Ear Itching Problem: ঘন ঘন কান চুলকানো মোটেই স্বাভাবিক নয়, জানুন এটি কোন রোগের লক্ষণ

Ear Itching Problem: কান চুলকানো বিষয়টা খুব সাধারন হয়ে এসেছে চিরকাল। কিছু দিয়ে একটু চুলকে নিলেই মেলে আরাম। তবে চিকিৎসকরা এই বিষয়ে আপনার ধারণা বদলে দিতে পারে। নিজেকে প্রশ্ন করতে হবে শুধু শুধু কান চুলকাতে শুরু করবে কেনো? আমাদের দেহে যেকোনো অংশে চুলকানি অনুভূত হলে তার পিছনে নির্দিষ্ট কিছু কারণ থাকে। তবে কান কেনো শুধু শুধু চুলকবে এই বিষয়ে নিজেকে প্রশ্ন করুন। তাহলেই বুঝবেন বিষয়টা যতটা ছোট করে দেখা হয় ততটা ছোট না হতেও পারে। এই কান চুলকানোর পিছনেই থাকতে পারে বড় কোনো রোগের লক্ষণ।

কান চুলকানোর ক্ষেত্রে আমরা প্রথমে আঙ্গুল দিয়ে কাজ মেটানোর চেষ্টা করে থাকি। কিন্তু সেটি যখন সম্ভব হয়না তখনই সরু কিছু দিয়ে কান চুলকে থাকি। সাধারণ ভাবে দেশলাই কাঠি, ক্লিপ, পেনের ঢাকনা ইত্যাদি আমাদের অস্ত্র হয়ে ওঠে। আর এতেই হয় সব থেকে বড় ক্ষতি (Ear Itching Problem)।

চিকিৎসকদের মতে কান চুলকানোর প্রথম কারণ হলো আমাদের কানের ভিতরের দীর্ঘদিন ধরে জমতে থাকা ময়লা যাকে ইংরেজি পরিভাষায় বলা হয় ইয়ার ওয়াক্স। এগুলি মূলত কানের মধ্যেকার দেওয়ালের মরা কোষ যেগুলো শরীরের স্বাভাবিক পরিষ্কার পদ্ধতি দ্বারা খসে পড়ে জমা হতে থাকে। যদি নিয়মিত কিছু দিন অন্তর এই ময়লা পরিষ্কার না করা হয় তবে এই মরা কোশ অর্থাৎ ইয়ার ওয়াক্স জমা হতে হতে কানে চুলকানির (Ear Itching Problem) মতো সমস্যা তৈরি করে। অনেক সময় এর থেকে শ্রবণ শক্তি হ্রাসের মত সমস্যাও তৈরি হতে পারে।

আরো পড়ুন: হাই প্রেসার কেনো হয় এবং এর লক্ষণ কি জানুন

ময়লার স্তর পুরু হয়ে গেলে ইয়ারবাডস দিয়ে না খুঁচিয়ে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে কানের ড্রপ ব্যবহার করতে হয়। এই সময় ইয়ারবাডস ব্যবহার করলে ময়লা পরিষ্কারের বদলে কানের পর্দায় আঘাত লাগতে পারে। তাই ডাক্তারের পরামর্শে কানের ড্রপ এক অথবা দুই ফোঁটা ব্যবহার করলে ওই জমা ময়লা স্তর ভেঙে বেরিয়ে আসে। তবে অতিরিক্ত ড্রপের ব্যবহার করলেও কানের ক্ষতি হতে পারে। এছাড়া আরো কিছু কারণে কানের ভিতরে চুলকাতে (Ear Itching Problem) পারে। যথা: ঠাণ্ডা লাগা, অ্যালার্জি, রোগ সংক্রমণ, একজিয়া বা সিরিয়াসিস জাতীয় চামড়ার সমস্যার কারণেও অতিরিক্ত কান চুলকাতে পারে।

অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো খাবার খেলে অ্যালার্জিতে আক্রান্ত হয়ে কান চুলকানো শুরু হতে পারে। বিশেষত বাদাম বা অন্য কোনো ফল থেকে অ্যালার্জি হলে কান চুলকাতে পারে। বর্ষা ঋতুতে অ্যালার্জি, গলার ও ত্বকের সংক্রমণ বাড়ে ঐসময় কানেও তার প্রভাব পড়ে বলে বর্ষার সময় বেশি কান চুলকোতে (Ear Itching Problem) দেখা যায়। তবে শরীরের যেকোনো অঙ্গের সমস্যা যতটাই স্বাভাবিক মনে হোক না কেনো তা যদি ঘন ঘন হয় তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ করে নেওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *