Hydrogen Train Trial: পিছিয়ে দেওয়া হল ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল

Hydrogen Train Trial: ভারতীয় রেল বর্তমানে উন্নত প্রযুক্তি অবলম্বন করে আগের থেকে অনেক বেশি আধুনিক হয়েছে। কিন্তু সম্প্রতি ভারতীয় রেলের ক্ষেত্রে একটি দুঃসংবাদ সামনে এসেছে তা হল হাইড্রোজেন ট্রেনের ট্রায়ালে দেখা দিয়েছে বাধা (Delay Hydrogen Train Trial)। হঠাৎ কেন পিছিয়ে গেল হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল?

সামনে আসলো ট্রায়াল পিছনের আসল কারণ (Hydrogen Train Trial)

সূত্র মারফত জানা যাচ্ছে যে, পরিকাঠামোগত ঘাটতির কারণে হরিয়ানার জিন্দ-সেনাপতি রুটে হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল এখন সম্ভব নয়। ভারতীয় রেল সেই কারণে আপাতত বন্ধ রেখেছে বহু প্রতীক্ষিত হাইড্রোজেন ট্রেন পরীক্ষা। সোমবার নয়া দিল্লির বিভাগীয় রেলওয়ের প্রধান ব্যবস্থাপক পুষ্পেশ রমন ত্রিপাঠি পরিদর্শন করেছেন হরিয়ানার জিন্দ ও নারায়ওনা স্টেশন। এই স্টেশনগুলো পরিদর্শন করতে গিয়েই তিনি ঘোষণা করেছেন যে, হাইড্রোজেন ট্রেন চালু করার আগে বিশেষ কয়েকটি বিষয়ে মনোযোগী হতে হবে। রেলের এই উচ্চ আধিকারিক এমনটাই মন্তব্য প্রকাশ করেছেন।

কেন পিছিয়ে গেল হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল (Hydrogen Train Trial)?

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, জিন্দ রেলওয়ে স্টেশনে অবস্থিত হাইড্রোজেন প্লান্টে বর্তমানে জলের অভাব রয়েছে এবং সেই কারণে কোনভাবেই হাইড্রোজেন ট্রেনের পরীক্ষামূলক কর্মসূচি এই মুহূর্তে সম্ভব নয়। ভারতীয় রেলের প্রধান ব্যবস্থাপক ত্রিপাঠি ঘোষণা করেছেন এই কথা।

কতটা জলের প্রয়োজন হাইড্রোজেন তৈরি করার জন্য?

যদি ভারতে হাইড্রোজেন চালিত ট্রেন চালাতে হয় তাহলে প্রয়োজন পর্যাপ্ত হাইড্রোজেন। আর এই পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন তৈরি করতে জিন্দ স্টেশনের ওই প্ল্যান্টে প্রতিদিন কমপক্ষে ৪ হাজার লিটার জলের প্রয়োজন। তবে বর্তমানে সেখানে জলের যথেষ্টই অভাব, পর্যাপ্ত জল সরবরাহের ব্যবস্থা সেখানে নেই। সোমবার হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল পর্ব শুরুর আগে জিন্দ স্টেশন পরিদর্শনে গিয়ে অবিলম্বে এই সমস্যাটি সমাধানের নির্দেশ দেন ত্রিপাঠি। সেই কারণেই বাতিল হয়ে গেল ট্রায়াল (Hydrogen Train Trial)।

কবে নাগাদ হতে পারে হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল (Hydrogen Train Trial)?

রিপোর্টের ভিত্তিতে জানা যাচ্ছে যে, হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল আগে মঙ্গলবার হওয়ার কথা ছিল। কিন্তু হাইড্রোজেন তৈরি করতে যে পরিমাণ জলের দরকার তা না থাকায় ট্রেনের ট্রায়াল এখনই সম্ভব হচ্ছে না। পরিদর্শক ত্রিপাঠি কর্মকর্তাদের নিশ্চিত করেছেন, পর্যাপ্ত পরিমাণ জল না থাকার কারণে ও নানান প্রযুক্তিগত ত্রুটির কারণে অনির্দিষ্টকালের জন্য হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল (Hydrogen Train Trial) স্থগিত রাখা হল। রেল কর্মকর্তাদের তরফে সাধারণ মানুষকে আশ্বাস দেওয়া হয়েছে যে, আগামী মে মাসের ২০ তারিখের মধ্যে হাইড্রোজেন তৈরির জন্য জলের পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। ভারতীয় রেলপথ ধরে তারপরেই শুরু হবে হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল।

আরও পড়ুন: ঋণ শোধ করতে পারবে না ভোডাফোন, কত শতাংশের মালিক হচ্ছে কেন্দ্র?

আর কি কি সমস্যা রয়েছে?

শুধুমাত্র পর্যাপ্ত জলের সমস্যা নয়, হাইড্রোজেন প্ল্যান্ট পরিদর্শনের সময় নিরাপত্তা সংক্রান্ত বহু সমস্যা সামনে এসেছে। কর্মকর্তাদের উদ্দেশ্যে ত্রিপাঠি বলেন, যদি এই বিষয়গুলোকে ভালোভাবে খতিয়ে দেখা না হয় তাহলে ভবিষ্যতে লিকেজজনিত বিস্ফোরণ বা আগুন লাগার মতো ঘটনা ঘটতে পারে তখন কি হবে? অগ্নিকাণ্ড মোকাবিলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা পর্যন্ত নেই। কর্মকর্তারা আশ্বস্ত করে বলেন যে, অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবিলা করার জন্য ফায়ার হাইড্রেন্টগুলি বসানো হয়েছে।

ট্রায়াল শুরু না করার (Hydrogen Train Trial) পিছনে একাধিক কারণ এখন সামনে আসছে। বিস্ফোরণ যদি কোনো কারণে হয় তাহলে কর্মীদের দ্রুত অ্যালার্ট থাকতে হবে এবং তার জন্য লাগানো হয়েছে অ্যালার্ম সিস্টেমও। সব মিলিয়ে, নিরাপত্তাজনিত যাবতীয় অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে রেলের কর্মকর্তারা। এই হাইড্রোজেন ট্রেনের পরীক্ষামূলক ট্রায়াল অবশেষে কবে হবে তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না । তবে সঠিক সময় আসলে সব কিছুই জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *