Ayodhya Airport: যাতায়াতের অন্যতম মাধ্যম হলো আকাশপথ। যে মাধ্যমে যাতায়াত করা বিলাসবহুল হলেও খুব কম সময়েই যে কোনো দূরবর্তী জায়গায় পৌঁছে যাওয়া যায়। তাই মানুষের সুবিধার্থেই সহজে দূরবর্তী জায়গায় পৌঁছানোর জন্য বিভিন্ন জায়গায় বিমানবন্দর তৈরি করা হয়। তারই মধ্যে অন্যতম একটি বিমানবন্দর হল অযোধ্যার মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর (Ayodhya Airport)। যে বিমানবন্দরে বিমানে ওঠা নামা চালু হয়েছিল রাম মন্দির উদ্বোধনের সময় থেকে। প্রায় কুড়ি থেকে বাইশটি করে বিমান ওঠা নামা করত। কিন্তু বর্তমানে খা খা পরিস্থিতি অযোধ্যার বিমান টার্মিনালে। যাত্রীদেরেও দেখা মেলে না এই বিমানবন্দরে। কিন্তু কেন এই অবস্থা?
প্রসঙ্গত, অযোধ্যার এই বিমানবন্দরটি (Ayodhya Airpot) গত বছরের ডিসেম্বর মাসে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪৫০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এ বিমানবন্দর। যা নিয়ে রাম মন্দির উদ্বোধনের সময় বেশ উৎসাহ দেখা গিয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই উধাও হল সেই উৎসাহ। ধীরে ধীরে কমে গিয়েছে বিমানবন্দরে বিমান ওঠা নামার সংখ্যা। প্রায় সময়ই শূন্য অবস্থায় দেখা যাচ্ছে ৬ হাজার বর্গমিটারের এই বিমানবন্দর। বহু শহর থেকেই এই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্বে ঘোষিত হওয়া আন্তর্জাতিক বিমানও চালু হয়নি এই বিমানবন্দরে। বর্তমানে দশ থেকে বারোটি বিমান ওঠানামা করে এই বিমানবন্দরে। কিন্তু কেন এমন পরিস্থিতি? কারণ জানালেন বিমানবন্দর কর্তারা। কি উক্তি তাদের?
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর পূর্বে রাম মন্দির উদ্বোধনে বিমানবন্দর (Ayodhya Airport) নিয়ে উৎসাহ-উন্মাদনা দেখা গিয়েছিল তা প্রায় নেই বললেই চলে। কারণ গত ২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হলেও এখনো মন্দির তৈরি সম্পূর্ণ হয়নি। পাশাপাশি রাম মন্দিরের আশেপাশে তেমন কোনো উন্নত মানের হোটেলও নেই। যার ফলে ধনী পর্যটক বা তীর্থযাত্রীরা অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করছেন না। অথবা কেউ অযোধ্যা ভ্রমণে এলেও লখনৌ থেকে দু-আড়াই ঘন্টা সড়ক দূরত্বে যাত্রা করছেন। যার ফলে বিমান যাত্রীর সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে।
আরো পড়ুন: প্রতারণার নতুন ফাঁদ ডিজিটাল অ্যারেস্ট, কিভাবে বাঁচবেন
শুধু তাই না, হিসেব বলছে ২০২৪ সালের প্রথম ৬ মাস উত্তরপ্রদেশে যে সংখ্যক পর্যটক বা তীর্থযাত্রী এসেছিল তার তিনভাগের একভাগ এসেছিল অযোধ্যায়। প্রায় ১১ কোটি মানুষ অযোধ্যা ভ্রমণে এসেছিলেন। কিন্তু সেই ১১ কোটি মানুষের মধ্যে অধিকাংশ মানুষই ছিলেন সাধারণ তীর্থযাত্রী। যার ফলে খুব কম মানুষই বিমানে করে ভ্রমণে এসেছিলেন। আর সেই কারণেই পূর্বের তুলনায় বর্তমানে অযোধ্যার বিমান টার্মিনালে (Ayodhya Airport) উড়ান সংখ্যা কমে গিয়েছে।
তবে পর্যটকদের রাশ টানতে ইতিমধ্যেই অযোধ্যায় দীপ উৎসব করে রেকর্ড করেছেন উত্তরপ্রদেশ সরকার। পাশাপাশি আসন্ন বছরেও মহাকুম্ভ রয়েছে প্রয়াগরাজে। যোগী সরকারের আশা প্রয়াগরাজের মহাকুম্ভে এসে অনেকেই অযোধ্যা ভ্রমণে আসবেন। সেই হিসেবে অযোধ্যা প্রশাসন ও মানুষকেও তৈরি হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শীতকাল এলেই অযোধ্যায় পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা করছে উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ। তবে পর্যটকরা উত্তরপ্রদেশ ভ্রমণে এলেও কতজন বিমান যাত্রার মাধ্যমে ভ্রমণ করবেন সেটাই দেখার।