সম্প্রতি ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এই তালিকা ইউএস নিউজ দ্বারা সংকলন করা হয়েছে। যে র্যাঙ্কিং মডেলটি তৈরি করা হয়েছে সেটি বিএভি গ্রুপ দ্বারা নির্মিত, যেটি যোগাযোগ সংস্থা ডাবলুএপি-র একটি ইউনিট। এটি পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলের অধ্যক্ষ ডেভিড রেইবস্টেইনের নেতৃত্বে গঠন করা হয়েছে এবং আমেরিকা নিউজ এন্ড রিপোর্টারের সাথে যুক্ত।
কিছু বিষয়ের ওপর ভিত্তি করে ফোর্বস বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির তালিকা তৈরি করে। যেমন- কোন দেশ কতটা নেতৃত্ব দিতে পারবে, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা, বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক সমন্বয় এবং সামরিক শক্তি। এক্ষেত্রে ফোর্বস ১০ টি সবচেয়ে শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে। তবে দশের মধ্যে নাম নেই ভারতের। বিশাল জনসংখ্যা, চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী এবং পঞ্চম বৃহত্তম অর্থনীতিসম্পন্ন ভারতের মতো দেশকে বাদ দেওয়া নিয়ে উঠেছে নানান প্রশ্ন। পাশাপাশি অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে ফোর্বস স্পষ্ট জানিয়েছে, এই তালিকাটি ইএস নিউজ দ্বারা প্রকাশিত হয়েছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির তালিকা অনুযায়ী, প্রথম দশে নেই ভারতের নাম। ফোর্বসের এই তালিকা অনুযায়ী ভারত রয়েছে দ্বাদশ স্থানে। ভারতের জিডিপি আনুমানিক ৩.৫৫ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ১৪৪ কোটি।
আরও পড়ুন: সপ্তাহে ৬০ ঘণ্টার বেশি ওয়ার্কিং আওয়ার, মারাত্মক কুপ্রভাব ফেলতে পারে স্বাস্থ্যের উপর
ফোর্বসের প্রকাশিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির তালিকা অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থানে রয়েছে। এই দেশের জিডিপি ৩০.৩৪ ট্রিলিয়ন ডলার। বর্তমানে আমেরিকার জনসংখ্যা সাড়ে ৩৪ কোটি। তালিকা অনুযায়ী দ্বিতীয় স্থানে আছে চীন। চীনের জিডিপি ১৯.৫৩ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা ১৪১ কোটি। রাশিয়া রয়েছে তৃতীয় স্থানে। ভ্লাদিমির পুতিনের দেশের জিডিপি ২.২ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৮ কোটি। ইংল্যান্ড এক্ষেত্রে চতুর্থ স্থান অধিকার করেছে। ইংল্যান্ডের জনসংখ্যা রয়েছে সাত কোটি এবং জিডিপি আছে ৭.৭৩ ট্রিলিয়ন কোটি। ফোর্বসের তালিকা অনুযায়ী পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। এই দেশের জিডিপি ৪.৯২ ট্রিলিয়ন ডলার। জার্মানির জনসংখ্যা সাড়ে ৮ কোটি।
অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত অগ্রগতি এবং সামরিক শক্তির সমন্বয়ের কারণে, দক্ষিণ কোরিয়া তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। এর জিডিপি ১.৯৫ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ৫.১৭ কোটি। তালিকায় সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স। জিডিপি ৩.২৮ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা ৬.৬৫ কোটি। জাপান রয়েছে অষ্টম স্থানে। এই দেশের জিডিপি ৪.৩৯ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ১২ কোটি। ১.১৪ ট্রিলিয়ন ডলার জিডিপি এবং ৩.৩৯ কোটি জনসংখ্যার দেশ সৌদি আরব রয়েছে নবম স্থানে। তালিকায় দশম স্থানে রয়েছে ইজরায়েল। এই দেশের জিডিপি ৫৫১ বিলিয়ন ডলার। জনসংখ্যা প্রায় ৯৪ লক্ষ।