Shah Rukh Khan: মন্নতে জনজোয়ার, শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভক্তরা

Shah Rukh Khan: মন্নতে জনজোয়ার, শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভক্তরা। দিওয়ালি বা দিপাবলি, যাই বলা হোক না কেন এই উৎসব পালিত হয় সারা ভারত বর্ষ জুড়ে। কিন্তু এবছরের দিওয়ালিটা একটু অন্যরকম। একদিকে যখন দিওয়ালি পালনের জন্য আলোর উৎসবে ভাসছিল গোটা দেশ, ঠিক তখনই মুম্বাইয়ের একটি বাড়ির সামনে দেখা যায় জনজোয়ার। কারণ সেদিন ছিল শাহরুখ খানের জন্মদিন। হ্যাঁ ঠিকই ভাবছেন। দিওয়ালির দিনই ছিল বলিউডের কিং খান শাহরুখ খানের ৬৯ তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে এ বছরও মন্নতের সামনে একত্রিত হয় অসংখ্য ভক্ত। প্রতিবছর নির্দিষ্ট সময়ে ভক্তদের সামনে দেখা দেন তাদের বাদশা।

শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিনটা একপ্রকার বার্ষিক ইভেন্টে পরিণত হয়েছে তার ভক্তদের জন্য। প্রত্যেক বছর এই দিন মন্নতের সামনে একত্রিত হতে দেখা যায় অসংখ্য ভক্তকে। তারা তাদের বাদশার এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেও রাজি। প্রত্যেক বছর নির্দিষ্ট সময় ভক্তদের সামনে দেখাও করেন শাহরুখ খান। এ বছরও তার অন্যথা হলো না। যদিও সেদিন ছিল দিওয়ালি। তারপরও মধ্যরাতে মন্নতের ছাদ থেকে ভক্তদের সাথে দেখা করলেন শাহরুখ খান। সেদিন তার পরনে ছিল মিলিটারি প্রিন্টের একটি প্যান্ট, কালো টি শার্ট এবং টুপি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে মন্নতের কালো জালে ঘেরা ছাদে দাঁড়িয়ে রয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan)। সেখান থেকেই ভক্তদের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছেন ফ্লাইং কিস। হাত নাড়ছেন সকলের জন্য। তা দেখেই উল্লাসে ফেটে পড়ছে ভক্তরা। ৫৯ বছর বয়সে এসেও এনার্জিতে সামান্যতম ঘাটতি নেই তার। আজও একই রকম রয়েছেন তিনি। আর তার এই চনমনে স্বভাব দেখতেই ভক্তরা ভিড় জমায় তার বাড়ির সামনে।

আরো পড়ুন: ছবি মুক্তির আগেই দ্বিগুণ আয় করল “পুষ্পা টু”, জানুন এই আয়ের রহস্য

তথ্যসূত্রে জানা গেছে, শাহরুখ খানের (Shah Rukh Khan) ৫৯ বছর পূর্তি উপলক্ষে একটি গ্র্যান্ড বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে মন্নতে। এই পার্টির আয়োজক শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। অনেক হাই প্রোফাইল লোকজন উপস্থিত থাকতে চলেছেন এই পার্টিতে। তবে শুধুমাত্র মন্নতে নয়, প্রতিবছরের ন্যায় এই বছরও দেশের একাধিক জায়গায় আয়োজিত হবে শাহরুখ খানের বার্থডে পার্টি। তবে এই সমস্ত পার্টির আয়োজক হবেন তার একান্ত অনুগামী ভক্তরাই।

শাহরুখ খানের (Shah Rukh Khan) ভক্তরা কিন্তু কখনোই তার হাত ছাড়েনি। তাতে তার সিনেমা হিট হোক অথবা ফ্লপ। মন্নতের সামনে ভিড় জমতে দেখা গেছে সব সময়। ২০২২ সাল পর্যন্ত বেশ কিছুটা সময় শাহরুখ খান তেমনভাবে কোন নতুন সিনেমার সাথে যুক্ত ছিলেন না। ২০২৩ সালে একসাথে দুইটি সিনেমা রিলিজ করে শাহরুখ খানের। আর দুটোই বক্স অফিসে ব্যাপক রকম সাফল্য পেয়েছে। এই বছর আর কোন প্রজেক্টে কাজ না করলেও, গত বছরের সাফল্যই এখনো উদযাপন করছেন তার ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *