Ration Card: ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। এই বিশাল জনসংখ্যার দেশেও মানুষের সুবিধার্থে ভারত সরকার এখনও অবধি বহু জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করে এসেছে। যার মাধ্যমে দেশের পিছিয়ে পড়া মানুষদের জীবনযাত্রার উন্নতির কাজে সাহায্য করা হয়ে থাকে। জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম হলো রেশন প্রকল্প। এই বিশাল দেশের দিনে দুবেলা খবর জোটেনা বহু মানুষের। এর জন্যই কেন্দ্রীয় সরকার বিনামূল্যে চাল সহ আরও খাদ্যদ্রব্য দেওয়ার ব্যবস্থা করেছে।
বিনামূল্যের এই রেশন পরিষেবা পেতে দেশের মানুষদের রেশন কার্ড (Ration Card) থাকা বাঞ্ছনীয়। রেশন কার্ড থাকলে তবেই বিনামূল্যে রেশন পরিষেবার সুবিধা পেতে পারবেন যেকেউ। তবে এই রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রেও কিছু মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হলো রেশনের অবিচ্ছেদ্য পরিষেবা পেতে রেশন কার্ড আছে এমন ব্যক্তিদের অবশ্যই ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। যদি কোনো ক্ষেত্রে এই কাজ সম্পন্ন না হয় তবে বন্ধ হয়ে যেতে পারে রেশন পরিষেবা।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকার প্রদত্ত নির্ধারিত সময়ের আগে e-KYC সম্পন্ন না করলে বন্ধ হয়ে যাবে রেশন পরিষেবা (Ration Card)। জানা যাচ্ছে চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ধার্য্য করা হয়েছে সময়সীমা। এর আগে দুই বার সময়সীমার পরিবর্তন করা হলেও এবার আর অতিরিক্ত সময় দেওয়া হবেনা বলে জানিয়েছে কেন্দ্রীয় খাদ্য দপ্তর।
আরো পড়ুন: নতুন বছর থেকেই চলবে দশটি বন্দে ভারত স্লিপার ট্রেন
রেশন কার্ডের (Ration Card) e-KYC সম্পন্ন করার পদ্ধতিও রাখা হয়েছে সাধারণ। যাতে এই কাজে সাধারণ মানুষের ভোগান্তি না হয়। ঘরে বসেই অনলাইনের মাধ্যমেই রেশন কার্ডের স্টেটাস চেক করে নেওয়া যাবে। এর জন্য গ্রাহকদের ন্যাশনাল ফুড সিকিউরিটির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানেই নিজের সমস্ত তথ্য দিয়ে রেশন কার্ডের স্টেটাস দেখে নেওয়া যাবে। সেখানেই দেখা যাবে রেশন প্রকল্পে নাম নথিভুক্ত করা রয়েছে কিনা।
জানা যাচ্ছে রেশন দুর্নীতি এবং নকল পরিচয়পত্র দিয়ে যেসব রেশন কার্ড (Ration Card) সুবিধা নিচ্ছিল সেই সমস্ত গ্রাহকদের কার্ড বাতিল করতে এই পথে হাঁটছে কেন্দ্র সরকার। দেশের বিভিন্ন স্থান থেকে উঠে আসা রেশন দুর্নীতির অভিযোগে এড়াতে এই সিদ্ধান্ত সরকারের।