Site icon লোকাল সংবাদ

লঞ্চ হলো ফেরাটো ডেফি২২ বৈদ্যুতিন স্কুটারটি, পাওয়া যাচ্ছে জলের দামে

ফেরাটো ডেফি২২ বৈদ্যুতিন স্কুটার

প্রতিনিধত্বমুলক

বৈদ্যুতিন স্কুটারের বাজার কাঁপাতে এলো ফেরাটো ডেফি২২ বৈদ্যুতিন স্কুটারটি। এর একাধিক ফিচার্সের মধ্যে সকলের দৃষ্টি বেশিরভাগ আকর্ষণ করেছে এর মূল্য। দুর্মূল্যের বাজারে এই বৈদ্যুতিন স্কুটারের দাম রাখা হয়েছে মাত্র ১ লক্ষ টাকা। গত ১৭ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এর বুকিং প্রক্রিয়া। আর বুকিংয়ের জন্য মাত্র ৪৯৯ টাকা দিয়ে বুকিং করা যাচ্ছে। এর অন্যতম আকর্ষণীয় ফিচার হলো রিমোট কি, যা দুর থেকে স্কুটারটি লক বা আনলক করতে পারে।

ফেরাটো ডেফি২২ বৈদ্যুতিন স্কুটারটি প্রতি ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম। এবং একবারের চার্জে ৮০ কিলোমিটার রাস্তা যেতে পারে। এতে নিরাপদ এবং দীর্ঘস্থায়ী IP67 রেটিংয়ের লিথিয়াম আয়রন ফসফেট বা এলপিএফ (LPF) ব্যাটারি। এছাড়া সাথে থাকছে IP65 রেটেড ওয়েদার প্রুফ চার্জার। এছাড়া ১২০০ ওয়াটের শক্তিশালী মোটর রয়েছে যা সর্বচ্চো ২৫০০ ওয়াট আউটপুট প্রদান করতে পারে। এছাড়া ৭২ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা গাড়িটিকে দীর্ঘ জীবন দেবে।

এছাড়া এই ফেরাটো ডেফি২২ বৈদ্যুতিন স্কুটারের ডিজাইনটি রাখা হয়েছে আধুনিক এবং স্টাইলিশ। ২২ ইঞ্চির অ্যালয় হুইল এই স্কুটারকে আরও স্থিতিশীল করে তুলেছে। এর সামনে থাকছে একটি ৭ ইঞ্চির টাচস্ক্রিন স্পিডোমিটার। যেখানে থাকছে মিউজিক ফিচার। এতে তিনটি রাইডিং মোড থাকছে যথাক্রমে ইকো, সিটি এবং স্পোর্টস।

আরও পড়ুন: রতন টাটার প্রয়াণের পর টাটা গোষ্ঠীতে ধরল ফাটল

এতে ডুয়েল ফুটবোর্ড থাকায় চালকের অভিজ্ঞতাও আরামদায়ক হতে চলেছে। এটি শুধুমাত্র তরুণ প্রজন্মের জন্য নয় সব বয়সী চালকদের জন্য আরামদায়ক। নিরাপত্তার কথা ভেবে ফেরাটো ডেফি২২ বৈদ্যুতিন স্কুটারটিতে কম্বি ডিস্ক ব্রেক সিস্টেম রয়েছে। সামনের চাকাতে রয়েছে ২২০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় রয়েছে ১৮০ মিমি ডিস্ক ব্রেক। এতে বুট স্পেস রয়েছে ২৫ লিটারের যা প্রয়োজনীয় জিনিসপত্র বহনের জন্য উপযোগী।

এছাড়াও এই ফেরাটো ডেফি২২ বৈদ্যুতিন স্কুটারে রয়েছে ৭টি ডুয়েল কালার অপশন। সেগুলি হলো শ্যাম্পেন ক্রিম, ব্লাক ফায়ার, কোস্টাল আইভরি, ইউনিটি হোয়াইট, রেসিলেন্স ব্লাক, ডোভ গ্রে এবং ম্যাট গ্রিন। OPG Mobility সংস্থার এই বৈদ্যুতিন স্কুটারটি এর দুর্দান্ত সব ফিচারস এবং মূল্যের জন্য সব বয়সী মানুষের জন্য তৈরি হয়েছে। এবং যা বর্তমানে ভারতের বৈদ্যুতিক স্কুটারের জগতে ভালো সাড়া ফেলতে চলেছে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version