Indian Railways Timetable: এই প্রথম ভারতীয় রেলের সময়ের তালিকায় দেখা গেলো স্পেশ্যাল ট্রেনের নাম

Indian Railways Timetable: নতুন বছর পড়তে না পড়তেই নিত্যযাত্রীরা অনেকেরই বাড়িতে ট্রেনের টাইম টেবিলের বই কেনা হয়ে যায়। এবছর রেলের টাইমটেবিলেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ২০২৫ সালে প্রথম বারের জন্য রেলের সময় তালিকায় সাধারণ লোকাল ট্রেনের পাশাপাশি ঢুকে গিয়েছে স্পেশ্যাল ট্রেনও। এবার ট্রেনের সময় তালিকায় জায়গা পেয়েছে সর্বমোট ৪,০৫৬টি স্পেশ্যাল ট্রেন।

রেলের তরফে এদিনের প্রকাশিত নতুন টাইমটেবিলে (Indian Railways Timetable) সর্বমোট ২৮৭৫টি ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। যার অধ্যে একাধিক এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেনও রয়েছে। এছাড়া বহু স্টেশনের ক্ষেত্রে ট্রেন যাত্রা শুরু করার এবং পৌঁছানোর সময়ের পরিবর্তন করা হয়েছে। এর সাথে ৭৪টি নতুন ট্রেন দেওয়া হয়েছে নতুন টাইমটেবিলে। যার মধ্যে রয়েছে ৩৪টি নতুন বন্দে ভারত এবং ৪টি ভারত র‍্যাপিড রেল। এর সাথেই রয়েছে ৩৭ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন।

ইতিমধ্যেই সাউথ-ইস্টার্ন রেলের নতুন টাইমটেবিল (Indian Railways Timetable) সামনে আনা হয়েছে। যেখানে জায়গা নিয়েছে একাধিক বন্দে ভারত ট্রেন। বিশেষজ্ঞরা মনে করছেন ভারতীয় রেলের আধুনিকীকরণের জন্য খুব শীঘ্রই গণ পরিবহনের ক্ষেত্রে প্রভাব ফেলতে চলেছে।

সাউথ-ইস্টার্ন রেলওয়েতে উল্লেখিত নতুন স্পেশ্যাল ট্রেনগুলো এক নজরে দেখে নিন:

বন্দে ভারত ট্রেন:

  1. ২০৮৮৭/২০৮৮৮ রাঁচি-বারাণসী-রাঁচি
  2. ২০৮৯১/২০৮৯২ টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর
  3. ২০৮৯৩/২০৮৯৪ টাটানগর-পাটনা-টাটানগর
  4. ২০৮৭১/২০৮৭২ হাওড়া-রাউকেল্লা-হাওড়া
  5. ২১৮৯৩/২১৮৯৪ টাটানগর-পাটনা-টাটানগর
  6. ২১৮৯৫/২১৮৯৬ টাটানগর-পাটনা-টাটানগর

আরো পড়ুন: জানুয়ারিতে পাওয়া যাবে অতিরিক্ত রেশন, জানুন কোন কার্ডে পাওয়া যাবে কী সুবিধা

মেল ট্রেন:

  1. ১৩৪৩৪/১৩৪৩৫ মালদা টাউন-এসএনভিটি বেঙ্গালুরু-মালদা টাউন – অমৃত ভারত এক্সপ্রেস
  2. ১৮০৫১/১৮০৫২ বাদামপাহাড়-রাউকেল্লা-বাদামপাহাড় এক্সপ্রেস ট্রেন
  3. ১৮৪২৭/১৮৪২৮ পুরী-আনন্দবিহার-পুরী এক্সপ্রেস
  4. ২২৩৫৮/২২৩৫৭ গয়া-এলটিটি মুম্বাই-গয়া এক্সপ্রেস

মেমু ট্রেন:

  1. এক জোড়া রাউকেল্লা-টাটানগর-রাউকেল্লা মেমু ট্রেন
  2. ৩ জোড়া বালেশ্বর-গোপীনাথপুর-বালেশ্বর মেমু ট্রেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *