Free Ration: শুরু হয়ে গেছে আরো একটি নতুন বছর, আর নতুন বছর মানেই বিভিন্ন নিত্যনতুন খবর। ২০২৫ সালে রাজ্যবাসী পেতে চলেছে দুর্দান্ত সুখবর। পশ্চিমবঙ্গের সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্য রাজ্য সরকার আনতে চলেছে এক বিরাট উপহার। জানুয়ারি মাস অর্থাৎ নতুন বছর থেকেই বাড়তি রেশন তথা Ration Items List দেওয়ার ঘোষণা করা হলো। রাজ্যবাসী এই প্রতিবেদনের মাধ্যমেই জানতে পারবে কি কি বিনামূল্যে রেশন বা Free Ration তারা পাবে। রেশন কার্ড অনুযায়ী জানা যাবে কোন রেশন কার্ডে কি কি রেশন পাওয়া যাবে।
রাজ্যবাসীর জন্য প্রতিমাসেই রাজ্য সরকার একাধিক রেশন সামগ্রী সরবরাহের ব্যবস্থা (Free Ration) করে। এই ব্যবস্থা নেওয়ার পিছনেও রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। সাধারণত এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। রাজ্য সরকার ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে রেশন কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত সামগ্রীর তালিকা। এই তালিকা অনুযায়ী, রেশনে ৯ রকমের সামগ্রী দেওয়া হবে বলে খবর। আপনারাই এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন কোন ক্যাটেগরির উপভোক্তা কতটা রেশন সামগ্রী পাবেন।
অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) কার্ডধারীদের বরাদ্দ:
পশ্চিমবঙ্গের অধিবাসীদের মধ্যে অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) কার্ডধারীরা অর্থনৈতিকভাবে সবচেয়ে দুর্বল শ্রেণীর মানুষ। এই শ্রেণীর কার্ডধারীরা ডিসেম্বর মাসে পাবেন:
চাল: ২১ কেজি
আটা: ১৩.৩০০ কেজি
চিনি: ১ কেজি
রাজ্য সরকার দ্বারা বরাদ্দ এই রেশনের (Free Ration) মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর ফলে লাভবান হচ্ছে বহু মানুষ।
RKSY-1 এবং RKSY-2 কার্ডধারীদের বরাদ্দ:
রাজ্য সরকারের RKSY-1 এবং RKSY-2 কার্ডধারীদের জন্য নির্দিষ্ট বরাদ্দ রয়েছে।
RKSY-1: জনপ্রতি ৫ কেজি চাল
RKSY-2: জনপ্রতি ২ কেজি চাল
SPH এবং PHH কার্ডধারীদের বরাদ্দ:
পশ্চিমবঙ্গের বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) এবং অগ্রাধিকার পরিবারের Ration গ্রাহকেরা পাবেন (Free Ration) জনপ্রতি:
চাল: ৩ কেজি
আটা: ১.৯০০ কেজি
অতিরিক্ত বরাদ্দ বিশেষ অঞ্চলের জন্য:
পশ্চিমবঙ্গের যে সমস্ত বিশেষ অঞ্চল রয়েছে অর্থাৎ জঙ্গলমহল, পার্বত্য অঞ্চল এবং চা বাগানের শ্রমিকদের জন্য অতিরিক্ত রেশন সামগ্রী (Free Ration) বরাদ্দ করা হয়েছে। এই পদক্ষেপ এর মাধ্যমে রাজ্যের বিশেষ অঞ্চলগুলির মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।
রাজ্যের উদ্যোগ এবং নজরদারি:
রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই একাধিক অভিযোগ এসেছে রেশন সংক্রান্ত বিষয়ে। রেশন ব্যবস্থায় যে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না তা প্রমাণিত। রাজ্যে রেশন ব্যবস্থা যাতে স্বচ্ছতা বজায় থাকে তার জন্য রাজ্য সরকার নিচ্ছে বিশেষ পদক্ষেপ এবং কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রতিটি রেশন দোকানে সঠিকভাবে সামগ্রী বিতরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে আধিকারিকরা নিবিড়ভাবে কাজ করছেন। রাজ্যের মানুষের কাছে যাতে রেশন ব্যবস্থা আগের থেকে আরও অনেক বেশি সহজলভ্য হয়ে ওঠে তার জন্য অনলাইন পরিষেবা চালু করা হয়েছে।
আরো পড়ুন: বাতিল সেমিস্টার, শিক্ষামন্ত্রীর একার সিদ্ধান্তে বেজায় চটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রেশন কার্ড স্টেটাস চেক এবং অনলাইন পরিষেবা :
রাজ্যে এমন বহু মানুষ আছেন যারা এখনো পর্যন্ত রেশন পরিষেবার সুবিধা পাননি, রাজ্য সরকার এই সমস্ত মানুষদের জন্য চালু করছে অনলাইন পোর্টালের সুবিধা। এই পোর্টালে রেশন কার্ডের সমস্ত আপডেট পাওয়া যাবে। কার্ডের স্থিতি জানতে বা সমস্যা সমাধানের জন্য ভিজিট করুন সরকারি ওয়েবসাইট।
কি পরামর্শ দেওয়া হচ্ছে উপভোক্তাদের?
রাজ্যে যে সমস্ত মানুষের রেশন কার্ড আছে তাদের নির্ধারিত সময়ে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। যদি কোনো গ্রাহকের রেশন সামগ্রী সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হয় তাহলে যেন অবশ্যই নিকটস্থ রেশন দোকান বা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে। রাজ্য সরকার রাজ্যবাসীর সুবিধার্থে নতুন বছরের শুরুতেই যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে লক্ষ লক্ষ রাজ্যবাসী। পাশাপাশি উদ্যোগ নেওয়া হয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও। তবে তালিকা স্থানভেদে পরিবর্তন হবে। রেশন পরিষেবা ও বন্টন পর্যাপ্ত মজুদের উপর নির্ভর করে। তাই রেশন দোকানে যে Ration Items List দেওয়া থাকবে, সেটি অবশ্যই মিলিয়ে নেবেন।