Spam Calls: ভুয়ো ফোন থেকে সাবধান, অবলম্বন করুন এই পদ্ধতিগুলি

Spam Calls: ভুয়ো ফোন থেকে সাবধান, অবলম্বন করুন এই পদ্ধতিগুলি। দুনিয়া যত আধুনিক হচ্ছে, সাইবার ক্রাইমের প্রবণতাও ততটাই বেড়ে চলেছে। প্রতিনিয়ত বিভিন্নভাবে প্রতারণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতি সামাল দিতে তৎপর টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। প্রত্যেকটি টেলিকম সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত প্রত্যেকটি ফোন নম্বরকে আলাদাভাবে চিহ্নিত করছে ট্রাই।

সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রতারণার ছক কষে চলেছে একশ্রেণীর মানুষ। চাকরির প্রলভোন দেখিয়ে কোন প্রকার ফোন কল বা লিংকের মাধ্যমে লক্ষাধিক টাকার প্রতারনা করা হয়েছে বহু মানুষের সাথে। এছাড়াও মেসেজের মাধ্যমে ব্যাংকের ডিটেলস চেয়ে অথবা গিফট দেবার প্রলোভন দেখিয়ে আর্থিক জালিয়াতির ঘটনাও সামনে এসেছে বহুবার। ট্রাই এর পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাহকদের ফোনে এই ধরনের কোন প্রকার ভুয়ো কল বা মেসেজ এলে তা আগাম জানতে পারবেন সেই গ্রাহক। স্ক্যাম কল (Spam Calls) বা মেসেজ হিসেবে চিহ্নিত করা হবে সেই নির্দিষ্ট কলটিকে।

তারপরও যদি গ্রাহকদের কোনো প্রকার স্ক্যাম কল (Spam Calls) বা মেসেজের শিকার হতে হয়, তাহলে তৎক্ষণাৎ কিছু পদক্ষেপ নেবার অনুরোধ করেছে ট্রাই। সাধারণত কোন প্রকার স্ক্যাম কল বা মেসেজ এলে আমরা সেই নম্বরটিকে ডিলিট করে দিই অথবা নম্বরটিকে ব্লক করে দিই। কিন্তু ট্রাই এর পক্ষ থেকে জানানো হয়েছে শুধু নাম্বার ব্লক বা ডিলিট নয়, অবলম্বন করুন এই পদ্ধতিগুলিও। যদি বুঝতে পারেন আপনি কোন ভুয়ো কলের শিকার হতে চলেছেন তাহলে তৎক্ষণাৎ সেই নম্বরটির বিরুদ্ধে রিপোর্ট জানান।

আরো পড়ুন: পাসওয়ার্ড ছাড়াই মিলবে ওয়াইফাই কানেকশন, অবলম্বন করুন এই পদ্ধতিগুলো

যদি শুধুমাত্র নাম্বারটিকে ব্লক বা ডিলিট করা হয় তাহলে সে ক্ষেত্রে আপনি হয়তো নিস্তার পাবেন কিন্তু অন্য কেউ না কেউ সেই স্ক্যাম কলের ফাঁদে পা দিতে পারেন। তাই সেই নম্বরটির বিরুদ্ধে অভিযোগ জানানোটা প্রয়োজন। অভিযোগ জানানোর জন্য আপনি ট্রু কলার অ্যাপটিকে ব্যবহার করতে পারেন। অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমেও সেই নির্দিষ্ট নম্বরের বিরুদ্ধে অভিযোগ জানানো যায়। আপনাদের রিপোর্টের মাধ্যমে সেই নম্বরটি স্ক্যাম কল হিসেবেই চিহ্নিত হয়ে থেকে যাবে সকলের কাছে।

যদি ভুলবশত কোন প্রকার স্ক্যাম কলের (Spam Calls) উত্তর দেন অথবা কোন লিংকে ক্লিক করে ফেলেন, তাহলে সবার আগে নিজের ব্যাংক অ্যাকাউন্টটি যাচাই করুন। অনেক সময় লিংকের মাধ্যমে ফোনে ম্যালঅয়্যার ইনস্টল করে দেওয়া হয়। যার ফলে আপনার ফোন এবং ব্যক্তিগত সমস্ত তথ্য প্রতারকদের কাছে চলে যায়। তাই নির্দিষ্ট ফোনের উপর কেউ নজরদারি করছে কিনা অথবা ব্যাংক অ্যাকাউন্টে কোনরকম অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে কিনা তা নজরে রাখা প্রয়োজন। এছাড়া ফোনে ব্যবহৃত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অ্যাপের পাসওয়ার্ড তৎক্ষণাৎ পরিবর্তন করুন। বিশেষভাবে যে সমস্ত অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন হয় সেই অ্যাপগুলিকে সুরক্ষিত করার চেষ্টা করুন। প্রয়োজনে ফোনটিকে ভালো অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করিয়ে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *