GST Rate: গত ১৯ শে অক্টোবর অর্থাৎ শনিবার GST পর্ষদ এর দ্বারা নির্মিত মন্ত্রীগোষ্ঠীর সদস্যদের একটি বৈঠক বসে। আলোচনা অনুযায়ী মানুষের সাধারণ জীবন যাপন এর বেশ কিছু জিনিস এর উপর জিএসটি এর হার (GST Rate) বদলাতে চলেছে। ঠিক যেভাবে কিছু কিছু জিনিস এর উপর জিএসটি এর হার কমবে, ঠিক তেমন ই কিছু কিছু জিনিস এর দামে GST হবে আকাশ ছোঁয়া।
যে সমস্ত বাইসাইকেল এর দাম ১০,০০০ টাকার নিচে, যার বর্তমান জিএসপি ১২%, তা কমে হতে পারে ৫%। জারবন্দী জলের জার যার বর্তমান GST ১৮% তারও GST কমে হতে পারে ৫%। বাইসাইকেল ও জলের জার ছাড়াও খাতার GST ৫% করার সুপারিশ জানানো হয়েছে। এগুলি ছাড়াও কমপক্ষে আরো প্রায় ১০০ সামগ্রীর উপর GST কমানোর সুপারিশ জানানো হয়েছে।
GST কমানোর সাথে সাথে জিএসটি এর হার (GST Rate) আকাশ ছুঁলো বেশ কিছু সামগ্রীর। যেমন যেসব জুতোর দাম ১৫,০০০ এর বেশি তাদের বর্তমান GST ১৮%। কিন্তু GST বাড়িয়ে ২৮% করার সুপারিশ জানানো হয়েছে। এছাড়াও করের পরিমাণ বাড়ানো হচ্ছে ২৫,০০০ টাকার বেশি মূল্যের ঘড়ির উপর। যার বর্তমান GST ১৮% সেটিও বাড়িয়ে ২৮% করতে বলা হচ্ছে। যদিও GST কাউন্সিল থেকে এখনও কোনও সদুত্তর মেলেনি। বাস্তবে ঠিক কতটা পরিবর্তন আসবে GST তে, তা ঠিক করবে GST কাউন্সিল।
আরো পড়ুন: আরো কড়াকড়ি করা হচ্ছে ব্যাংকের নিয়মে, ন্যূনতম ব্যালেন্স না থাকলেই হতে পারে জরিমানা
GST পর্ষদ দ্বারা নির্মিত এই মন্ত্রীগোষ্ঠীর মধ্যে রয়েছেন বিভিন্ন রাজ্যের মন্ত্রীবর্গ। অন্যতম ভাবে যেই রাজ্য গুলোর কথা বলতেই হবে, সেগুলো হলো উত্তরপ্রদেশ কর্ণাটক কেরল রাজস্থান। গোপন সূত্রে খবর, জিএসটি এর হার (GST Rate) এর এই বদলের কারণে প্রত্যেক বছরের তুলনায় এ বছর বাড়তি ২২,০০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমতে পারে।
অক্টোবর এর শেষের দিকে মন্ত্রী গোষ্ঠীর রিপোর্ট জমা পড়লে তবেই সিদ্ধান্ত নিতে পারবেন GST কাউন্সিল। GST এর ঠিক যেমন প্রয়োজন আছে, আবার GST এর কারণে বহু ব্যবসাও অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। কারণ GST বাড়িয়ে দিলে মানুষ অনেক সময় তা কেনার থেকে বিরত থাকেন। GST কাউন্সিল এর চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করছে জুতো ও ঘড়ির মতো আরো বেশ কিছুর ব্যবসায়ীদের লাভ লোকসান।