Fixed Deposit: বর্তমান সময়ে যে হারে সব জিনিসের মূল্য বেড়ে চলেছে সেখানে মানুষের মধ্যে টাকা বিনিয়োগের ঝোঁক বাড়ছে। আর এই সময়েই ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) খুব জনপ্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে। ভারতের প্রতিটি ব্যাংকে এই সুবিধা পাওয়া যায়। তবে প্রতিটি ব্যাংক নিজেদের পলিসির উপর নির্ভর করে মোটা সুদও প্রদান করে। যদিও যেকোনো ক্ষেত্রে বিনিয়োগের আগে টাকা তোলা এবং বিনিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নেওয়া সবসময় শ্রেয় হবে। তবে সময়ের আগে টাকা তুলে নেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ সংস্থাই জরিমানা দাবি করে।
এই জরিমানা নেওয়া হয় মূলত সুদের মাধ্যমে অর্জিত টাকা থেকে। মূলত ০.৫% থেকে ১.৫% হারে জরিমানা প্রদান করতে হয়। জরিমানার শতাংশ নির্ভর করে কতদিন ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) টি চলেছে তার উপর। অর্থাৎ টাকা জমা করার প্রথম বছরেই টাকা তুললে তার জরিমানা তৃতীয় বছরে টাকা তুললে তার জরিমানার তুলনায় বেশি হবে। আর এই জন্যই বিনিয়োগের ক্ষেত্রে এই সমস্ত নথি গুলো পর্যালোচনা করে দেখে নিতে হবে।
শুধু ভারতবর্ষ নয় অন্য অনেক দেশেও ফিক্সড ডিপোজিটের বিশেষ জনপ্রিয়তা রয়েছে। কারণ এতে অর্থ বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্ন দেওয়ার ক্ষেত্রে একটি অন্যতম নিরাপদ মাধ্যম। ব্যাংক গুলির মধ্যে সবার আগে উঠে আসে স্টেট ব্যাংকের (SBI) নাম। দেশের বৃহত্তম সরকারি এই ব্যাংক তার গ্রাহকদের চমৎকার সুদ দিচ্ছে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপর। স্টেট ব্যাংক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট করার অধিকার দেয়। এবং জমা অর্থের উপর ৩.৫০% থেকে ৭.২৫% পর্যন্ত সুদ দিয়ে থাকে।
আরো পড়ুন: এবার ঘরে বসে ইনকাম করুন হাজার হাজার টাকা, উপায় বের করল পোস্ট অফিস
এই ব্যাংকটি তার ২ বছরের ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপর সাধারণ গ্রাহকদের ৭.০০% এবং সিনিয়রদের সিটিজেন কোটায় ৭.৫% হারে সুদ প্রদান করে। এই হিসেবে যদি কোনো ব্যক্তি স্টেট ব্যাংকে দুই বছরের জন্য ১০ লক্ষ টাকার বিনিয়োগ করেন তাহলে এর রিটার্ন কত হবে? জানলে অবাক হবেন!
দশ লক্ষ টাকার দুই বছরের জন্য ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করলে সাধারণ বিনিয়োগকারীরা মাত্র দুই বছরের রিটার্ন পেতে পারেন দের লক্ষ টাকা প্রায়! অর্থাৎ আসল সহ মোট পেতে পারেন ১১,৪৮,৮৮১ টাকা। আর এই একই স্কিমে সিনিয়র সিটিজেন কোটায় রিটার্ন পাওয়া যাবে দের লক্ষ টাকারও বেশি। এক্ষেত্রে রিটার্ন আসবে ১১,৬০,২২১ টাকা! অর্থাৎ স্টেট ব্যাংকের (SBI) বুঝতেই পারছেন মাত্র দুই বছরে দের লক্ষ টাকা বা তারও বেশি রিটার্ন পাওয়া অনেক ক্ষেত্রেই অনেক গ্রাহক স্বপ্নেও ভেবে উঠতে পারেননা।