Credit Card Offer: ভারতীয় বাজারে ডিজিটালাইজেশনের যুগে ক্রমশ বেড়ে চলেছে ক্রেডিট কার্ডের চাহিদা। কিছু বছর আগেও এলিট ক্লাসে থাকা ক্রেডিট কার্ড এখন সাধারণ মানুষের কাছেও সহজলভ্য হয়ে উঠেছে। ভারতের মতো বিশাল দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের অফার দিয়ে থাকে গ্রাহকদের। অনলাইন হোক বা অফলাইন কেনাকাটার ক্ষেত্রে ক্রেডিট কার্ড এখন মানুষের নিত্য দিনের সঙ্গী হয়ে উঠছে।
এর মধ্যে এমন কিছু ক্রেডিট কার্ড রয়েছে যেগুলি লাইফটাইম ফ্রি সার্ভিস (Credit Card Offer) দিতে পারে। এর জন্য দিতে হয়না কোনো রেজিস্ট্রেশন বা অ্যানুয়াল ফি। তার উপরে উৎসব অনুষ্ঠানে দেওয়া হয় একাধিক আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট। চলুন জেনে নিই এরকমই তিনটি ক্রেডিট কার্ড সম্পর্কে।
IDFC FIRST Classic Credit Card Offer
IDFC ব্যাংকের এই ধামাকাদার ক্রেডিট কার্ডে নেই কোনো জয়েনিং ফি বা অ্যানুয়াল ফি। গ্রাহকদের বার্ষিক আয় তিন লক্ষ টাকার বেশি হলে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এতে দেওয়া হচ্ছে আনলিমিটেড রিওয়ার্ড পয়েন্ট। এছাড়া চারটি রেলওয়ে লন্জ একসেস সহ সিনেমার টিকিট কাটার ক্ষেত্রে ২৫% ছাড় পাওয়া যাবে। এছাড়া ওয়েলকাম অফার (Credit Card Offer) হিসেবে থাকছে ৫০০ টাকা গিফট ভাউচার সাথে প্রথম EMI দেওয়ার ক্ষেত্রে ৫% ক্যাশব্যাক। আবেদনের লিংক: www.idfcfirstbank.com
Axis NEO Credit Card Offer
এক্সিস ব্যাংকে নিও ক্রেডিট কার্ডটিও এই মুহূর্তে লাইফটাইম ফ্রি অফারে পাওয়া যাচ্ছে। চাকুরীজীবী হোক বা ব্যবসায়ী সকলকেই এই কার্ডের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা। এই ক্রেডিট কার্ডেও থাকছে কিছু বিশেষ অফার (Credit Card Offer) যার মধ্যে ওয়েলকাম অফার হিসেবে বিদ্যুৎ বিলের উপর থাকছে ১০০% ছাড় (সর্বাধিক ৩০০)! এছাড়াও লেনদেনের ক্ষেত্রে জ্যোমাটোতে ৪০% ছাড় পাওয়া যাবে। সাথে PAYTM অ্যাপের মাধ্যমে কোনো বিল দিলে ৫% ছাড় পাবে গ্রাহকরা। এছাড়া প্রতি ২০০ টাকা ব্যয়ে গ্রাহকরা পাবেন ১টি রিওয়ার্ড পয়েন্ট। আবেদনের লিংক: http://www axisbank.com/retail/cards/credit-card/neo-credit-card
Indusind RuPay Credit Card
RuPay ক্রেডিট কার্ডের অন্য ধরন Indusind ব্যাংকও দিচ্ছে লাইফটাইম ফ্রি ক্রেডিট কার্ডের অফার (Credit Card Offer)। এই কার্ডটি সরাসরি UPI অ্যাপের সাথে লিংক করা যাবে। এই কার্ড ব্যাবহার করে UPI লেনদেন করা সম্ভব। এই ক্রেডিট কার্ডের আবেদন করতে হলে এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে হবে। আবেদনের লিংক: https://www.indusind.com