Bank Account: ব্যাংকে গচ্ছিত অতিরিক্ত টাকা হতে পারে সমস্যার কারণ, পরিবর্তিত হলো ব্যাংকের নিয়ম। ডিজিটাল ইন্ডিয়ার যুগে ব্যাংক অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটি মানুষেরই অন্তত একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। বৃদ্ধ অথবা কোন শিশু প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য এই অ্যাকাউন্টটিকে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে এই অ্যাকাউন্ট আবশ্যক। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার বিষয়ে কোনো বিধি-নিষেধ না থাকলেও, ব্যাংকে কত টাকা পর্যন্ত আপনি জমা রাখতে পারবেন তার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে।
ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) খোলার ক্ষেত্রে ভারতে কোনরকম নিষেধাজ্ঞা নেই। তাই যে কোন মানুষ যতগুলি ইচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন। এমন অনেকেই আছেন যারা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে সঞ্চয় অ্যাকাউন্ট খোলার প্রবণতাই সব থেকে বেশি। সেই অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের উপর নির্দিষ্ট সময়ের ব্যবধানে ব্যাংকের তরফ থেকে সুদ প্রদান করা হয়। সেই কারণে এই অ্যাকাউন্টগুলির চাহিদা অনেক বেশি।
ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) খোলা হলে সেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ রাখা বাঞ্ছনীয়। ন্যূনতম কত টাকা ব্যালেন্স রাখতে হবে তা নির্ধারণ করে ব্যাংক কর্তৃপক্ষ। যদি সেই পরিমাণ অর্থ অ্যাকাউন্টে না থাকে, তাহলে কর্তৃপক্ষের তরফ থেকে আপনার বিরুদ্ধে মোটা অংকের জরিমানাও দাবি করতে পারে। তবে ব্যাংকে সর্বোচ্চ কত টাকা জমা রাখবেন সেই বিষয়ে নির্দিষ্ট কোন নিয়মাবলী জারি করা নেই। যতটা অর্থ সঞ্চয় করবেন তার উপর ভিত্তি করে ব্যাংক আপনাকে সুদ দেবে। তবে মনে রাখতে হবে সঞ্চিত অর্থের পরিমাণ যেন কোনোভাবেই আয়কর সীমার ঊর্ধ্বে না হয়।
আরো পড়ুন: PF এর টাকা তোলার নিয়মে এলো বড় বদল, কি সেই নতুন নির্দেশিকা
সঞ্চিত অর্থের পরিমাণ যদি আয়কর সীমার উর্ধে হয় তাহলে অবশ্যই আয়ের উৎস জানাতে হবে আয়কর দপ্তরকে। অন্যথায় আপনার বিরুদ্ধে নোটিশ জারি করতে পারে আয়কর বিভাগ। অর্থ সঞ্চয়ের নির্দিষ্ট সীমা নির্ধারণ করা না হলেও ব্যাংক থেকে টাকা তোলা বা জমা করার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা রয়েছে। যে কোন ব্যাংকে টাকা তোলা বা রাখার ক্ষেত্রে পরিমাণ নির্দিষ্ট করা থাকে। তার ঊর্ধ্বে টাকা তোলা বা রাখা যায় না। রাখতে হলেও একাধিক তথ্য জমা দিতে হয় ব্যাংকে।
নিয়ম অনুযায়ী, ৫০ হাজার টাকা পর্যন্ত নগদ তোলা বা রাখা যায়। তার ঊর্ধ্বে টাকা রাখতে হলে প্যান নম্বর সহ টাকা জমা করতে হয়। একদিনে এক লক্ষ টাকার বেশি টাকা নগদে তোলা যায় না কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকেই। কিন্তু আপনি যদি চেকের মাধ্যমে ট্রানজাকশন করেন তাহলে লক্ষ বা কোটি যত খুশি পরিমাণ অর্থের লেনদেন করতে পারবেন। অ্যাকাউন্টে (Bank Account) সঞ্চিত অর্থের পরিমাণ সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তার চেয়ে বেশি পরিমাণ অর্থ সঞ্চয় করা হলে তা আয়কর বিভাগের সীমার অন্তর্ভুক্ত হয়ে যায়। আয়কর বিভাগকে সেই অর্থের উৎস সম্পর্কে জানাতে হয়, অন্যথায় সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।