Site icon লোকাল সংবাদ

সরস্বতী পুজোর দিন মেনে চলুন এই সাধারণ টোটকাগুলি, পাবেন সুফল

সরস্বতী পুজো

প্রতিনিধত্বমুলক

শাস্ত্র অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় সরস্বতী পূজা। চলতি বছরে ২ ও ৩ ফেব্রুয়ারিতে সরস্বতী পূজা পড়েছে। তবে তিথি নিয়ে রয়েছে কিছু মতবিরোধ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, এবছরের পঞ্চমী তিথি শুরু হবে ১৯শে মাঘ অর্থাৎ রবিবার। এদিন সকাল ৯টা ১৬ মিনিট থেকে পঞ্চমী তিথিটি শুরু হবে। শেষ হবে সোমবার অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি। সোমবার সকাল ৬:৫৩ মিনিটে এই তিথি শেষ হবে।

অপরদিকে গুপ্ত প্রেস পঞ্জিকার মতে, পঞ্চমী তিথি শুরু হবে রবিবার অর্থাৎ ইংরেজির ২ তারিখ। বেলা ১২টা ১২ মিনিট ৫৯ সেকেন্ড থেকে শুরু হবে, শেষ হবে ৩রা ফেব্রুয়ারি ৯টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ডে। আবার বেনীমাধব শীলের পঞ্জিকাতে বলা হয়েছে, রবিবার ১২টা ৩৪ মিনিটে লাগবে, সোমবার সকাল ৯টা ৫৯ মিনিটে শেষ হবে।

জ্ঞান,বিদ্যা, বুদ্ধি অর্জন করতে আমরা সরস্বতী পূজা করে থাকি। বাড়ি, স্কুল, কলেজ ও নানান শিক্ষা প্রতিষ্ঠানে এই দিন বাগদেবীর আরাধনা করা হয়। মূলতঃ শিক্ষক ও শিক্ষার্থীরা এই দেবীর আরাধনা করে থাকে। যদি জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই দিন আপনি কিছু টোটকা পালন করেন, তাতে বিশেষ উপকার পেতে পারেন। পূর্ণ হতে পারে আপনার মনস্কামনা। কি কি টোটকা করবেন, আসুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: ভারতের এই পাঁচ জায়গায় রয়েছে সরস্বতী মন্দির, যেখানে পা দিলেই খুলে যাবে জ্ঞান চক্ষু

এদিন মা সরস্বতীকে হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ বস্ত্র, কেশর ও কাঁচা দুধ অর্পণ করুন। মা সরস্বতীর হাতে থাকা বইটি প্রত্যেক শিক্ষার্থীদের একবার স্পর্শ করা উচিত। তাতে তাদের পড়াশোনায় উন্নতির সম্ভাবনা রয়েছে। সরস্বতী পুজোর দিন দেবীকে বাসন্তী পোলাও ভোগ নিবেদন করুন। সরস্বতী পুজোয় পলাশ ফুল অবশ্যই অর্পণ করবেন। এই ফুল ছাড়া দেবীর পূজা অসম্পূর্ণ।

দাম্পত্য জীবনে সুখ আনার জন্য সরস্বতী পুজোর দিন কাঁচা দুধের সঙ্গে হলুদ মিশিয়ে সেটিকে মা সরস্বতীর চরণে ছুঁয়ে, স্বামী স্ত্রী নিজেদের গলায় ছুঁয়ে নেবেন। এতে করে সম্পর্ক ভালো থাকবে। এদিন দেবীকে কোনো হলুদ বা সাদা মিষ্টি নিবেদন করুন। পুজো শেষে এই মিষ্টি কোনো কুমারী মেয়েকে দান করলে শুভ ফল মিলতে পারে। সরস্বতী পুজোর দিন পড়ুয়ারা পাকা হলুদ কলা, হলুদ বস্ত্র ও হলুদ রঙের ডাল দেবীকে অর্পণ করতে পারে। এক্ষেত্রে পড়াশোনায় মনসংযোগ বৃদ্ধি হবে।

Exit mobile version