Glass Bridge: মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হলো প্রথম কাঁচের ব্রিজ, পর্যটকদের জন্য দারুন খবর

Glass Bridge: বাঙালি বরাবরই ভ্রমণ প্রিয়। বিভিন্ন পর্যটন ক্ষেত্রে কাঁচের ব্রিজের উপর উঠে প্রকৃতি উপভোগ করার সুযোগ রয়েছে। আর এর টানেই বাঙালি ছুটে যেত বহুবার। বেশি উচ্চতায় অবস্থিত এইসব ব্রিজের উপর উঠলে চার পাশের প্রাকৃতিক সৌন্দর্য্য তো বটেই সঙ্গে দেখা যায় পায়ের নিচের সব কিছুও। বিশেষ করে যারা ঘুরতে ভালো বসেন তাদের কাছে কাঁচের ব্রিজে ওঠার এডভেঞ্চারের স্বাদ কোনো কিছুর সাথেই তুলনা করা যায়না।

এবার বছরের শুরুতেই রাজ্যবাসীর জন্য এক দারুণ সুখবর রইলো। সব অপেক্ষার অবসান ঘটিয়ে এদিন ভারতের প্রথম গ্লাস ব্রিজের (Glass Bridge) উদ্বোধন হলো। তবে বাংলায় নয়, জানা গিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিয়নের হাতে সোমবার সন্ধ্যায় কন্যাকুমারীর তীরে বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং ১৩৩ ফুট উঁচু থিরুবল্লুভার মূর্তিকে প্রদর্শন করার জন্য তৈরি হওয়া ৭৭ মিটার লম্বা এবং ১০ মিটার চওড়া কাঁচের সেতু উদ্বোধন হলো।

এটিই ভারতের প্রথম কাঁচের সেতু (Glass Bridge) যা পর্যটকদের জন্য দুই মনীষীর স্মৃতিসৌধের চারপাশের সমুদ্রের মনোরম দৃশ্য তুলে ধরতে সাহায্য করবে। এর ফলে তামিলনাড়ুর পর্যটন ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠতে চলেছে বলে আশা করা হচ্ছে। এই প্রসঙ্গে এক আধিকারিক জানান এই ব্রিজের মাধ্যমে সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা পাবেন পর্যটকরা।

আরো পড়ুন: এবার ২৮০ কিলোমিটার বেগে ছুটবে হাইস্পিড ট্রেন, কবে চালু হবে

রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুনানিধি কতৃক উন্মোচিত তিরুভাল্লুভার মূর্তির রজত জয়ন্তী বর্ষ উদযাপনের উপলক্ষ্যে ৩৭ কোটি টাকা ব্যয়ের এই কাঁচের ব্রিজের (Glass Bridge) প্রকল্প তৈরি করা হয়েছিল। এদিন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই প্রকল্পের উদ্বোধন সম্পন্ন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যে তামিলনাড়ুর কন্যাকুমারিকায় পর্যটন শিল্প আরও উন্নত হবে এই বিষয়ে অস্বীকার করা যায়না। এই গ্লাস ব্রিজ উদ্বোধনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বিবেকানন্দ স্মৃতি সৌধ এবং থিরুভাল্লুভার মূর্তির উপর দিয়ে হাঁটেন। মূলত খিলান কাঁচের উপর এই সেতুটি তৈরি করা হয়েছে। এটাই ল্যান্ডস এন্ডের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে।

এদিন উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সহ রাজ্যের একাধিক উচ্চ পদস্থ কর্মী এবং আধিকারিকরা ওই কাঁচের সেতুর (Glass Bridge) উপর হাঁটেন। সেদিন তিরুভাল্লুভার মূর্তিতে একটি লেজার লাইট শো করার আয়োজন করা হয়। এদিকে শীতের ছুটিতে এমন কাঁচের ব্রিজ উপহার পেয়ে বেশ খুশি রাজ্যবাসী। নামছে পর্যটকদের ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *