Numerology 2025: বছর শেষ হয়েছে বললেই চলে। হাতে গোনা কয়েকটি দিন আর তার পরেই নতুন বছর। ফলে শুরু থেকেই অনেকের আগ্রহ থাকে এটা জানতে যে কেমন কাটবে নতুন বছর। জ্যোতিষ শাস্ত্র ছাড়াও সংখ্যাতত্ত্ব অনুযায়ী জানা যায় ভবিষ্যত কেমন হবে। জন্ম তারিখের হিসেবে সংখ্যাতত্ব অনুযায়ী নতুন বছর কার কেমন যাবে জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।
মূলাঙ্ক ১
যেসব ব্যক্তিদের জন্মতারিখ ১, ১০, ১৯ ও ২৮ সংখ্যাতত্ত্ব (Numerology 2025) অনুযায়ী তাদের মূলাঙ্ক ১। এইসব ব্যক্তিদের ২০২৫ সালের শুরুতে ইতিবাচক ইচ্ছে শক্তিতে ভরপুর থাকবেন। কাজের ক্ষেত্রে কঠিক পরিশ্রমের ফল পাওয়া যাবে। চাকরিতে উন্নতি হবে। ব্যবসায় সাথে যুক্ত ব্যক্তিদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বিনিয়োগের দিকে না এগোনো ভালো হবে। বছরের মাঝামাঝি ব্যবসার উন্নতি শুরু হবে। ছাত্রদের আগামী বছর ভালো যাবে। চাকরির চেষ্টার যারা আছেন তাদের সাফল্য আস্তে পারে। স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে তবে ক্ষণস্থায়ী। আর্থিক দিক দিয়ে নতুন বছর ভালো যাবে। স্বাস্থ্য ভালো যাবে।
মূলাঙ্ক ২
মাসের ২, ১১, ২০ ও ২৯ তারিখে জন্মেছেন এমন ব্যক্তিদের মূলাঙ্ক ২। এদের ২০২৫ দারুন কাটবে। কঠোর পরিশ্রমের ফল পাবে পড়ুয়ারা। কর্মক্ষেত্রে এবং কেরিয়ারে উন্নতি হবে। কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বাড়বে। প্রেমের সম্পর্ক বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। তবে বিবাহিতদের কিছু সমস্যা হতে পারে।
মূলাঙ্ক ৩
মাসের ৩, ১২, ২১ ও ৩০ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৩। ২০২৫ সাল এদের জন্য সাধারণ কাটতে চলেছে। গুরুত্বপুর্ণ কিছু কাজ আটকে যেতে পারে। পূজার্চনা বা ধার্মিক কাজে মন লাগতে পারে। কাজের সাথে যুক্ত ব্যক্তিদের ভাগ্য সহায় হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। আয়ের উৎস উন্নত হলেও খরচ বাড়বে। মানসিক ভাবে শক্তিশালী হয়ে উঠবেন।
মূলাঙ্ক ৪
৪, ১৩, ২২, ৩১ তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক ৪ বলে ধরা হয়। ২০২৫ সালে এই সব ব্যক্তিরা মিশ্র ফল পাবেন। কাজের একাগ্রতা লাভ দেবে। স্বপ্ন পূরণ হবে। ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। ছাত্ররাও লাভদায়ক হবে।
মূলাঙ্ক ৫
৪, ১৪, ২৩ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মূলাঙ্ক ৫। সংখ্যাতত্ত্ব (Numerology 2025) অনুযায়ী এসব ব্যক্তিদের নতুন বছরে ২০২৫ সাল দারুন সুযোগ আনবে। সেই সুযোগের সদব্যবহার করতে হবে। কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাবে। জীবনে নতুন প্রেমের সম্পর্ক আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফল পেতে পারেন। বিদেশি বন্ধুর থেকে ব্যবসায়ীরা লাভ পাবেন।
আরও পড়ুন: জীবিকা নির্ধারণেও প্রভাব ফেলে জন্ম তারিখ, তেমনটাই বলছে সংখ্যা তত্ব
মূলাঙ্ক ৬
৬, ১৫, ২৪ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ধরা হয় ৬। ছাত্রদের এই বছর দারুন কাটবে। সাফল্য আসবে। পরিবারের জীবন সুন্দর কাটবে। ২০২৫ সালে চাকরির ট্রান্সফার আসতে পারে। এতে মানসিক শান্তি আসে।
মূলাঙ্ক ৭
৭, ১৬, ২৫ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৭। ২০২৫ এইসব ব্যক্তিদের জন্য উন্নতির বছর হতে চলেছে। আয় বাড়বে। ফলে স্বপ্ন পূরণ হবে। ছাত্রদের পড়াশুনোর জন্য মনোযোগ বাড়াতে হবে। কঠোর পরিশ্রমের পরেই সফলতা আসবে। চাকরীজীবী ও ব্যবসায়ীদের সময় ভালো যাবে।
মূলাঙ্ক ৮
৮, ১৭, ২৬ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৮ বলে ধরা হয়। সংখ্যাতত্ত্ব (Numerology 2025) অনুযায়ী এই সব মানুষদের প্রেমের সম্পর্ক ২০২৫ সালে পরিণতি পাবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। কাজের জন্য বছরটি ভালো। ছাত্ররা ভালো ফল পাবেন।
মূলাঙ্ক ৯
৯, ১৮, ২৭ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৯। ২০২৫ সালে সংখ্যাতত্ত্ব (Numerology 2025) অনুযায়ী এইসব ব্যক্তিদের আর্থিক উন্নতির জন্য খরচে লাগাম দিতে হবে। বছরের শুরুটা মঙ্গলের হবে। ব্যবসায় ভালো ফল হবে। জীবনসঙ্গীর সহায়তা পাবেন।