল্যবৃদ্ধির বাজারে নিরাপদ ভবিষ্যত পেতে অবশ্যই সময় থাকতে বিনিয়োগ শুরু করা উচিত। যাতে বৃদ্ধ বয়সে অবসরের বয়সে প্রতি মাসে ১ লক্ষ টাকা পেনশন পাওয়া যায়। শুনে অবাক লাগলেও এটা সত্যি। ভারত সরকারের অধিকে ভারতীয় ডাকের তত্ত্বাবধানে রয়েছে ন্যাশনাল পেনশন সিস্টেম স্কিম। এই স্কিমে নিয়মিত বিনিয়োগ করে গেলে সহজেই পাওয়া যাবে এই পাহাড় সমান রিটার্ন। চলুন জেনে নিই কিভাবে!

NPS হলো ভারত সরকারের একটি প্রকল্প যেখানে পোস্ট অফিসের মাধ্যমে (Post Office Scheme) অবসরের জন্য সঞ্চয় শুরু করতে পারেন সাধারণ মানুষ। এই স্কিমের মাধ্যমে একজন বিনিয়োগকারী যত টাকা জমাতে পারবেন তত টাকা বৃদ্ধ বয়সে একটি নির্দিষ্ট পরিমাণ পেনশন হিসেবে পেতে পারেন।অর্থাৎ বিনিয়োগ যত বড় তত বড়ো পেনশন। এর মাধ্যমে যাতে সমাজের সব ধরনের মানুষ বৃদ্ধ বয়সে আর্থিক ভাবে স্বাবলম্বী হতে পারেন সেই জন্যই এই প্রকল্প উন্মোচন করে ভারত সরকার।

বৃদ্ধ বয়সে প্রতিমাসে ১ লক্ষ টাকার পেনশন পেতে হলে শুরু থেকেই করতে হবে বিনিয়োগ। কোনো ব্যক্তি যদি এই ন্যাশনাল পেনশন সিস্টেম স্কিমের মাধ্যমে ২৫ বছর বয়স থেকে টাকা জমানো শুরু করেন এবং ৬০ বছর বয়স অবধি অর্থাৎ মোট ৩৫ বছর পোস্ট অফিসের (Post Office Scheme) মাধ্যমে এই স্কিমে বিনিয়োগ চালিয়ে যান তবেই এই বিশাল রিটার্ন পাওয়া সম্ভব। এর জন্য প্রতি মাসে বিনিয়োগ করতে হবে ৭৭৫০ টাকা! এর উপর গড়ে ১২% সুদের হারে মোট সঞ্চিত অর্থের পরিমাণ দাঁড়াবে ৫ কোটি টাকা।

আরো পড়ুন: প্রভিডেন্ট ফান্ডের পোর্টালে লগইন করতে লাগবে আধার ওটিপি, জানুন বিশদে

এরপর ওই ব্যক্তির অবসরের পর পোস্ট অফিসের (Post Office Scheme) এই সঞ্চয়ের অন্তত ৪০% অর্থ বিনিয়োগ করতে হবে অনুইটি স্কিমে। এরপর ওই জমা অর্থের উপর ৬% রিটার্ন পাওয়া গেলে সহজেই প্রতি মাসে ১ লক্ষ টাকার রিটার্ন পেতে পারেন। অর্থাৎ প্রতি মাসে মাত্র ৭৭৫০ টাকা করে জমাতে পারলে মাসিক এক লক্ষ টাকার রিটার্ন পাওয়া যেতে পারে।

অর্থাৎ বোঝাই যাচ্ছে বিনিয়োগকারী যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করতে পারবেন তত মাসিক বিনিয়োগের পরিমাণ কমতে থাকবে। এছাড়াও NPS স্কিমের (Post Office Scheme) অনেক ইন্স্যুরেন্সও রয়েছে যা বিনিয়োগকারীদের জমা অর্থের উপর ঝুঁকি কমায় এবং ভালো রিটার্ন পেতে সাহায্য করে। তবে বর্তমান বাজারের উপর নির্ভর করেই অ্যানুইটি একাউন্টের রিটার্ন নির্ভর করে। তাই শুধুমাত্র সঠিক পরিকল্পনা এবং বিনিয়োগের মাধ্যমেই মাসে এক লক্ষ টাকা পাওয়া যাবে খুব সহজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *