TTE in Indian Railways: ট্রেনের টিকিট চেকার পদে চাকরি, যোগ্যতা এবং কি পরীক্ষা দিতে হয় জানুন

TTE in Indian Railways: যেকোনো প্রকার ভারতীয় রেলে যাতায়াতের জন্য টিকিট বাধ্যতামূলক। আর যাত্রীরা বৈধ টিকিট নিয়ে তবেই যাত্রা করছেন কিনা তা যাচাই করার জন্য রেলের তরফে রাখা হয়েছে কর্মী! এইসব কর্মীদের কাজ ট্রেনের বিভিন্ন কোচে যাত্রীদের টিকিট পরীক্ষা করা। রেলের এই বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বলা হয় টিটিই। এছাড়াও ট্রেনের যাত্রীদের যাত্রার সময় কোনো সমস্যা হলেও সাহায্য করেন টিটিই। জানেন ভারতীয় রেলের এই গুরুত্বপুর্ণ পদে চাকরির যোগ্যতা কি! চলুন জেনে নিই:

শিক্ষাগত যোগ্যতা

ভারতীয় রেলে টিটিই পদে (TTE in Indian Railways) চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই সকল বিষয়ে ৫০% নাম্বার নিয়ে দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। এছাড়াও ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।

নাগরিকত্ব

ভারতীয় রেলের অন্যতম বড় শর্ত হলো আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।

পরীক্ষা

প্রত্যেক বছরই রেলের TTE পদে (TTE in Indian Railways) কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর জন্য লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল এবং ফিটনেস পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় প্রার্থীদের। এই সবকটি পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এই পদে চাকরিতে নিয়োগ করা হয় প্রার্থীদের।

পরীক্ষার বিষয়

লিখিত পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক, রিজনিং ও সাধারণ জ্ঞান মিলিয়ে মোট ১৫০ নম্বরের মাল্টিপল চয়েজ প্রশ্ন দেওয়া হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয় প্রার্থীদের। এছাড়া ভারতীয় রেলওয়ে বোর্ডের ধার্য্য করা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড চেক পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হয় প্রার্থীদের।

আরো পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ

দৃষ্টিশক্তির মানদণ্ড

এই পদে চাকরির আবেদন করতে হলে প্রার্থীদের দূরের দৃষ্টিশক্তি চশমা পরে বা চশমা ছাড়া ৬/৯ ও ৬/১২ হতে হয় এবং কাছের দৃষ্টি হতে হয় ০.৬/ ০.৬!

বেতন

ভারতীয় রেলের টিকিট চেকার পদে (TTE in Indian Railways) চাকরির জন্য মাসিক ১৪ হাজার থেকে ২০ হাজার ২০০ টাকার মধ্যে দেওয়া হয় বেতন। এছাড়া এর সঙ্গে মহার্ঘ্য ভাতা এবং আরও সরকারি সুযোগ সহ মাসিক বেতন হতে পারে ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *