Spoken English Rules: ইংরেজিতে কথা বলতে গিয়ে সমস্যায় পড়ছেন, রয়েছে কয়েকটি সহজ নিয়ম

Spoken English Rules: ইংরেজি ভাষায় কথা বলতে গিয়ে সমস্যা পড়ছেন, রয়েছে কয়েকটি সহজ নিয়ম। ভারতের অন্যতম সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয় ইংরেজি ভাষা। ভাষাটি আমাদের কাছে বিদেশী ভাষা। কিন্তু যেহেতু এটিকে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করা হয় তাই এই ভাষাটি জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম ছোট থেকেই এই ভাষার সাথে আমরা পরিচিত হয়ে যাই কিন্তু তারপরেই দেখা দেয় সমস্যা। আমরা ইংরেজি ভাষা জানি না, পড়তে পারি না বা বুঝতে পারিনা তেমন নয় কিন্তু এই ভাষায় কথা বলতে গেলেই সৃষ্টি হয় যত সমস্যার। একদম সহজ উপায়ে এই ভয় কাটিয়ে ফেলা যায। আজকে সেই উপায়গুলি আলোচনা করা হলো।

ইংরেজি ভাষার বই পড়া: যে কোন ভাষাকে ভালোভাবে জানতে গেলে সেই ভাষাটিকে নিয়ে গভীরে গিয়ে চর্চা করতে হয়। যে কোন ভাষা শেখার সবথেকে সহজ উপায় হল সেই ভাষাটিকে পড়া (Spoken English Rules)। আমরা যেমন বাংলা ভাষায় একাধিক বই বা পত্রিকা পড়তে অভ্যস্ত ঠিক তেমনই যদি ইংরেজি ভাষাতেও লেখা কোন বই বা পত্রিকা পরি তাহলে এই ভাষা সম্বন্ধে আমাদের ভয় অনেকটাই কেটে যাবে। প্রতিদিন নিয়ম করে ইংরেজি ভাষার কোন সাহিত্য বা কোন পত্রিকা পড়া অভ্যেস করে ফেলতে হবে। তারপর ধীরে ধীরে নানা বিষয়ে বই পড়া শুরু করতে পারেন। বিজ্ঞান, খেলাধুলা বা সমাজ সংক্রান্ত বই আপনার জ্ঞানের পরিধিকে বাড়ানোর পাশাপাশি আপনার পঠন দক্ষতা বৃদ্ধি করবে আর কথন দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

পটকাস্ট বা অডিও শোনা: পড়ার পাশাপাশি শুনে শুনেও অনেক সময় ভাষা আত্মস্থ করা যায়। যেমন, আমরা টিভিতে বিভিন্ন ভাষার সিনেমা বা সিরিয়াল বা কোন কার্টুন দেখে সেই ভাষাটাকে আত্মস্থ করার চেষ্টা করি। ইংরেজি ভাষায় সম্প্রচারিত কোন সংবাদ পাঠ অথবা কোন পডকাস্ট অথবা কোন অডিও স্টোরি শুনতে পারেন (Spoken English Rules)। এতে একদিকে যেমন শব্দ ভাণ্ডার বৃদ্ধি পাবে অন্যদিকে কথা বলার ক্ষেত্রে সাহস যোগাবে। আপনি যখন অন্য কাউকে ইংলিশে অনর্গল কথা বলতে শুনবেন এবং সেই ভাষা আপনি বুঝতে শুরু করবেন তখন নিজে থেকেও কথা বলার প্রবণতা দেখা দেবে। নিজের মনে সাহস জন্মাবে সামনের জনের সাথে একই ভাষায় যোগাযোগ স্থাপন করার।

আরো পড়ুন: ৫ টাকার নোট দিন, আর বাড়ি বসে হয়ে যান লাখপতি

লিখন শৈলী: শুধুমাত্র আত্মস্থ করলেই হবে না। কতটা শিখলেন বা কতটা বুঝলেন তা জানার জন্য তার প্রয়োগও প্রয়োজন। শুধুমাত্র ইংরেজি বই পড়লে আপনি ভাষা সম্পর্কে জানতে পারবেন। কিন্তু তাকে প্রকৃতভাবে আত্মস্থ করতে চাইলে ভাষার প্রয়োগও প্রয়োজন। আর ভাষার প্রয়োগ করার জন্য লেখা লেখি করা সব থেকে ভালো উপায় (Spoken English Rules)। প্রতিদিন নিয়ম করে অন্তত এক থেকে দু পাতা লেখার অভ্যেস করা যে কোনো ভাষা শিক্ষার জন্য ভালো। প্রথম দিকে ব্যাকরণগত কিছু ভুল বা ভাষা প্রয়োগ সংক্রান্ত ভুল হতে পারে। কিন্তু ধীরে ধীরে তা সংশোধন করা সম্ভব হবে।

বলার অভ্যাস: ইংরেজি ভাষা পড়তে, লিখতে আমরা একদম ছোট থেকে শিখে এসেছি। তাই এই দুটো কাজে আমরা কিছুটা হলেও পারদর্শী। কিন্তু সব থেকে বেশি সমস্যা যেহেতু বলার ক্ষেত্রে হয় তাই সবথেকে বেশি অভ্যেস করা প্রয়োজন ইংরেজি ভাষায় কথা বলা (Spoken English Rules)। বাড়িতে বা বন্ধু-বান্ধবের মধ্যে যখনই কথা বলবেন তখনই চেষ্টা করবেন সঠিক ইংরেজি ভাষা ব্যবহার করার। যদি বাইরের কারো সামনে কথা বলতে সমস্যা হয় তাহলে নিজে একা ঘরে অভ্যেস করে দেখতে পারেন। কথা বলার সময় খেয়াল রাখবেন আপনি কোথায় গিয়ে আটকে যাচ্ছেন, কোন কথাটা বলতে গিয়ে মনে হচ্ছে ভুল বলে ফেলেছেন সেই বিষয়গুলিকেই নোট করুন এবং পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করুন। আস্তে আস্তে সমস্ত ভুল সংশোধন হতে শুরু করবে। আর তখন অনর্গল ইংলিশে কথা বলা আপনার জন্য এক্কেবারে হাতের মুঠোয় চলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *