FDI in West Bengal: তথ্যপ্রযুক্তিতে নতুন অধ্যায়, রাজ্যে বিনিয়োগের সিদ্ধান্ত দুই বিদেশী সংস্থার

FDI in West Bengal: একাধিক লগ্নির সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখতে চলেছে দুটি বিদেশী তথ্যপ্রযুক্তি সংস্থা। জানা যাচ্ছে সোমবার পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় একটি বৈঠকের আয়োজন করেন। সেখানেই বৈঠক শেষে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার আন্ড্রু ফ্লেমিং এই খবরের ঘোষণা করেন আনুষ্ঠানিক ভাবে।

জানা যাচ্ছে ইতিমধ্যেই একটি পরিদর্শক দল পশ্চিমবঙ্গে উপস্থিত হয়েছেন। ব্রিটেন থেকে আসা এই ১৭ জনের দল গত সোম ও মঙ্গলবার রাজ্যের সফর করেছেন। এই বিষয়ে ফ্লেমিং জানান রেডক এবং প্রেফারি নামক এই দুই ব্রিটিশ সংস্থা (FDI in West Bengal) কলকাতায় শিল্প বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। যাতে করে এক ধাক্কায় ৬০০টির বেশি কর্মসংস্থান হতে পারে। তবে লগ্নির টাকার অঙ্ক এখনও গোপন রেখেছে সংস্থাগুলি। এরা মূলত তথ্যপ্রযুক্তি নিরাপত্তা এবং AI নিয়ে কাজ করে।

এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন গত কয়েক বছরে রাজ্য যেসব কাজ করেছে সেগুলো ইতিমধ্যেই দেখেছেন তারা। যাদের অনেকেই আবার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। তিনি আরও বলেন ইতিমধ্যেই যেসব সংস্থা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তাদের সাহায্যে সবসময় এগিয়ে আসবে রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তর (FDI in West Bengal)। তিনি আরো জানান এই প্রতিনিধি দল এদিন সিলিকন ভ্যালি, ব্রিটিশ টেলিকম এবং টিসিএস ক্যাম্পাস পরিদর্শন করেন।

আরো পড়ুন: নতুন উদ্যোগে কাজ শুরু, জট কাটল পার্পেল লাইনের

বিনিয়োগে ইচ্ছুক সংস্থা রেডকের একজন প্রতিনিধি বলেন জানুয়ারির থেকেই শুরু হচ্ছে এই সংস্থার কাজ। যা আগামী বছরের জুন মাসের মধ্যে ৫৬০-৫৮০ টি কর্মসংস্থান করতে পারে। অন্যদিকে প্রেফারির আধিকারিক সৌরভ সেনগুপ্ত বলেন তাঁরাও জানুয়ারি থেকেই শুরু করতে চলেছেন এর দফতর। প্রথম অবস্থায় ৪০-৪৫ জন কর্মী নিয়ে পথ চলার (FDI in West Bengal) শুরু করতে চলেছে সংস্থাটি। তবে পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।

জানা যাচ্ছে ১৭ জনের এই দলে ইংল্যান্ডের সব চেয়ে ভালো সেমিকন্ডাকটর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অফিসাররা রয়েছেন। ফ্লেমিং জানান এই লগ্নির পিছনে কিছু কারণ রয়েছে। যেগুলো হলো:

  1. দক্ষ কর্মী পাওয়ার সুবিধা
  2. তুলনায় খরচ অনেক কম
  3. কর্মীদের চাকরি ছাড়ার প্রবণতা কম।

ফলে সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করলে লাভবান হবেন ব্রিটিশ সংস্থাগুলো। আর ওই জন্যই পশ্চিমবঙ্গে দ্রুত বিনিয়োগ শুরু করতে চাইছে এই দুই ব্রিটিশ সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *