Arsenal of India: বাংলাদেশ তো কোন ছাড়, ভয় পাবে চীনও, ভারতের আছে এইসব অস্ত্র

Arsenal of India: বাংলাদেশ তো কোন ছাড়, ভয় পাবে চীনও, ভারতের আছে এইসব অস্ত্র: সম্প্রতি এমন ভাবে বাংলাদেশ প্রসঙ্গ খবরের শিরোনামে উঠে এসেছে যে ভারতীয়দের মনে হচ্ছে দুধ কলা দিয়ে কালসাপ পোষা হয়েছে এতদিন। পোষা তো বটেই কারণ বাংলাদেশের বড় শতাংশ খাদ্যদ্রব্য রপ্তানি হয় ভারত থেকেই। একাধিক ক্ষেত্রে ভারত থেকে গিয়েছে অর্থ সাহায্যও। এবার তারাই যুদ্ধের ডাক দিচ্ছে ভারতের বিরুদ্ধে! হাস্যকর লাগলেও এটাই ঘটছে বাস্তবে।

প্রতিবেশী সব সময় বন্ধু হয়না তার প্রমাণ দিচ্ছে বাংলাদেশ। এতদিন ছদ্মবেশে সাহায্য নিয়েছে ভারত থেকে। চীন এবং পাকিস্তানকে নিয়ে চিন্তা তো ছিলই এবার সেই তালিকায় যোগ হলো বাংলাদেশ। তবে শত্রুদের জবাব দিতে ভারতের প্রতিরক্ষা শক্তিও (Arsenal of India: বাংলাদেশ তো কোন ছাড়, ভয় পাবে চীনও, ভারতের আছে এইসব অস্ত্র) নেহাত কম নয়! এবার এই শক্তিকে আরও বাড়াতে একটি বড়সড় চুক্তি স্বাক্ষর করতে চলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বর্তমানে রাশিয়া সফরে গিয়েছেন তিনি। আর সূত্রের খবর সেখানেই আলোচনা হতে চলেছে এই মেগা ডিল।

সূত্রের খবর এই রাশিয়া সফরেই রাশিয়ার রাজধানী মস্কো এবং ভারতের রাজধানী দিল্লির মধ্যে প্রতিরক্ষা সামগ্রী নিয়ে ৪ বিলিয়ন ডলারের একটি চুক্তি হতে চলেছে। যার নির্দিষ্টকরণ এখন খালি সময়ের অপেক্ষা। সব কিছু পরিকল্পনা মাফিক চললে খুব শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে ভরোনেজ সিরিজের একটি বিধ্বংসী র‍্যাডার! জানা যাচ্ছে রাশিয়ার অ্যালমাজ অ্যান্টে কর্পোরেশন নামের সংস্থাটি এই র‍্যাডার তৈরি করে থাকে। ফলে এই বিশেষ শক্তি বৃদ্ধিতে বিপক্ষীয় শত্রুদের অবস্থা যে খারাপ হতে চলেছে একথা বলা বাহুল্য।

আরো পড়ুন: ভিসা বানাতে আসতে হয় ভারতে, কাতর আরজি বাংলাদেশের

ভরোণেজ র‍্যাডার আসলে একটি লং রেঞ্জের ওয়ার্নিং সিস্টেম যেটি ৮ হাজার কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে নিরাপত্তা দিতে পারে। এর মধ্যে কোনো ব্যালেস্টিক মিসাইল সহ ফাইটার জেট বা অন্য কোনো সামরিক যান ঢুকলেই র‍্যাডারে ধরা পড়বে এবং তারপর এটি সতর্কবার্তা দিতে থাকবে। জানা যাচ্ছে একই সাথে ৫০০টির বেশী বস্তুকে চিহ্নিত করতে পারে এই বিশেষক্ষমতা সম্পন্ন র‍্যাডার ভরোনেজ। মস্কোর র‍্যাডার প্রস্তুতকারী সংস্থার দাবি স্টেলথ এয়ারক্রাফট-কেও চিহ্নিত করতে পারে ভরোনেজ। ফলে বাংলাদেশ তো দুর বড় বড় শত্রুদের আক্রমনকেও অনেক আগে থেকে চিন ফেলার ক্ষমতা আসতে চলেছে ভারতের হাতে।

ভারত যদি এই বিশেষ র‍্যাডার কেনে তবে অনেক আগে থেকেই চিন বা দক্ষিণ-মধ্য এশিয়া থেকে আসা বিপদের সংকেত ধরে ফেলবে। এই প্রসঙ্গে রাশিয়ার এক সংবাদমাধ্যম সূত্রের খবর ভারত ও রাশিয়ার মধ্যে এই চুক্তি ইতিমধ্যেই প্রায় চূড়ান্ত হয়ে রয়েছে। গত মাসেই এই র‍্যাডার প্রস্তুতকারী সংস্থা ভারত ভ্রমনে এসে সব দিক খতিয়ে দেখে গেছেন। জানা যাচ্ছে যদি চুক্তি চূড়ান্ত হয় তবে ভারতের কর্ণাটকের চিত্রদূর্গে এই র‍্যাডার তৈরির কাজ শুরু হবে খুব শীঘ্রই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *